ETV Bharat / bharat

বিতর্কিত করোনিল কিটের বিরুদ্ধে কেন্দ্রকে চিঠি আইএমএ মহারাষ্ট্রর - করোনিল কিট

জানা গিয়েছে যে কয়েকটি রাজ্য করোনিল কিটকে করোনার চিকিৎসায় সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ৷ সেই তালিকায় রয়েছে হরিয়ানা ৷

বিতর্কিত করোনিল কিটের বিরুদ্ধে কেন্দ্রকে চিঠি আইএমএ মহারাষ্ট্রর
author img

By

Published : Jun 5, 2021, 7:00 PM IST

মুম্বই, 5 জুন : যোগগুরু রামদেবের সংস্থার তৈরি করোনিল কিট নিয়ে আপত্তি তুলল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিসেয়শন বা আইএমএ-র মহারাষ্ট্র শাখা ৷ চিকিৎসকদের এই সংগঠনের তরফে ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারকে ৷ আইএমএ-র মহারাষ্ট্র শাখার সভাপতি ড. রাধাকৃষ্ণ লোন্ধে ৷ তিনি শনিবার এই খবর দিয়েছেন ৷

কেন আপত্তি তুলছেন তাঁরা ? জানা গিয়েছে যে কয়েকটি রাজ্য করোনিল কিটকে করোনার চিকিৎসায় সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ৷ সেই তালিকায় রয়েছে হরিয়ানা ৷ অথচ এই ওষুধ এখনও বিশ্বস্বাস্থ্য সংস্থা বা হু-এর অনুমোদন পায়নি ৷ কেন্দ্রকে পাঠানো চিঠিতে এই বিষয়গুলির উল্লেখ করেছে আইএমএ-র মহারাষ্ট্র শাখা ৷

এর আগে আইএমএ-র তরফেও এই বিষয়টি নিয়ে আপত্তি তোলা হয়েছে ৷ কারণ, রামদেব দাবি করেছেন অ্যালোপথি চিকিৎসার জন্যই করোনায় মানুষের মৃত্যু হয়েছে ৷ এই মন্তব্যের জন্য রামদেবের বিরুদ্ধে পুলিশের কাছেও অভিযোগ দায়ের হয়েছে ৷ অভিযোগ দায়ের করেছে আইএমএ ৷

করোনিল কিট তৈরি করেছে রামদেবের পতঞ্জলি সংস্থা ৷ ওই সংস্থার বিরুদ্ধে 1 হাজার কোটি টাকার মামলা দায়েরের হুঁশিয়ারি দিয়েছে আইএমএ-র উত্তরাখণ্ড শাখা ৷ এমনকী, তারা পতঞ্জলির মেডিক্যাল লাইসেন্স বাতিল করার দাবিও তুলেছে ৷

আইএমএ-র তরফে এই ওষুধের ব্যবহার বন্ধ করে দেওয়ার দাবি জানানো হয়েছে ৷

আরও পড়ুন : সংক্রমণ মোকাবিলার চেয়ে কৃতিত্ব নিতে ব্যস্ত, কেন্দ্রকে আক্রমণ অর্মত্য সেনের

মুম্বই, 5 জুন : যোগগুরু রামদেবের সংস্থার তৈরি করোনিল কিট নিয়ে আপত্তি তুলল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিসেয়শন বা আইএমএ-র মহারাষ্ট্র শাখা ৷ চিকিৎসকদের এই সংগঠনের তরফে ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারকে ৷ আইএমএ-র মহারাষ্ট্র শাখার সভাপতি ড. রাধাকৃষ্ণ লোন্ধে ৷ তিনি শনিবার এই খবর দিয়েছেন ৷

কেন আপত্তি তুলছেন তাঁরা ? জানা গিয়েছে যে কয়েকটি রাজ্য করোনিল কিটকে করোনার চিকিৎসায় সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ৷ সেই তালিকায় রয়েছে হরিয়ানা ৷ অথচ এই ওষুধ এখনও বিশ্বস্বাস্থ্য সংস্থা বা হু-এর অনুমোদন পায়নি ৷ কেন্দ্রকে পাঠানো চিঠিতে এই বিষয়গুলির উল্লেখ করেছে আইএমএ-র মহারাষ্ট্র শাখা ৷

এর আগে আইএমএ-র তরফেও এই বিষয়টি নিয়ে আপত্তি তোলা হয়েছে ৷ কারণ, রামদেব দাবি করেছেন অ্যালোপথি চিকিৎসার জন্যই করোনায় মানুষের মৃত্যু হয়েছে ৷ এই মন্তব্যের জন্য রামদেবের বিরুদ্ধে পুলিশের কাছেও অভিযোগ দায়ের হয়েছে ৷ অভিযোগ দায়ের করেছে আইএমএ ৷

করোনিল কিট তৈরি করেছে রামদেবের পতঞ্জলি সংস্থা ৷ ওই সংস্থার বিরুদ্ধে 1 হাজার কোটি টাকার মামলা দায়েরের হুঁশিয়ারি দিয়েছে আইএমএ-র উত্তরাখণ্ড শাখা ৷ এমনকী, তারা পতঞ্জলির মেডিক্যাল লাইসেন্স বাতিল করার দাবিও তুলেছে ৷

আইএমএ-র তরফে এই ওষুধের ব্যবহার বন্ধ করে দেওয়ার দাবি জানানো হয়েছে ৷

আরও পড়ুন : সংক্রমণ মোকাবিলার চেয়ে কৃতিত্ব নিতে ব্যস্ত, কেন্দ্রকে আক্রমণ অর্মত্য সেনের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.