ETV Bharat / bharat

Amritpal Slams Punjab Govt: গ্রেফতার করতে চাইলে আমার বাড়িতে আসতে পারত পঞ্জাব সরকার, ধরা দিতাম: অমৃতপাল

পঞ্জাব সরকার যদি তাঁকে গ্রেফতার করতে চাইত, তাহলে তাঁর বাড়িতে যেতে পারত (Amritpal Singh)৷ তাহলেই তিনি ধরা দিতেন (Amritpal Singh Video)৷ ভাইরাল হওয়া ভিডিয়োয় এ কথাই বলতে শোনা গেল পলাতক খালিস্থানপন্থী প্রচারক অমৃতপাল সিং-কে (Amritpal Slams Punjab Govt)৷

Amritpal Singh ETV bharat
অমৃতপাল সিং
author img

By

Published : Mar 29, 2023, 6:15 PM IST

Updated : Mar 29, 2023, 6:49 PM IST

চণ্ডীগড়, 29 মার্চ: পঞ্জাব সরকারের যদি আমাকে গ্রেফতার করার ইচ্ছা থাকত, পুলিশ আমার বাড়িতে আসতে পারত ৷ আমি তাহলে ধরা দিতাম ৷ এমনই দাবি পলাতক খালিস্থানপন্থী প্রচারক অমৃতপাল সিং-এর (Amritpal Slams Punjab Govt)। সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ সেখানেই এ কথা বলতে শোনা গিয়েছে অমৃতপাল সিং-কে (Amritpal Singh Video)৷

পলাতক মৌলবাদী প্রচারক অমৃতপাল সিংয়ের একটি ভিডিয়ো বুধবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ তাঁর খোঁজে অভিযান চলাকালীন শিখ যুবকদের গ্রেফতারি নিয়ে ভিডিয়োয় পাঞ্জাব পুলিশকে একহাত নিয়েছেন অমৃতপাল সিং ৷ ভিডিয়োয় তাঁকে একটি কালো পাগড়ি পরে রয়েছেন ৷ গায়ে জড়ানো শাল ৷ খালিস্তান সহানুভূতিশীল আরও বলেন যে, রাজ্য সরকারের যদি গ্রেফতার করার ইচ্ছা থাকত, পুলিশ তাঁর বাড়িতে যেতে পারত এবং তিনি ধরা তাহলে ধরা দিতেন ৷ তিনি বলেন, "লক্ষ লক্ষ পুলিশ - যাঁদের গ্রেফতার করতে পাঠানো হয়েছিল - তাঁদের প্রচেষ্টা থেকে আমাদের রক্ষা করেছেন সর্বশক্তিমান ৷"

  • If Punjab govt had intention of arresting me, police could have come to my house and I would have given in: Amritpal Singh

    — Press Trust of India (@PTI_News) March 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: শ্রী অকাল তখতের প্রধানের সঙ্গে বৈঠকের পর আত্মসমর্পণ করতে পারেন অমৃতপাল

এই উগ্র প্রচারক আত্মসমর্পণ করতে পারেন এই খবর ছড়িয়ে পড়া নিয়ে তৎপরতা আরও বাড়িয়েছিল পঞ্জাব পুলিশ ৷ তার মধ্যেই সামনে এল তাঁর ভিডিয়োটি ৷ পুলিশ অমৃতপাল সিং এবং তাঁর সংগঠন 'ওয়ারিস পঞ্জাব দে'-এর সদস্যদের বিরুদ্ধে বিরাট তল্লাশি অভিযান শুরু করেছে । পলাতক প্রচারক পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েছেন ৷ সম্প্রতি জলন্ধর জেলায় যখন তাঁর অশ্বারোহী বাহিনীকে আটক করা হয়েছিল, তখন পুলিশের জাল থেকে পালাতে সক্ষম হন অমৃতপাল সিং ৷

এ দিকে, আজ খবর ছড়ায় যে, আত্মসমর্পণ করতে পারেন পলাতক খালিস্তানপন্থী প্রচারক অমৃতপাল সিং ৷ শীর্ষ শিখ ধর্মীয় সংগঠন শ্রী অকাল তখত সাহেবের জথেদার অর্থাৎ প্রধান গিয়ানি হরপ্রীত সিংয়ের সঙ্গে দেখা করার পর অমৃতপাল পুলিশের কাছে আত্মসমর্পণ করতে পারেন বলে শোনা যায় । সেই কারণে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় তালওয়ান্দি সাবোর দিক থেকে আসা সমস্ত রাস্তা ৷

চণ্ডীগড়, 29 মার্চ: পঞ্জাব সরকারের যদি আমাকে গ্রেফতার করার ইচ্ছা থাকত, পুলিশ আমার বাড়িতে আসতে পারত ৷ আমি তাহলে ধরা দিতাম ৷ এমনই দাবি পলাতক খালিস্থানপন্থী প্রচারক অমৃতপাল সিং-এর (Amritpal Slams Punjab Govt)। সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ সেখানেই এ কথা বলতে শোনা গিয়েছে অমৃতপাল সিং-কে (Amritpal Singh Video)৷

পলাতক মৌলবাদী প্রচারক অমৃতপাল সিংয়ের একটি ভিডিয়ো বুধবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ তাঁর খোঁজে অভিযান চলাকালীন শিখ যুবকদের গ্রেফতারি নিয়ে ভিডিয়োয় পাঞ্জাব পুলিশকে একহাত নিয়েছেন অমৃতপাল সিং ৷ ভিডিয়োয় তাঁকে একটি কালো পাগড়ি পরে রয়েছেন ৷ গায়ে জড়ানো শাল ৷ খালিস্তান সহানুভূতিশীল আরও বলেন যে, রাজ্য সরকারের যদি গ্রেফতার করার ইচ্ছা থাকত, পুলিশ তাঁর বাড়িতে যেতে পারত এবং তিনি ধরা তাহলে ধরা দিতেন ৷ তিনি বলেন, "লক্ষ লক্ষ পুলিশ - যাঁদের গ্রেফতার করতে পাঠানো হয়েছিল - তাঁদের প্রচেষ্টা থেকে আমাদের রক্ষা করেছেন সর্বশক্তিমান ৷"

  • If Punjab govt had intention of arresting me, police could have come to my house and I would have given in: Amritpal Singh

    — Press Trust of India (@PTI_News) March 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: শ্রী অকাল তখতের প্রধানের সঙ্গে বৈঠকের পর আত্মসমর্পণ করতে পারেন অমৃতপাল

এই উগ্র প্রচারক আত্মসমর্পণ করতে পারেন এই খবর ছড়িয়ে পড়া নিয়ে তৎপরতা আরও বাড়িয়েছিল পঞ্জাব পুলিশ ৷ তার মধ্যেই সামনে এল তাঁর ভিডিয়োটি ৷ পুলিশ অমৃতপাল সিং এবং তাঁর সংগঠন 'ওয়ারিস পঞ্জাব দে'-এর সদস্যদের বিরুদ্ধে বিরাট তল্লাশি অভিযান শুরু করেছে । পলাতক প্রচারক পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েছেন ৷ সম্প্রতি জলন্ধর জেলায় যখন তাঁর অশ্বারোহী বাহিনীকে আটক করা হয়েছিল, তখন পুলিশের জাল থেকে পালাতে সক্ষম হন অমৃতপাল সিং ৷

এ দিকে, আজ খবর ছড়ায় যে, আত্মসমর্পণ করতে পারেন পলাতক খালিস্তানপন্থী প্রচারক অমৃতপাল সিং ৷ শীর্ষ শিখ ধর্মীয় সংগঠন শ্রী অকাল তখত সাহেবের জথেদার অর্থাৎ প্রধান গিয়ানি হরপ্রীত সিংয়ের সঙ্গে দেখা করার পর অমৃতপাল পুলিশের কাছে আত্মসমর্পণ করতে পারেন বলে শোনা যায় । সেই কারণে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় তালওয়ান্দি সাবোর দিক থেকে আসা সমস্ত রাস্তা ৷

Last Updated : Mar 29, 2023, 6:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.