ETV Bharat / bharat

মন্দিরে স্থাপিত হবে 51 ইঞ্চির ভগবান রামের শিশুসদৃশ মূর্তি, প্রস্তুত 3টি ডিজাইন - idol of lord rams

Idol of Lord Ram to be installed in Temple: চম্পত রাই শ্রীরাম জন্মভূমি মন্দিরের মানচিত্র বর্ণনা করতে গিয়ে জানান, পুরো কাঠামো নির্মাণে মোট 21 থেকে 22 লক্ষ ঘনফুট পাথর ব্যবহার করা হয়েছে। এমন বড় পাথরের কাঠামো গত 100-200 বছরেও উত্তর ভারতে নির্মিত হত না, এমনকী দক্ষিণেও নয়, বলে তিনি জানান ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 27, 2023, 7:50 PM IST

অযোধ্যা, 27 ডিসেম্বর: আগামী মাসে অযোধ্যার রাম মন্দিরের খাঁটি সাদা মাকরানা মার্বেল গর্ভগৃহে স্থাপন করা হবে ভগবান রামের 'রাম লালা' মূর্তি । বুধবার মন্দির ট্রাস্ট এমন তথ্যই জানিয়েছে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের সম্পাদক চম্পত রাই জানান, 51 ইঞ্চি লম্বা ভগবান রামের মূর্তিটি পাঁচ বছরের রাম লালাকেই প্রতিফলিত করে । এদিন চম্পত রাই বলেন, "তিনটি ডিজাইনের মধ্যে নির্বাচন করা হবে। যার মধ্যে সবচেয়ে ভালো দৈবত্ব আছে এবং শিশুর চেহারা দেখাবে তাঁকেই বেছে নেওয়া হবে ।"

চম্পত রাই শ্রীরাম জন্মভূমি মন্দিরের মানচিত্র বর্ণনা করতে গিয়ে জানান, পুরো কাঠামো নির্মাণে মোট 21 থেকে 22 লক্ষ ঘনফুট পাথর ব্যবহার করা হয়েছে। এমন বড় পাথরের কাঠামো গত 100-200 বছরেও উত্তর ভারতে নির্মিত হত না, এমনকী দক্ষিণেও নয়, বলে তিনি জানান । তিনি বলেন, "প্রকৌশলীদের দ্বারা তৈরি 56 স্তরযুক্ত কৃত্রিম পাথরের একটি ভিত্তি স্থাপন করা হয়েছে, যা কাঠামোর নীচে স্থাপন করা হয়েছে। দ্বিতীয়ত, কর্ণাটক এবং তেলেঙ্গানার 17 হাজারটি গ্রানাইট ব্লকের প্লিন্থ মাটি থেকে 21 ফুট উপরে স্থাপন করা হয়েছে। প্রায় পাঁচ লাখ ঘনফুট রাজস্থানের ভরতপুরের গোলাপী রঙের বেলেপাথর ব্যবহার করা হয়েছে মন্দিরের কাঠামো তৈরিতে। মন্দিরের গর্ভগৃহটি খাঁটি সাদা মাকরানা মার্বেল দিয়ে প্রস্তুত হয়েছে ।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 22 জানুয়ারি রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন ৷ অনুষ্ঠানের জন্য পুরোদমে প্রস্তুতি চলছে, যা সমাজের সকল স্তরের বিশিষ্ট ব্যক্তিদের এবং লোকেদের আকর্ষণ করবে ৷ ট্রাস্ট সচিব জানিয়েছেন, মন্দিরটি 70 একর জমির উত্তর অংশে নির্মিত হচ্ছে, যা 2019 সালে সুপ্রিম কোর্ট হিন্দুদের কাছে হস্তান্তর করেছে। রাই বলেন, "এখানে তিনতলা মন্দির তৈরি করা হচ্ছে। মন্দিরের নীচতলার কাজ শেষ, প্রথম তলা নির্মাণাধীন অবস্থায় রয়েছে। মন্দিরটি চারকোণা দেয়াল দিয়ে ঘেরা, যার দৈর্ঘ্য প্রায় 750 মিটার । মন্দির চারপাশের প্রাচীরের বিশেষ বৈশিষ্ট হল, এটি 14 ফুট চওড়া।"

একই সঙ্গে তিনি জানান, প্রকারটিও দ্বিতল হবে । ভক্তদের উপরের তলায় মন্দিরের পরিক্রমা করার অনুমতি দেওয়া হবে । প্রাকারা নির্মাণাধীন রয়েছে এবং আরও 6 থেকে 8 মাস সময় লাগতে পারে বলেও জানিয়েছেন রাই । মন্দিরে আসা তীর্থযাত্রীদের সুবিধার বিষয়ে তিনি বলেন, "তীর্থযাত্রীদের জন্য 25 হাজার লকারের সুবিধা থাকছে । একটি ছোট হাসপাতালও তৈরি করা হবে। একটি বিশাল কমপ্লেক্সও তৈরি করা হয়েছে। তীর্থযাত্রীদের শৌচালয় এবং অন্যান্য সুবিধার জন্য, দু'টি নর্দমা শোধনাগারও এখানে তৈরি করা হচ্ছে যেখানে এই কমপ্লেক্সের বর্জ্য পদার্থ শোধন করা হবে।"

ট্রাস্টের সচিব জানান, আগুন লাগলে ফায়ার ব্রিগেডের জলের প্রয়োজন হলে কাঠামোর কাছেই একটি ভূগর্ভস্থ জলাশয়ও খনন করা হয়েছে। তিনি বলেন, "যদি প্রয়োজন হয়, আমরা সরয়ু নদী থেকে বা মাটির নীচ থেকে জল নেব। তবে ভূগর্ভস্থ জল কেবল মাটিতে যাবে। এখানে 20 একরের বেশি জমিতে নির্মাণকাজ চলছে এবং 50 একর জমিতে সবুজ রয়েছে। এই গাছগুলি শত বছরের পুরানো।" এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার মন্দির নগরীতে অযোধ্যা বিমানবন্দর এবং রেলওয়ে স্টেশন উদ্বোধন করতে আসছেন, যা বিশেষ করে মন্দিরের মডেলে সংস্কার করা হচ্ছে।

(এএনআই)

আরও পড়ুন

অযোধ্যা, 27 ডিসেম্বর: আগামী মাসে অযোধ্যার রাম মন্দিরের খাঁটি সাদা মাকরানা মার্বেল গর্ভগৃহে স্থাপন করা হবে ভগবান রামের 'রাম লালা' মূর্তি । বুধবার মন্দির ট্রাস্ট এমন তথ্যই জানিয়েছে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের সম্পাদক চম্পত রাই জানান, 51 ইঞ্চি লম্বা ভগবান রামের মূর্তিটি পাঁচ বছরের রাম লালাকেই প্রতিফলিত করে । এদিন চম্পত রাই বলেন, "তিনটি ডিজাইনের মধ্যে নির্বাচন করা হবে। যার মধ্যে সবচেয়ে ভালো দৈবত্ব আছে এবং শিশুর চেহারা দেখাবে তাঁকেই বেছে নেওয়া হবে ।"

চম্পত রাই শ্রীরাম জন্মভূমি মন্দিরের মানচিত্র বর্ণনা করতে গিয়ে জানান, পুরো কাঠামো নির্মাণে মোট 21 থেকে 22 লক্ষ ঘনফুট পাথর ব্যবহার করা হয়েছে। এমন বড় পাথরের কাঠামো গত 100-200 বছরেও উত্তর ভারতে নির্মিত হত না, এমনকী দক্ষিণেও নয়, বলে তিনি জানান । তিনি বলেন, "প্রকৌশলীদের দ্বারা তৈরি 56 স্তরযুক্ত কৃত্রিম পাথরের একটি ভিত্তি স্থাপন করা হয়েছে, যা কাঠামোর নীচে স্থাপন করা হয়েছে। দ্বিতীয়ত, কর্ণাটক এবং তেলেঙ্গানার 17 হাজারটি গ্রানাইট ব্লকের প্লিন্থ মাটি থেকে 21 ফুট উপরে স্থাপন করা হয়েছে। প্রায় পাঁচ লাখ ঘনফুট রাজস্থানের ভরতপুরের গোলাপী রঙের বেলেপাথর ব্যবহার করা হয়েছে মন্দিরের কাঠামো তৈরিতে। মন্দিরের গর্ভগৃহটি খাঁটি সাদা মাকরানা মার্বেল দিয়ে প্রস্তুত হয়েছে ।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 22 জানুয়ারি রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন ৷ অনুষ্ঠানের জন্য পুরোদমে প্রস্তুতি চলছে, যা সমাজের সকল স্তরের বিশিষ্ট ব্যক্তিদের এবং লোকেদের আকর্ষণ করবে ৷ ট্রাস্ট সচিব জানিয়েছেন, মন্দিরটি 70 একর জমির উত্তর অংশে নির্মিত হচ্ছে, যা 2019 সালে সুপ্রিম কোর্ট হিন্দুদের কাছে হস্তান্তর করেছে। রাই বলেন, "এখানে তিনতলা মন্দির তৈরি করা হচ্ছে। মন্দিরের নীচতলার কাজ শেষ, প্রথম তলা নির্মাণাধীন অবস্থায় রয়েছে। মন্দিরটি চারকোণা দেয়াল দিয়ে ঘেরা, যার দৈর্ঘ্য প্রায় 750 মিটার । মন্দির চারপাশের প্রাচীরের বিশেষ বৈশিষ্ট হল, এটি 14 ফুট চওড়া।"

একই সঙ্গে তিনি জানান, প্রকারটিও দ্বিতল হবে । ভক্তদের উপরের তলায় মন্দিরের পরিক্রমা করার অনুমতি দেওয়া হবে । প্রাকারা নির্মাণাধীন রয়েছে এবং আরও 6 থেকে 8 মাস সময় লাগতে পারে বলেও জানিয়েছেন রাই । মন্দিরে আসা তীর্থযাত্রীদের সুবিধার বিষয়ে তিনি বলেন, "তীর্থযাত্রীদের জন্য 25 হাজার লকারের সুবিধা থাকছে । একটি ছোট হাসপাতালও তৈরি করা হবে। একটি বিশাল কমপ্লেক্সও তৈরি করা হয়েছে। তীর্থযাত্রীদের শৌচালয় এবং অন্যান্য সুবিধার জন্য, দু'টি নর্দমা শোধনাগারও এখানে তৈরি করা হচ্ছে যেখানে এই কমপ্লেক্সের বর্জ্য পদার্থ শোধন করা হবে।"

ট্রাস্টের সচিব জানান, আগুন লাগলে ফায়ার ব্রিগেডের জলের প্রয়োজন হলে কাঠামোর কাছেই একটি ভূগর্ভস্থ জলাশয়ও খনন করা হয়েছে। তিনি বলেন, "যদি প্রয়োজন হয়, আমরা সরয়ু নদী থেকে বা মাটির নীচ থেকে জল নেব। তবে ভূগর্ভস্থ জল কেবল মাটিতে যাবে। এখানে 20 একরের বেশি জমিতে নির্মাণকাজ চলছে এবং 50 একর জমিতে সবুজ রয়েছে। এই গাছগুলি শত বছরের পুরানো।" এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার মন্দির নগরীতে অযোধ্যা বিমানবন্দর এবং রেলওয়ে স্টেশন উদ্বোধন করতে আসছেন, যা বিশেষ করে মন্দিরের মডেলে সংস্কার করা হচ্ছে।

(এএনআই)

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.