Sharad Pawar on BJP: শুভানুধ্যায়ীরা বিজেপির সঙ্গে যেতে বলছেন: শরদ পাওয়ার - এনসিপি
রবিবার শরদ পাওয়ার সাফ জানান, তাঁর দল কোনও অবস্থাতেই বিজেপির সঙ্গে যাচ্ছেন না ৷ কারণ হিসাবে পাওয়ারের দাবি, আদর্শগত দিক থেকে এনসিপি-র সঙ্গে কোনও অংশেই খাপ খায় না বিজেপির'র আদর্শ ৷ এমনকী দুই দলের রাজনৈতিক কাঠামোও সম্পূর্ণ ভিন্ন বলেও জানান তিনি।
সোলাপুর (মহারাষ্ট্র), 13 অগস্ট: ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগদানের বিষয়ে তাঁর অবস্থান স্পষ্ট করলেন জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি)-এর প্রধান শরদ পাওয়ার ৷ রবিবার তিনি সাফ জানান, তাঁর দল কোনও অবস্থাতেই বিজেপির সঙ্গে যাচ্ছে না ৷ কারণ হিসাবে পাওয়ারের দাবি, আদর্শগত দিক থেকে এনসিপি-র সঙ্গে কোনও অংশেই খাপ খায় না বিজেপির'র আদর্শ ৷ এমনকী দুই দলের রাজনৈতিক কাঠামোও সম্পূর্ণ ভিন্ন বলেও জানান তিনি।
এনসিপি প্রধান বলেন, "দলের সর্বভারতীয় সভাপতি হিসাবে, আমি স্পষ্ট করে দিচ্ছি যে আমার দল (এনসিপি) বিজেপির সঙ্গে যাবে না। ভারতীয় জনতা পার্টির আদর্শ এনসিপি'র রাজনৈতিক কাঠামোর সঙ্গে যায় না ৷" এদিন মহারাষ্ট্রের সোলাপুর জেলার সাঙ্গোলায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পাওয়ার আরও জানান, যে তাঁর কিছু 'শুভানুধ্যায়ী' তাঁকে বিজেপিতে যোগদানের জন্য প্ররোচিত করার চেষ্টা করছে।
তিনি বলেন, "আমাদের মধ্যে কেউ কেউ ভিন্ন অবস্থান নিয়েছে ইতিমধ্যেই। আমাদের কিছু শুভাকাঙ্খী আমাদের মনের মধ্যে কোনও পরিবর্তণ হতে পারে কি না, তা দেখার চেষ্টা করছেন। সেজন্য তারা আমাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করার চেষ্টা করছেন ৷" তিনি নাম না করে কার দিকে ইঙ্গিত দিয়েছেন তা অবশ্য স্পষ্ট ৷ সম্প্রতি, শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার এবং আরও আট জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) বিধায়ক বিজেপি-শিবসেনা (একনাথ শিন্ডে) নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকারে যোগ দিয়েছেন ৷ রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী হিসাবে শপথও নেন অজিত। পরে অবশ্য অজিত পাওয়ার এনসিপি-র আরও বেশ কয়েকজন বিধায়কের সমর্থন পাওয়ার দাবি করেছিলেন।
এদিন আচমকা শরদ পাওয়ারের বাড়িতে হাজির হন অজিত ৷ অজিত পাওয়ারের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, শরদ পাওয়ার বলেন, "আমার ভাইপোর সঙ্গে দেখা করা কি ভুল? কারও বাসভবনে অনুষ্ঠিত হলে কীভাবে তা গোপন বৈঠক হয়ে যায় ! আমি বাড়িতেই ছিলাম ৷" তবে, প্রধানমন্ত্রী মোদির পাওয়ারের উদ্দেশে মন্তব্য, "তিনি অনেক আগেই প্রধানমন্ত্রী হতেন" তার প্রতিক্রিয়ায় শরদ পাওয়ার বলেন, "এটি তাঁর (প্রধানমন্ত্রী) নিজস্ব মতামত। আমি জানি আমি সেখানে (বিজেপি) যাওয়ার মতো কিছুই পাব না।" একই সঙ্গে, মুম্বইতে পরবর্তী বিরোধীদের বৈঠক সম্পর্কে বলতে গিয়ে, পাওয়ার জানান, যে 40 টিরও বেশি দলের নেতা ওই বৈঠকে অংশ নেবেন।
আরও পড়ুন: লোকসভার আগে সংগঠনকে মজবুত করার নিদান নাড্ডার
তিনি বলেন, "উদ্ধব ঠাকরে, নানা পাটোলে এবং আমি নিজেই সভা আয়োজন করেছি। আমরা ইন্ডিয়া জোটের আরও একাধিক রণকৌশল নিয়ে আলোচনা করব। 31 অগস্ট আমরা সেই বৈঠকে প্রাথমিক এজেন্ডা চূড়ান্ত করব তার পর 1 সেপ্টেম্বর আনুষ্ঠানিক বৈঠক হবে ৷"