ETV Bharat / bharat

Assam IAS : বেশভূষা নয়, কর্মেই পরিচয় ; অসমের বন্যাদুর্গত এলাকায় মিলল ব্যতিক্রমী আমলা

তিনি আইএএস এবং কাছার জেলার ডেপুটি কমিশনার ৷ তবে ছবি দেখে আলাদা করে চেনা মুশকিল ৷ এতটাই সাধারণ ভাবে গ্রামবাসীর সঙ্গে মিশে গিয়েছেন কীর্তি জাল্লি ৷ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখতে বেরিয়েছিলেন তিনি (Assam IAS Officer Keerthi) ৷

IAS Keerthi Jalli with a village woman
গ্রামের মহিলার সঙ্গে হাসিমুখে কীর্তি
author img

By

Published : May 28, 2022, 9:17 AM IST

Updated : May 28, 2022, 9:32 AM IST

কাছার, 28 মে : বন্যায় ভেসে গিয়েছে এলাকা ৷ চারিদিকে প্যাচপ্যাচে কাদা ৷ কোনও দ্বিধাদ্বন্দ্ব না রেখে তার মধ্যেই নেমে পড়েছেন এক মহিলা আইএএস অফিসার ৷ দেখে বোঝার জো নেই ৷ সাদামাটা শাড়ি, অবিন্যস্ত চুল, পা ভর্তি কাদা আর মুখে একগাল হাসি ৷ এতেই ভাইরাল অসমের কাছারের আইএএস অফিসার কীর্তি জাল্লি ৷ তিনি অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলির পরিদর্শনে বেরিয়েছিলেন ৷

বৃহস্পতিবারই আইএএস সঞ্জীব খিরওয়ার ও তাঁর স্ত্রী রিঙ্কু দুগ্গার নয়াদিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে কুকুর নিয়ে হাঁটার খবরে তোলপাড় হয়ে যায় ৷ তাঁদের সান্ধ্যভ্রমণের জন্য কোচ, অ্যাথলেটিক্সদের সন্ধের মধ্যে স্টেডিয়াম খালি করে বেরিয়ে আসতে হত ৷ যাইহোক, স্বরাষ্ট্রমন্ত্রক স্বামী-স্ত্রী আমলাকে লাদাখ আর অরুণাচলে পাঠিয়ে দিয়েছেন ৷ কিন্তু অসমে কীর্তির কাহিনি ঠিক যেন কয়েনের উল্টো পিঠ (IAS Keerthi Jalli walks through mud in Cachar of Assam flood hit areas) ৷

কীর্তি জাল্লি অসমের কাছার জেলার ডেপুটি কমিশনার ৷ সম্প্রতি অসমে ভয়াবহ বন্যায় বহু এলাকা ডুবে গিয়েছে ৷ তিনি সেই বন্যাবিধ্বস্ত অঞ্চলগুলির অবস্থা খতিয়ে দেখতে বেরিয়েছিলেন ৷ তাঁর টুইটার হ্যান্ডেলে সেই সব ছবি পোস্ট করেছেন কীর্তি ৷ তাতে দেখা যাচ্ছে, একেবারে সাধারণ শাড়িতে চটি পায়ে গ্রামে এসেছেন আইএএস ৷ বন্যার জল সরে গিয়ে কাদামাটিতে ভর্তি গ্রামের রাস্তা ৷ তার মধ্যে দিয়ে হেঁটে গ্রামে ঢুকছেন ৷ কোথাও গ্রামেরই এক মহিলার সঙ্গে নৌকায় উঠেছেন ৷

  • She also inspected the relief measures including provision of pure and safe drinking water etc. being provided to the flood affected people in relief camps and other places. pic.twitter.com/bpxyooBMCe

    — Deputy Commissioner Cachar (@dccachar) May 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Misuse of Thyagraj Stadium : স্টেডিয়াম খালি করে কুকুর নিয়ে সান্ধ্যভ্রমণ, আইএএস দম্পতির বদলি লাদাখ-অরুণাচলে

রিপোর্ট অনুযায়ী, 25 মে কীর্তি জাল্লি চেসরি গ্রামপঞ্চায়েত, বরখোলা ব্লকের চুতরাসঙ্গন গ্রামে কাদার মধ্যে হেঁটে ঘুরেছেন ৷ গ্রামবাসীর সঙ্গে কথা বলে তাঁদের অসুবিধের কথা শোনেন ৷ বন্যাবিধ্বস্ত অঞ্চলগুলির অবস্থা ফেরাতে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ করতে নির্দেশ দেন কীর্তি ৷ পাশাপাশি গ্রামবাসীদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন ৷ তাঁর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ সেখানে তিনি বলছেন, "আমার পা ধোয়ার জন্য পরিষ্কার জল দরকার নেই ৷ আমায় বন্যার জলই দিন ৷" তবে নৌকায়, গ্রামের কাদামাখা রাস্তায় আইএএস কীর্তিকে আলাদা করে চেনা কঠিন ৷ তিনি যেন সেই গ্রামেরই মেয়ে ৷

কাছার, 28 মে : বন্যায় ভেসে গিয়েছে এলাকা ৷ চারিদিকে প্যাচপ্যাচে কাদা ৷ কোনও দ্বিধাদ্বন্দ্ব না রেখে তার মধ্যেই নেমে পড়েছেন এক মহিলা আইএএস অফিসার ৷ দেখে বোঝার জো নেই ৷ সাদামাটা শাড়ি, অবিন্যস্ত চুল, পা ভর্তি কাদা আর মুখে একগাল হাসি ৷ এতেই ভাইরাল অসমের কাছারের আইএএস অফিসার কীর্তি জাল্লি ৷ তিনি অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলির পরিদর্শনে বেরিয়েছিলেন ৷

বৃহস্পতিবারই আইএএস সঞ্জীব খিরওয়ার ও তাঁর স্ত্রী রিঙ্কু দুগ্গার নয়াদিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে কুকুর নিয়ে হাঁটার খবরে তোলপাড় হয়ে যায় ৷ তাঁদের সান্ধ্যভ্রমণের জন্য কোচ, অ্যাথলেটিক্সদের সন্ধের মধ্যে স্টেডিয়াম খালি করে বেরিয়ে আসতে হত ৷ যাইহোক, স্বরাষ্ট্রমন্ত্রক স্বামী-স্ত্রী আমলাকে লাদাখ আর অরুণাচলে পাঠিয়ে দিয়েছেন ৷ কিন্তু অসমে কীর্তির কাহিনি ঠিক যেন কয়েনের উল্টো পিঠ (IAS Keerthi Jalli walks through mud in Cachar of Assam flood hit areas) ৷

কীর্তি জাল্লি অসমের কাছার জেলার ডেপুটি কমিশনার ৷ সম্প্রতি অসমে ভয়াবহ বন্যায় বহু এলাকা ডুবে গিয়েছে ৷ তিনি সেই বন্যাবিধ্বস্ত অঞ্চলগুলির অবস্থা খতিয়ে দেখতে বেরিয়েছিলেন ৷ তাঁর টুইটার হ্যান্ডেলে সেই সব ছবি পোস্ট করেছেন কীর্তি ৷ তাতে দেখা যাচ্ছে, একেবারে সাধারণ শাড়িতে চটি পায়ে গ্রামে এসেছেন আইএএস ৷ বন্যার জল সরে গিয়ে কাদামাটিতে ভর্তি গ্রামের রাস্তা ৷ তার মধ্যে দিয়ে হেঁটে গ্রামে ঢুকছেন ৷ কোথাও গ্রামেরই এক মহিলার সঙ্গে নৌকায় উঠেছেন ৷

  • She also inspected the relief measures including provision of pure and safe drinking water etc. being provided to the flood affected people in relief camps and other places. pic.twitter.com/bpxyooBMCe

    — Deputy Commissioner Cachar (@dccachar) May 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Misuse of Thyagraj Stadium : স্টেডিয়াম খালি করে কুকুর নিয়ে সান্ধ্যভ্রমণ, আইএএস দম্পতির বদলি লাদাখ-অরুণাচলে

রিপোর্ট অনুযায়ী, 25 মে কীর্তি জাল্লি চেসরি গ্রামপঞ্চায়েত, বরখোলা ব্লকের চুতরাসঙ্গন গ্রামে কাদার মধ্যে হেঁটে ঘুরেছেন ৷ গ্রামবাসীর সঙ্গে কথা বলে তাঁদের অসুবিধের কথা শোনেন ৷ বন্যাবিধ্বস্ত অঞ্চলগুলির অবস্থা ফেরাতে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ করতে নির্দেশ দেন কীর্তি ৷ পাশাপাশি গ্রামবাসীদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন ৷ তাঁর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ সেখানে তিনি বলছেন, "আমার পা ধোয়ার জন্য পরিষ্কার জল দরকার নেই ৷ আমায় বন্যার জলই দিন ৷" তবে নৌকায়, গ্রামের কাদামাখা রাস্তায় আইএএস কীর্তিকে আলাদা করে চেনা কঠিন ৷ তিনি যেন সেই গ্রামেরই মেয়ে ৷

Last Updated : May 28, 2022, 9:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.