কাছার, 28 মে : বন্যায় ভেসে গিয়েছে এলাকা ৷ চারিদিকে প্যাচপ্যাচে কাদা ৷ কোনও দ্বিধাদ্বন্দ্ব না রেখে তার মধ্যেই নেমে পড়েছেন এক মহিলা আইএএস অফিসার ৷ দেখে বোঝার জো নেই ৷ সাদামাটা শাড়ি, অবিন্যস্ত চুল, পা ভর্তি কাদা আর মুখে একগাল হাসি ৷ এতেই ভাইরাল অসমের কাছারের আইএএস অফিসার কীর্তি জাল্লি ৷ তিনি অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলির পরিদর্শনে বেরিয়েছিলেন ৷
বৃহস্পতিবারই আইএএস সঞ্জীব খিরওয়ার ও তাঁর স্ত্রী রিঙ্কু দুগ্গার নয়াদিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে কুকুর নিয়ে হাঁটার খবরে তোলপাড় হয়ে যায় ৷ তাঁদের সান্ধ্যভ্রমণের জন্য কোচ, অ্যাথলেটিক্সদের সন্ধের মধ্যে স্টেডিয়াম খালি করে বেরিয়ে আসতে হত ৷ যাইহোক, স্বরাষ্ট্রমন্ত্রক স্বামী-স্ত্রী আমলাকে লাদাখ আর অরুণাচলে পাঠিয়ে দিয়েছেন ৷ কিন্তু অসমে কীর্তির কাহিনি ঠিক যেন কয়েনের উল্টো পিঠ (IAS Keerthi Jalli walks through mud in Cachar of Assam flood hit areas) ৷
কীর্তি জাল্লি অসমের কাছার জেলার ডেপুটি কমিশনার ৷ সম্প্রতি অসমে ভয়াবহ বন্যায় বহু এলাকা ডুবে গিয়েছে ৷ তিনি সেই বন্যাবিধ্বস্ত অঞ্চলগুলির অবস্থা খতিয়ে দেখতে বেরিয়েছিলেন ৷ তাঁর টুইটার হ্যান্ডেলে সেই সব ছবি পোস্ট করেছেন কীর্তি ৷ তাতে দেখা যাচ্ছে, একেবারে সাধারণ শাড়িতে চটি পায়ে গ্রামে এসেছেন আইএএস ৷ বন্যার জল সরে গিয়ে কাদামাটিতে ভর্তি গ্রামের রাস্তা ৷ তার মধ্যে দিয়ে হেঁটে গ্রামে ঢুকছেন ৷ কোথাও গ্রামেরই এক মহিলার সঙ্গে নৌকায় উঠেছেন ৷
-
She also inspected the relief measures including provision of pure and safe drinking water etc. being provided to the flood affected people in relief camps and other places. pic.twitter.com/bpxyooBMCe
— Deputy Commissioner Cachar (@dccachar) May 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">She also inspected the relief measures including provision of pure and safe drinking water etc. being provided to the flood affected people in relief camps and other places. pic.twitter.com/bpxyooBMCe
— Deputy Commissioner Cachar (@dccachar) May 25, 2022She also inspected the relief measures including provision of pure and safe drinking water etc. being provided to the flood affected people in relief camps and other places. pic.twitter.com/bpxyooBMCe
— Deputy Commissioner Cachar (@dccachar) May 25, 2022
আরও পড়ুন : Misuse of Thyagraj Stadium : স্টেডিয়াম খালি করে কুকুর নিয়ে সান্ধ্যভ্রমণ, আইএএস দম্পতির বদলি লাদাখ-অরুণাচলে
রিপোর্ট অনুযায়ী, 25 মে কীর্তি জাল্লি চেসরি গ্রামপঞ্চায়েত, বরখোলা ব্লকের চুতরাসঙ্গন গ্রামে কাদার মধ্যে হেঁটে ঘুরেছেন ৷ গ্রামবাসীর সঙ্গে কথা বলে তাঁদের অসুবিধের কথা শোনেন ৷ বন্যাবিধ্বস্ত অঞ্চলগুলির অবস্থা ফেরাতে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ করতে নির্দেশ দেন কীর্তি ৷ পাশাপাশি গ্রামবাসীদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন ৷ তাঁর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ সেখানে তিনি বলছেন, "আমার পা ধোয়ার জন্য পরিষ্কার জল দরকার নেই ৷ আমায় বন্যার জলই দিন ৷" তবে নৌকায়, গ্রামের কাদামাখা রাস্তায় আইএএস কীর্তিকে আলাদা করে চেনা কঠিন ৷ তিনি যেন সেই গ্রামেরই মেয়ে ৷