ETV Bharat / bharat

89 লাখ করদাতাকে 1.45 লাখ কোটি ফেরত দেবে আয়কর দপ্তর - 89 লাখ করদাতাকে 1.45 লাখ কোটি ফেরত

বাণিজ্যিক সংস্থাগুলি ছাড়া সাধারণ করদাতারাও এই সুবিধা পাবেন । টুইট করে জানিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক ।

I-T refunds worth Rs 1.45 lakh cr
I-T refunds worth Rs 1.45 lakh cr
author img

By

Published : Dec 11, 2020, 9:35 PM IST

দিল্লি, 11 ডিসেম্বর: এবার করদাতাদের 1.45 লাখ কোটি টাকা ফেরত দেবে দেশের আয়কর দপ্তর । শুক্রবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছে, চলতি অর্থবর্ষে আয়কর দপ্তর 89 লাখ আয়কর দাতাকে 1.45 লাখ কোটি টাকা ফেরত দেবে।

এইসঙ্গে মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বাণিজ্যিক সংস্থাগুলি ছাড়া সাধারণ করদাতারাও এই সুবিধা পাবেন ।

একটি টুইটে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছে, "সিবিডিটি (সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস) 1.45 লাখ কোটি টাকা ফেরত দেবে 89.26 লাখ করদাতাকে । গত 1 এপ্রিল, 2020 থেকে 8 ডিসেম্বর, 2020 মধ্যে যাঁরা কর দিয়েছেন তাঁদের জন্য এই নিয়ম লাগু হবে ।

দিল্লি, 11 ডিসেম্বর: এবার করদাতাদের 1.45 লাখ কোটি টাকা ফেরত দেবে দেশের আয়কর দপ্তর । শুক্রবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছে, চলতি অর্থবর্ষে আয়কর দপ্তর 89 লাখ আয়কর দাতাকে 1.45 লাখ কোটি টাকা ফেরত দেবে।

এইসঙ্গে মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বাণিজ্যিক সংস্থাগুলি ছাড়া সাধারণ করদাতারাও এই সুবিধা পাবেন ।

একটি টুইটে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছে, "সিবিডিটি (সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস) 1.45 লাখ কোটি টাকা ফেরত দেবে 89.26 লাখ করদাতাকে । গত 1 এপ্রিল, 2020 থেকে 8 ডিসেম্বর, 2020 মধ্যে যাঁরা কর দিয়েছেন তাঁদের জন্য এই নিয়ম লাগু হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.