দিল্লি, 11 ডিসেম্বর: এবার করদাতাদের 1.45 লাখ কোটি টাকা ফেরত দেবে দেশের আয়কর দপ্তর । শুক্রবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছে, চলতি অর্থবর্ষে আয়কর দপ্তর 89 লাখ আয়কর দাতাকে 1.45 লাখ কোটি টাকা ফেরত দেবে।
এইসঙ্গে মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বাণিজ্যিক সংস্থাগুলি ছাড়া সাধারণ করদাতারাও এই সুবিধা পাবেন ।
-
#AatmaNirbharBharatPackage #FinMin2020
— Ministry of Finance (@FinMinIndia) December 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
CBDT issues refunds of over Rs. 1,45,619 crore to more than 89.29 lakh taxpayers between 1st April,2020 to 08th December,2020.#IndiaFightsCorona pic.twitter.com/c3Vr528MFM
">#AatmaNirbharBharatPackage #FinMin2020
— Ministry of Finance (@FinMinIndia) December 11, 2020
CBDT issues refunds of over Rs. 1,45,619 crore to more than 89.29 lakh taxpayers between 1st April,2020 to 08th December,2020.#IndiaFightsCorona pic.twitter.com/c3Vr528MFM#AatmaNirbharBharatPackage #FinMin2020
— Ministry of Finance (@FinMinIndia) December 11, 2020
CBDT issues refunds of over Rs. 1,45,619 crore to more than 89.29 lakh taxpayers between 1st April,2020 to 08th December,2020.#IndiaFightsCorona pic.twitter.com/c3Vr528MFM
একটি টুইটে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছে, "সিবিডিটি (সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস) 1.45 লাখ কোটি টাকা ফেরত দেবে 89.26 লাখ করদাতাকে । গত 1 এপ্রিল, 2020 থেকে 8 ডিসেম্বর, 2020 মধ্যে যাঁরা কর দিয়েছেন তাঁদের জন্য এই নিয়ম লাগু হবে ।