ETV Bharat / bharat

I&B Ministry : দেশবিরোধী প্রচার, পাকিস্তানের চারটি-সহ 22টি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ ঘোষণা নয়াদিল্লির

গত বছরের ফেব্রুয়ারিতে আইটি নিয়ম, 2021-এর বিজ্ঞপ্তির পর থেকে এই প্রথম দেশের ইউটিউব-ভিত্তিক সংবাদ প্রকাশকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল ৷ ভারতের জাতীয় নিরাপত্তা, বৈদেশিক সম্পর্ক এবং জনশৃঙ্খলা সংক্রান্ত বিভ্রান্তি ছড়ানোর জন্য আইটি নিয়ম, 2021-এর অধীনে ইউটিউব চ্যানেলগুলি ব্লক করা হয়েছে (I&B blocks 22 YouTube channels for spreading Anti-India content) ।

I&B Ministry blocks 22 Youtube channels
22টি চ্যানেলকে নিষিদ্ধ ঘোষণা নয়াদিল্লির
author img

By

Published : Apr 5, 2022, 6:01 PM IST

Updated : Apr 5, 2022, 7:00 PM IST

নয়াদিল্লি, 5 এপ্রিল : দেশবিরোধী প্রচার চলছে ৷ তাই 4টি পাকিস্তানভিত্তিক ইউটিউব নিউজ চ্যানেল-সহ 22টি ইউটিউব চ্যানেল ব্লক করল নয়াদিল্লি । কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতের জাতীয় নিরাপত্তা, বৈদেশিক সম্পর্ক এবং জনশৃঙ্খলা সংক্রান্ত বিভ্রান্তি ছড়ানোর জন্য আইটি নিয়ম, 2021-এর অধীনে ইউটিউব চ্যানেলগুলি ব্লক করা হয়েছে । একইসঙ্গে 3টি টুইটার অ্যাকাউন্ট, 1টি ফেসবুক অ্যাকাউন্ট এবং 1টি নিউজ ওয়েবসাইটও ব্লক করা হয়েছে (I&B blocks 22 YouTube channels for spreading Anti-India content)।

মন্ত্রকের তরফে জানা গিয়েছে, ইউটিউব চ্যানেলগুলির দর্শক সংখ্যা 260 কোটিরও বেশি ৷ প্রত্যেকটি চ্যানেলই ভুয়ো খবর এবং সোশ্যাল মিডিয়াতে বিভ্রান্তি ছড়ানোর কাজে ব্যবহার করা হচ্ছিল । গত বছরের ফেব্রুয়ারিতে আইটি নিয়ম, 2021-এর বিজ্ঞপ্তির পর থেকে এই প্রথম দেশের ইউটিউব-ভিত্তিক সংবাদ প্রকাশকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল ৷

এক প্রেস বিজ্ঞপ্তিতে মন্ত্রক জানিয়েছে, পাকিস্তান থেকে পরিচালিত চ্যানেলগুলো থেকে ভারতের সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর ইত্যাদির মতো সংবেদনশীল বিষয়ে ভুয়ো খবর ছড়ানো হচ্ছিল ৷ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ভারতের বৈদেশিক সম্পর্ককে বিপন্ন করাই ছিল এর মূল লক্ষ্য ছিল। অন্যদিকে ভারতীয় ইউটিউব চ্যানেলগুলি ক্রমাগত দেশের জনপ্রিয় টিভি নিউজ চ্যানেলের টেমপ্লেট, লোগো ব্যবহার করছিল ৷ একইসঙ্গে নিজেদের খবরের বিশ্বাসযোগ্যতা বাড়াতে সংশ্লিষ্ট চ্যানেলের জনপ্রিয় অ্যাঙ্করের ছবিও ব্যবহার করা হচ্ছিল ৷

  • 4 Pakistan-based YouTube news channels blocked.

    YouTube channels used logos of TV news channels & false thumbnails to mislead viewers

    3 Twitter accounts, 1 Facebook account, and 1 news website also blocked.

    2/2https://t.co/XTdQs6vUb9

    — PIB India (@PIB_India) April 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : 2 কোটি দেশবাসী টিভিতেই দেখছেন ইউটিউব, গুরুত্ব বাড়ছে ভারতীয় ভাষার

2021 সালের ডিসেম্বর থেকে জাতীয় নিরাপত্তা, দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা, জনশৃঙ্খলা ইত্যাদির সুরক্ষায় 78টি ইউটিউব-ভিত্তিক নিউজ চ্যানেল এবং অন্যান্য বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ জারি করে নয়াদিল্লি ।

নয়াদিল্লি, 5 এপ্রিল : দেশবিরোধী প্রচার চলছে ৷ তাই 4টি পাকিস্তানভিত্তিক ইউটিউব নিউজ চ্যানেল-সহ 22টি ইউটিউব চ্যানেল ব্লক করল নয়াদিল্লি । কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতের জাতীয় নিরাপত্তা, বৈদেশিক সম্পর্ক এবং জনশৃঙ্খলা সংক্রান্ত বিভ্রান্তি ছড়ানোর জন্য আইটি নিয়ম, 2021-এর অধীনে ইউটিউব চ্যানেলগুলি ব্লক করা হয়েছে । একইসঙ্গে 3টি টুইটার অ্যাকাউন্ট, 1টি ফেসবুক অ্যাকাউন্ট এবং 1টি নিউজ ওয়েবসাইটও ব্লক করা হয়েছে (I&B blocks 22 YouTube channels for spreading Anti-India content)।

মন্ত্রকের তরফে জানা গিয়েছে, ইউটিউব চ্যানেলগুলির দর্শক সংখ্যা 260 কোটিরও বেশি ৷ প্রত্যেকটি চ্যানেলই ভুয়ো খবর এবং সোশ্যাল মিডিয়াতে বিভ্রান্তি ছড়ানোর কাজে ব্যবহার করা হচ্ছিল । গত বছরের ফেব্রুয়ারিতে আইটি নিয়ম, 2021-এর বিজ্ঞপ্তির পর থেকে এই প্রথম দেশের ইউটিউব-ভিত্তিক সংবাদ প্রকাশকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল ৷

এক প্রেস বিজ্ঞপ্তিতে মন্ত্রক জানিয়েছে, পাকিস্তান থেকে পরিচালিত চ্যানেলগুলো থেকে ভারতের সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর ইত্যাদির মতো সংবেদনশীল বিষয়ে ভুয়ো খবর ছড়ানো হচ্ছিল ৷ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ভারতের বৈদেশিক সম্পর্ককে বিপন্ন করাই ছিল এর মূল লক্ষ্য ছিল। অন্যদিকে ভারতীয় ইউটিউব চ্যানেলগুলি ক্রমাগত দেশের জনপ্রিয় টিভি নিউজ চ্যানেলের টেমপ্লেট, লোগো ব্যবহার করছিল ৷ একইসঙ্গে নিজেদের খবরের বিশ্বাসযোগ্যতা বাড়াতে সংশ্লিষ্ট চ্যানেলের জনপ্রিয় অ্যাঙ্করের ছবিও ব্যবহার করা হচ্ছিল ৷

  • 4 Pakistan-based YouTube news channels blocked.

    YouTube channels used logos of TV news channels & false thumbnails to mislead viewers

    3 Twitter accounts, 1 Facebook account, and 1 news website also blocked.

    2/2https://t.co/XTdQs6vUb9

    — PIB India (@PIB_India) April 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : 2 কোটি দেশবাসী টিভিতেই দেখছেন ইউটিউব, গুরুত্ব বাড়ছে ভারতীয় ভাষার

2021 সালের ডিসেম্বর থেকে জাতীয় নিরাপত্তা, দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা, জনশৃঙ্খলা ইত্যাদির সুরক্ষায় 78টি ইউটিউব-ভিত্তিক নিউজ চ্যানেল এবং অন্যান্য বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ জারি করে নয়াদিল্লি ।

Last Updated : Apr 5, 2022, 7:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.