ETV Bharat / bharat

Stealing for Honeymoon: স্ত্রী'র ইচ্ছেপূরণ করতে হাতসাফাই ! মধুচন্দ্রিমা শেষে শ্রীঘরে যুবক - স্ত্রীর হনিমুনের শখ মেটাতে চুরি

স্ত্রী-র হনিমুনের শখ মেটাতে চুরি করে টাকা জোগাড় করে যুবক ৷ তারপর কুলু মানালিতে হনিমুনও হয়ে যায় ৷ ফিরে আসতেই শ্রীঘরে যুবক ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Jun 27, 2023, 9:22 PM IST

চুরির সিসিটিভি ফুটেজ

মুরাদাবাদ, 27 জুন: জানুয়ারিতে বিয়ে হয়েছিল ৷ স্ত্রীর ইচ্ছে ছিল যেমন করেই হোক মধুচন্দ্রিমায় কুলু মানালিতে নিয়ে যেতে হবে ৷ কিন্তু স্বামীর যে তেমন আর্থিক অবস্থা ছিল না ৷ কিন্তু নাছোরবান্দা ছিল স্ত্রী ৷ তাই বাধ্য হয়েই চুরির রাস্তা ধরে যুবক ৷

প্রথমে সে একটি বুলেট বাইক চুরি করে ৷ তারপর শহরের এক ব্যবসায়ীর টাকা ভর্তি ব্যাগ চুরি করে সে ৷ তাতে প্রায় 1 লাখ 90 হাজার টাকা ছিল ৷ দোকানের সিসিটিভি-তে ধরা পড়ে এই ঘটনা ৷ এরপর আবার সে স্ত্রীকে নিয়ে চলে যায় মধুচন্দ্রিমায় ৷ সেখান থেকে ফেরার পর তাকে গ্রেফতার করে পুলিশ ৷ তার কাছ থেকে 45 হাজার টাকা ও বাইকটিও উদ্ধার করা হয় ৷

এসপি সিটি অখিলেশ ভাদোরিয়া জানান, ধৃত হাসিম জানুয়ারিতে বিয়ে করেছিল ৷ স্ত্রীকে কুলু ও মানালিতে হনিমুনে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সে ৷ কিন্তু এর জন্য টাকা জোগাড় করতে পারছিল না ৷ অন্যদিকে স্ত্রীও তাকে হনিমুনে নিয়ে যাওয়ার জন্য বারবার জোরাজুরি করছিল ৷ এরপর গত 3 জুন থানা মাঝোলা এলাকা থেকে একটি নতুন বুলেট মোটর সাইকেল চুরি করে হাসেম ৷ তারপর একটি মেডিক্যাল এজেন্সির রেইকিং শুরু করে ৷ সেখানে আসা মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভের উপর নজর রাখতে থাকে ৷ 4 জুন আমরোহা থেকে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ নাসিরের ব্যাগ নিয়ে চলে যায় ৷

নাসির ওষুধের ব্যবসায়ীর সঙ্গে কথা বলতে থাকে ৷ এদিকে হাসিম মাস্ক পরে ভিতরে ঢোকে ৷ এরপর সুযোগ পেয়ে নাসিরের ব্যাগ নিয়ে চম্পট দেয় হাসিম ৷ ব্যাগ অন্যান্য জিনিসপত্র ছাড়াও ছিল 1 লাখ 90 হাজার টাকা ৷ ব্যাগ চুরির পর চুরি করা বাইক নিয়ে মধুচন্দ্রিমায় কুলু ও মানালিতে যায় সস্ত্রীক হাসিম ৷ এরপর নিজের মোবাইল বন্ধ করে দেয় সে ৷

আরও পড়ুন : জঙ্গলে ডেকে নিয়ে গিয়ে প্রেমিকের যৌনাঙ্গ কাটলেন বিবাহিত মহিলা !

এদিকে ওষুধ ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে ৷ দোকানে লাগানো সিসিটিভি থেকে অভিযুক্তকে দেখা গেলেও মুখে মাস্ক থাকায় প্রথমে তাকে সনাক্ত করা যায়নি ৷ আশেপাশের প্রায় 50টি সিসিটিভি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখে পুলিশ ৷ এর কয়েক ঘণ্টার মধ্যেই তাকে সনাক্ত করে পুলিশ ৷

হাসেমের মোবাইল নম্বর পেয়ে তার উপর নজরদারি শুরু করে ৷ হিমাচল প্রদেশে হাসিমের মোবাইল নম্বরের শেষ লোকেশন খুঁজে পায় মুরাদাবাদের কোতোয়ালি থানার পুলিশ ৷ তারপর থেকে তার ফোন বন্ধ হয়ে যায় ৷ পুলিশ তবুও খোঁজ রাখতে শুরু করে ৷ এরপর হাসিম হনিমুন থেকে ফিরতেই তাকে গ্রেফতার করে পুলিশ ৷ তার কাছ থেকে বাইক ও 45 হাজার টাকা উদ্ধার করেছে ৷ হাসিম অতীতেও চুরির অন্যান্য ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের ধারণা ৷

চুরির সিসিটিভি ফুটেজ

মুরাদাবাদ, 27 জুন: জানুয়ারিতে বিয়ে হয়েছিল ৷ স্ত্রীর ইচ্ছে ছিল যেমন করেই হোক মধুচন্দ্রিমায় কুলু মানালিতে নিয়ে যেতে হবে ৷ কিন্তু স্বামীর যে তেমন আর্থিক অবস্থা ছিল না ৷ কিন্তু নাছোরবান্দা ছিল স্ত্রী ৷ তাই বাধ্য হয়েই চুরির রাস্তা ধরে যুবক ৷

প্রথমে সে একটি বুলেট বাইক চুরি করে ৷ তারপর শহরের এক ব্যবসায়ীর টাকা ভর্তি ব্যাগ চুরি করে সে ৷ তাতে প্রায় 1 লাখ 90 হাজার টাকা ছিল ৷ দোকানের সিসিটিভি-তে ধরা পড়ে এই ঘটনা ৷ এরপর আবার সে স্ত্রীকে নিয়ে চলে যায় মধুচন্দ্রিমায় ৷ সেখান থেকে ফেরার পর তাকে গ্রেফতার করে পুলিশ ৷ তার কাছ থেকে 45 হাজার টাকা ও বাইকটিও উদ্ধার করা হয় ৷

এসপি সিটি অখিলেশ ভাদোরিয়া জানান, ধৃত হাসিম জানুয়ারিতে বিয়ে করেছিল ৷ স্ত্রীকে কুলু ও মানালিতে হনিমুনে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সে ৷ কিন্তু এর জন্য টাকা জোগাড় করতে পারছিল না ৷ অন্যদিকে স্ত্রীও তাকে হনিমুনে নিয়ে যাওয়ার জন্য বারবার জোরাজুরি করছিল ৷ এরপর গত 3 জুন থানা মাঝোলা এলাকা থেকে একটি নতুন বুলেট মোটর সাইকেল চুরি করে হাসেম ৷ তারপর একটি মেডিক্যাল এজেন্সির রেইকিং শুরু করে ৷ সেখানে আসা মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভের উপর নজর রাখতে থাকে ৷ 4 জুন আমরোহা থেকে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ নাসিরের ব্যাগ নিয়ে চলে যায় ৷

নাসির ওষুধের ব্যবসায়ীর সঙ্গে কথা বলতে থাকে ৷ এদিকে হাসিম মাস্ক পরে ভিতরে ঢোকে ৷ এরপর সুযোগ পেয়ে নাসিরের ব্যাগ নিয়ে চম্পট দেয় হাসিম ৷ ব্যাগ অন্যান্য জিনিসপত্র ছাড়াও ছিল 1 লাখ 90 হাজার টাকা ৷ ব্যাগ চুরির পর চুরি করা বাইক নিয়ে মধুচন্দ্রিমায় কুলু ও মানালিতে যায় সস্ত্রীক হাসিম ৷ এরপর নিজের মোবাইল বন্ধ করে দেয় সে ৷

আরও পড়ুন : জঙ্গলে ডেকে নিয়ে গিয়ে প্রেমিকের যৌনাঙ্গ কাটলেন বিবাহিত মহিলা !

এদিকে ওষুধ ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে ৷ দোকানে লাগানো সিসিটিভি থেকে অভিযুক্তকে দেখা গেলেও মুখে মাস্ক থাকায় প্রথমে তাকে সনাক্ত করা যায়নি ৷ আশেপাশের প্রায় 50টি সিসিটিভি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখে পুলিশ ৷ এর কয়েক ঘণ্টার মধ্যেই তাকে সনাক্ত করে পুলিশ ৷

হাসেমের মোবাইল নম্বর পেয়ে তার উপর নজরদারি শুরু করে ৷ হিমাচল প্রদেশে হাসিমের মোবাইল নম্বরের শেষ লোকেশন খুঁজে পায় মুরাদাবাদের কোতোয়ালি থানার পুলিশ ৷ তারপর থেকে তার ফোন বন্ধ হয়ে যায় ৷ পুলিশ তবুও খোঁজ রাখতে শুরু করে ৷ এরপর হাসিম হনিমুন থেকে ফিরতেই তাকে গ্রেফতার করে পুলিশ ৷ তার কাছ থেকে বাইক ও 45 হাজার টাকা উদ্ধার করেছে ৷ হাসিম অতীতেও চুরির অন্যান্য ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের ধারণা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.