রামপুর, 19 জুন : মহাভারতে দ্রৌপদীকে ভাগ করে নিয়েছিলেন পঞ্চপাণ্ডব ৷ পাঁচ ভাই একইসঙ্গে বিয়ে করে সহাবস্থান করেছিলেন দ্রৌপদীর সঙ্গে ৷ কলিযুগে বিয়ের পরও লুকিয়ে অন্য বিয়ে করার ঘটনা তাও দেখা যায় ৷ কিন্তু দুই বউয়ের সম্মতিতে সপ্তাহের তিন দিন এক স্ত্রীর সঙ্গে সময় কাটাবেন যুবক এবং অন্য স্ত্রীর সঙ্গে কাটাবেন বাকি তিন দিন, এমন ঘটনা শোনা যায় না সচরাচর ৷
রামপুরের আজিমনগর থানা এলাকার ধোনকপুরির বাসিন্দা তাখমিল আহমেদ ৷ কর্মসূত্রে থাকেন চণ্ডীগড়ে ৷ ফেসবুকে বিবাহিত এই যুবকের আলাপ হয় অসমের এক যুবতীর সঙ্গে ৷ সেখান থেকেই প্রেম ৷ প্রেমে পড়ে যুবক 'ভুলেই’ যান তাঁর বিয়ের কথা বলতে ৷ অসমের সেই যুবতী তো তাখমিলের প্রেমে পাগল ৷ চলে আসেন চণ্ডীগড় ৷ অগত্যা একসঙ্গে লিভ ইনে থাকা ৷ এই সময়েই গর্ভবতী হয়ে যান যুবতী ৷ কিন্তু প্রেমিকাকে এই অবস্থায় রেখে নিজের গ্রামে চলে যান যুবক ৷
অগত্যা সেই অবস্থায় অসমে নিজের বাড়ি ফিরে যান যুবতী ৷ সেখানেই জন্ম দেন এক পুত্র সন্তানের ৷ এরপর সন্তানকে কোলে নিয়েই নবজাতকের বাবার খোঁজে বেরোন অসমের যুবতী ৷ সঙ্গে ছিল যুবকের একটি ছবি ৷ কিছু সূত্র ধরে যুবতী এসে পৌঁছান রামপুরের আজিমনগর থানা এলাকায় ৷ সেখানে পুলিশের সাহায্যে যুবতী খুঁজে পান প্রেমিককে ৷
আরও পড়ুন : বিয়ের আগে গর্ভবতী হয়েছিলেন এই নায়িকারা
ওদিকে তাখমিল তো, চণ্ডীগড় থেকে পালিয়ে নিজের বাড়ি এসে, সুখে শান্তিতে সংসার করছেন ৷ আচমকা অসমের প্রেমিকাকে দেখে হতবাক হয়ে যান যুবক ৷ কান্নাকাটি পড়ে যায় এপক্ষ এবং ওপক্ষের মধ্যে ৷ এরপর প্রথম পক্ষের স্ত্রীর সম্মতিতে এবং বাড়ির সমর্থনে, প্রেমিকার সঙ্গে বিয়ে করেন যুবক ৷ বিয়ে তো হল, কিন্তু যুবক থাকবেন কার সঙ্গে? সেই সমস্যারও সমাধান বেরোয় ৷ সপ্তাহের প্রথম তিনদিন অর্থাৎ সোম, মঙ্গল এবং বুধবার যুবক থাকবেন প্রথম পক্ষের সঙ্গে ৷ সপ্তাহের দ্বিতীয় ভাগে, যুবকের ভাগ পাবেন দ্বিতীয় পক্ষ ৷ অর্থাৎ দ্বিতীয় পক্ষ পাবেন বৃহস্পতি, শুক্র এবং শনিবার ৷ এবার বাকি রইল রবিবার ৷ ছুটির দিনে ভাগাভাগি থেকে ছুটি পেয়েছেন যুবক ৷ রবিবার বাবা-মায়ের সঙ্গেই দিন কাটাতে পারবেন তিনি ৷