ETV Bharat / bharat

Surat Suicide Incident জোর করে গোমাংস ভক্ষণ করাল স্ত্রী, সুরাতে আত্মঘাতী যুবক - Sonam Ali

স্ত্রী এবং শালা মিলে বলপূর্বক গোমাংস ভক্ষণ করানোয় আর বেঁচে থাকতে রাজি ছিলেন না সুরাতের রোহিত প্রতাপ সিং (Rohit Pratap Singh) ৷ তাই শেষমেশ চরমতম সিদ্ধান্তটা নিয়েই ফেলেন সুরাতের হিন্দু যুবক ৷ দু'মাস আগে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন রোহিত (Husband died by suicide while his wife feeds him beef) ৷

Etv Bharat
জোর করে গোমাংস ভক্ষণ করাল স্ত্রী, সুরাতে আত্মঘাতী যুবক
author img

By

Published : Aug 29, 2022, 11:12 PM IST

সুরাত, 29 অগস্ট: গো-মাংস (Beef) ভক্ষণ করতে হবে, নইলে মিলছিল প্রাণনাশের হুমকি ৷ শেষ পর্যন্ত স্ত্রী এবং শালার হুমকির সামনে মাথা নোয়াতেই হয়েছিল সুরাতের রোহিত প্রতাপ সিং-কে (Rohit Pratap Singh) ৷ তবে বলপূর্বক গো-মাংস ভক্ষণ করার 'অপরাধ' নিয়ে আর বেঁচে থাকতে চাইছিলেন না সুরাতের রোহিত ৷ তাই শেষমেশ চরমতম সিদ্ধান্তটা নিয়েই ফেলেন সুরাতের হিন্দু যুবক ৷ দু'মাস আগে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন রোহিত (Husband died by suicide while his wife feeds him beef) ৷

পুলিশি তদন্তে উঠে আসে সমস্তকিছু ৷ সম্প্রতি মৃত রোহিতের অভিযুক্ত স্ত্রী সোনম আলি (Sonam Ali) এবং শালার নামে মামলা রুজু করেছে পুলিশ ৷ তদন্তকারীরা জানিয়েছেন, আত্মহত্যার আগে ফেসবুকে একটি নোট লিখে যায় রোহিত ৷ যেখানে লেখা ছিল, "আমি এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছি ৷ আমার মৃত্যুর জন্য দায়ী আমার স্ত্রী সোনম এবং শালা আখতার আলি ৷ আমার সকল বন্ধুদের কাছে আমি এর বিচার চাইছি ৷ আমায় মৃত্যুর হুমকি দিয়ে গো-মাংস খাওয়ানো হয়েছে ৷ তাই আমি এই দুনিয়ায় থাকতে চাই না ৷ আমি আত্মহত্যার পথ বেছে নিচ্ছি ৷"

আত্মহত্যার ঘটনার দু'মাস পর রোহিতের পরিবার সুইসাইড নোটটির সন্ধান পায় ৷ তড়িঘড়ি তার সুরাত পুলিশের সঙ্গে যোগাযোগ করে ৷ পুলিশে দায়ের করা অভিযোগে সুইসাইড নোটের বিষয়টি উল্লেখ করেন ন্যায়বিচার চেয়েছেন আত্মঘাতী রোহিত প্রতাপের মা বীণা দেবী ৷

আরও পড়ুন: স্বামীর অফিসে গিয়ে স্ত্রীর অভব্য আচরণ নিষ্ঠুরতার সমান, রায় আদালতের

পুলিশ জানিয়েছে, কর্মক্ষেত্রে একে অপরের সঙ্গে পরিচয় হয়েছিল সোনম-রোহিতের ৷ শীঘ্রই তারা প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়ে ৷ পরবর্তীতে পরিবারের অমতেই ভিনধর্মের সোনমকে বিয়ে করেন রোহিত ৷ এমনকী পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে গত কয়েক বছর ধরেই সোনমের সঙ্গে আলাদা থাকতেন রোহিত ৷ শেষমেশ এমন ঘটনায় স্তম্ভিত স্থানীয়রা ৷

সুরাত, 29 অগস্ট: গো-মাংস (Beef) ভক্ষণ করতে হবে, নইলে মিলছিল প্রাণনাশের হুমকি ৷ শেষ পর্যন্ত স্ত্রী এবং শালার হুমকির সামনে মাথা নোয়াতেই হয়েছিল সুরাতের রোহিত প্রতাপ সিং-কে (Rohit Pratap Singh) ৷ তবে বলপূর্বক গো-মাংস ভক্ষণ করার 'অপরাধ' নিয়ে আর বেঁচে থাকতে চাইছিলেন না সুরাতের রোহিত ৷ তাই শেষমেশ চরমতম সিদ্ধান্তটা নিয়েই ফেলেন সুরাতের হিন্দু যুবক ৷ দু'মাস আগে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন রোহিত (Husband died by suicide while his wife feeds him beef) ৷

পুলিশি তদন্তে উঠে আসে সমস্তকিছু ৷ সম্প্রতি মৃত রোহিতের অভিযুক্ত স্ত্রী সোনম আলি (Sonam Ali) এবং শালার নামে মামলা রুজু করেছে পুলিশ ৷ তদন্তকারীরা জানিয়েছেন, আত্মহত্যার আগে ফেসবুকে একটি নোট লিখে যায় রোহিত ৷ যেখানে লেখা ছিল, "আমি এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছি ৷ আমার মৃত্যুর জন্য দায়ী আমার স্ত্রী সোনম এবং শালা আখতার আলি ৷ আমার সকল বন্ধুদের কাছে আমি এর বিচার চাইছি ৷ আমায় মৃত্যুর হুমকি দিয়ে গো-মাংস খাওয়ানো হয়েছে ৷ তাই আমি এই দুনিয়ায় থাকতে চাই না ৷ আমি আত্মহত্যার পথ বেছে নিচ্ছি ৷"

আত্মহত্যার ঘটনার দু'মাস পর রোহিতের পরিবার সুইসাইড নোটটির সন্ধান পায় ৷ তড়িঘড়ি তার সুরাত পুলিশের সঙ্গে যোগাযোগ করে ৷ পুলিশে দায়ের করা অভিযোগে সুইসাইড নোটের বিষয়টি উল্লেখ করেন ন্যায়বিচার চেয়েছেন আত্মঘাতী রোহিত প্রতাপের মা বীণা দেবী ৷

আরও পড়ুন: স্বামীর অফিসে গিয়ে স্ত্রীর অভব্য আচরণ নিষ্ঠুরতার সমান, রায় আদালতের

পুলিশ জানিয়েছে, কর্মক্ষেত্রে একে অপরের সঙ্গে পরিচয় হয়েছিল সোনম-রোহিতের ৷ শীঘ্রই তারা প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়ে ৷ পরবর্তীতে পরিবারের অমতেই ভিনধর্মের সোনমকে বিয়ে করেন রোহিত ৷ এমনকী পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে গত কয়েক বছর ধরেই সোনমের সঙ্গে আলাদা থাকতেন রোহিত ৷ শেষমেশ এমন ঘটনায় স্তম্ভিত স্থানীয়রা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.