ETV Bharat / bharat

Woman Tortured For Dowry: পণের দাবিতে অত্যাচার ! স্ত্রীকে তিন তলা থেকে 'ধাক্কা' স্বামীর - পণের দাবিতে অত্যাচার

বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন গৃহবধূকে পণের জন্য চাপ দিতেন বলে অভিযোগ ৷ শনিবার রাতেও তেমনটাই হয় ৷ এরপরই স্বামী-সহ অন্য সদস্যরা তাঁকে উপর থেকে নীচে ফেলে দেন বলে অভিযোগ ৷

ETV Bharat
পণের দাবিতে নারী নির্যাতন
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 23, 2023, 10:41 AM IST

Updated : Oct 23, 2023, 10:46 AM IST

গাজিয়াবাদ, 23 অক্টোবর: গৃহবধূকে বাড়ির তিনতলা থেকে নীচে ফেলে দেওয়ার অভিযোগ উঠল স্বামী এবং পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে ৷ শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের কবি নগর থানা এলাকায় ৷ গুরুতর আহত অবস্থায় ওই মহিলা হাসপাতালে চিকিৎসাধীন ৷ রবিবার তাঁর জ্ঞান ফেরে ৷ এরপরই তিনি ওই ঘটনার কথা পুলিশকে জানান ৷ স্বামী-সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

সূত্রের খবর, 2 বছর আগে গাজিয়াবাদের বাসিন্দা প্রশান্ত কুমারের সঙ্গে নির্যাতিতার বিয়ে হয় ৷ এরপর থেকেই গৃহবধূর উপর পণের টাকা আদায়ের জন্য স্বামী ও শ্বশুরবাড়ির অন্য সদস্যরা চাপ দিতেন বলে পুলিশ জানতে পেরেছে ৷ প্রায়শই সংসারে অশান্তি লেগে থাকত ৷ এমনকী মারধর করা হত বলেও অভিযোগ ৷ জানা গিয়েছে, ওই নির্যাতিতার বাবা-মা তাঁদের মেয়ের বিয়েতে 16 লক্ষ টাকা খরচ করেছেন ৷ তাও স্বামী ও তার পরিবারের লোকজন আরও টাকা চাইত ৷ এর মধ্যে এই দম্পতির একটি পুত্র সন্তান হয় ৷ তারপরও অত্যাচার কমেনি ৷ স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পুত্রবধূর উপর অত্যাচার চালাতে থাকে বলে অভিযোগ ৷

নির্যাতিতার দাবি, শনিবার রাতেও একই ভাবে স্বামীর সঙ্গে তাঁর বচসা বাধে ৷ অভিযোগ, তারপরই স্বামী তাঁকে পণ নিয়ে কথা শোনান ৷ বাড়ি থেকে 5 লক্ষ টাকা নিয়ে আসতে বলেন ৷ এর সঙ্গে শ্বশুরবাড়ির অন্য সদস্যরাও তাঁর উপর পণের দাবিতে অত্যাচার করতে শুরু করে বলে অভিযোগ ৷ তখন ওই নির্যাতিতা পালিয়ে বাড়ির ছাদে চলে যান ৷ তাঁকে স্বামী, ভাসুর, ভাসুরের স্ত্রী ও অন্যরা ধাওয়া করেন ৷ এরপরই স্বামী ও ভাসুর তাঁকে ধাক্কা দিয়ে ছাদ থেকে নীচে ফেলে দেন বলে জানিয়েছেন ওই নির্যাতিতা ৷

আরও পড়ুন: মালদায় নারী নির্যাতন ! চার পুলিশ আধিকারিককে 'ক্লোজ' করলেন এসপি

গাজিয়াবাদ, 23 অক্টোবর: গৃহবধূকে বাড়ির তিনতলা থেকে নীচে ফেলে দেওয়ার অভিযোগ উঠল স্বামী এবং পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে ৷ শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের কবি নগর থানা এলাকায় ৷ গুরুতর আহত অবস্থায় ওই মহিলা হাসপাতালে চিকিৎসাধীন ৷ রবিবার তাঁর জ্ঞান ফেরে ৷ এরপরই তিনি ওই ঘটনার কথা পুলিশকে জানান ৷ স্বামী-সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

সূত্রের খবর, 2 বছর আগে গাজিয়াবাদের বাসিন্দা প্রশান্ত কুমারের সঙ্গে নির্যাতিতার বিয়ে হয় ৷ এরপর থেকেই গৃহবধূর উপর পণের টাকা আদায়ের জন্য স্বামী ও শ্বশুরবাড়ির অন্য সদস্যরা চাপ দিতেন বলে পুলিশ জানতে পেরেছে ৷ প্রায়শই সংসারে অশান্তি লেগে থাকত ৷ এমনকী মারধর করা হত বলেও অভিযোগ ৷ জানা গিয়েছে, ওই নির্যাতিতার বাবা-মা তাঁদের মেয়ের বিয়েতে 16 লক্ষ টাকা খরচ করেছেন ৷ তাও স্বামী ও তার পরিবারের লোকজন আরও টাকা চাইত ৷ এর মধ্যে এই দম্পতির একটি পুত্র সন্তান হয় ৷ তারপরও অত্যাচার কমেনি ৷ স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পুত্রবধূর উপর অত্যাচার চালাতে থাকে বলে অভিযোগ ৷

নির্যাতিতার দাবি, শনিবার রাতেও একই ভাবে স্বামীর সঙ্গে তাঁর বচসা বাধে ৷ অভিযোগ, তারপরই স্বামী তাঁকে পণ নিয়ে কথা শোনান ৷ বাড়ি থেকে 5 লক্ষ টাকা নিয়ে আসতে বলেন ৷ এর সঙ্গে শ্বশুরবাড়ির অন্য সদস্যরাও তাঁর উপর পণের দাবিতে অত্যাচার করতে শুরু করে বলে অভিযোগ ৷ তখন ওই নির্যাতিতা পালিয়ে বাড়ির ছাদে চলে যান ৷ তাঁকে স্বামী, ভাসুর, ভাসুরের স্ত্রী ও অন্যরা ধাওয়া করেন ৷ এরপরই স্বামী ও ভাসুর তাঁকে ধাক্কা দিয়ে ছাদ থেকে নীচে ফেলে দেন বলে জানিয়েছেন ওই নির্যাতিতা ৷

আরও পড়ুন: মালদায় নারী নির্যাতন ! চার পুলিশ আধিকারিককে 'ক্লোজ' করলেন এসপি

Last Updated : Oct 23, 2023, 10:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.