মান্ডি (হিমাচল প্রদেশে), 1 জুন: মান্ডি জেলার কারসোগে 300 ফুট গভীর খাদে পড়ল সরকারি বাস। সেই সময় বাসে ছিলেন 47 জন যাত্রী । এখনও পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি ৷ তবে কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ঘটনায় আহত যাত্রীদের উদ্ধার করার চেষ্টা করেন ৷ খবর দেওয়া হয় পুলিশে। তড়িঘড়ি ওই এলাকায় পৌঁছয় পুলিশ ৷ পুলিশ, স্থানীয় লোকজনের পাশাপাশি এইচআরটিসির কর্মকর্তারাও ঘটনাস্থলে রয়েছেন ৷ উদ্ধারকাজ শুরু হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটি আরও বড়সড় হতে পারত ৷ গাছ থাকার কারণে বিপত্তি কিছুটা এড়ানো গিয়েছে ৷ সরকারি বাসটি মান্ডি থেকে কারসোগের দিকে আসছিল। কারসোগের মামেল মাদি রোডে দেরিধরের কাছে আসতেই দুর্ঘটনাটি ঘটে। যে জায়গায় এই দুর্ঘটনা ঘটেছে, সেখানে অনেক গাছ ছিল, যার কারণে বাসটি রাস্তা রাস্তা থেকে খাদে পড়েও একটি পাইন গাছ গিয়ে আটকে যায়। অন্যথায় বড় দুর্ঘটনা ঘটতে পারত ৷ সেসমস বাসটিতে ছিলেন প্রায় 47 জন যাত্রী ৷
আরও পড়ুন: ভেঙে পড়ল যুদ্ধবিমান ! প্যারাশুটে প্রাণরক্ষা দুই পাইলটের
পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় আহতদের উদ্ধার করে কারসোগ হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ দুর্ঘটনায় প্রায় 8 জন গুরুতর আহত হয়েছেন ৷ প্রায় 25 জন যাত্রী সামান্য চোট পেয়েছেন। পথ দুর্ঘটনার কারণে স্থানীয় বাসিন্দারা, পিডব্লিউডি এবং হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। তাঁদের কথায়, যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে রাস্তার পাশে কোনও প্যারাপেট ছিল না। প্যারাপেট বা ক্র্যাশ ব্যারিয়ার থাকলে এই দুর্ঘটনা ঘটত না। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি, তবে রাস্তা থেকে বাসটি 300 ফুট গভীর খাদে পড়ে যায় ৷ উল্লেখ্য, গত সপ্তাহে হিমাচলের পাহাড়ি রাস্তায় এরকমই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান 'সারাভাই ভার্সেস সারাভাই’-এর অভিনেত্রী বৈভবী উপাধ্যায় ৷ পাহাড়ি রাস্তায় গাড়ি বাঁক নেওয়ার সময় খাদে পড়ে যায় তাঁর গাড়ি।