ETV Bharat / bharat

Special package for tourists : বাঙালি পর্যটকদের জন্য পুজোর বিশেষ প্যাকেজ হিমাচলপ্রদেশে - দুর্গাপুজো

ভ্রমণ-পিপাসু বাঙালিদের জন্য সুখবর হিমাচল প্রদেশ পর্যটন নিগম ৷ দুর্গাপুজোয় বেড়াতে যাওয়া বাঙালিদের জন্য বিশেষ প্যাকেজের ব্যবস্থা করা হচ্ছে স্থানীয় পর্যটন নিগমের তরফে ৷

hptdc-offers-special-packages-for-tourists-who-came-from-west-bengal
Special package for tourists : বাঙালি পর্যটকদের জন্য পুজোর বিশেষ প্যাকেজ হিমাচল প্রদেশে
author img

By

Published : Oct 7, 2021, 3:41 PM IST

সিমলা, 7 অক্টোবর : পুজোর ছুটিতে বেড়াতে যাওয়া বাঙালির অন্যতম অভ্যাস ৷ এই সময় বাঙালির অন্যতম হলিডে ডেস্টিনেশন হল হিমাচলপ্রদেশের সিমলা ৷ তাই বাঙালি পর্যটকদের কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা করতে চলেছে ওই রাজ্যের পর্যটন নিগম ৷ তার ফলে এবার সিমলার পাশাপাশি কিন্নর জেলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগও পাওয়া যাবে ৷ এর জন্য বিশেষ প্যাকেজের ব্যবস্থা করা হচ্ছে ৷

আরও পড়ুন : Ramoji Film City: 8 অক্টোবর খুলছে রামোজি ফিল্ম সিটি, বিশদে জানুন

কী থাকছে এই প্যাকেজে? জানা গিয়েছে, চণ্ডীগড় থেকে পর্যটকদের আনার ব্যবস্থা করা হবে ৷ তার পর কিন্নর জেলায় তাঁদের থাকার ব্যবস্থা করা হবে ৷ ঘোরানোরও ব্যবস্থা করা হবে ৷ পুরোটাই করবে এইচপিটিডিসি ৷

hptdc-offers-special-packages-for-tourists-who-came-from-west-bengal
বাঙালি পর্যটকদের জন্য পুজোর বিশেষ প্যাকেজ হিমাচল প্রদেশে

প্রসঙ্গত, করোনা পরিস্থিতির জেরে হিমাচলপ্রদেশের পর্যটন ব্যবসা মারাত্মকভাবে ধাক্কা খেয়েছিল ৷ কিন্তু এখন সেই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ৷ তাই পর্যটকদের আরও আকর্ষিত করার জন্য নতুন প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে ৷

হিমাচলপ্রদেশ পর্যটন নিগমের নির্দেশক অমিত কাশ্যপ জানিয়েছেন যে নবরাত্রির সময় বাঙালি পর্যটকরা হিমাচলের সীমার মধ্যে প্রবেশ করলেই তাঁদের পুরো দায়িত্ব নিয়ে নেবেন তাঁরা ৷

আরও পড়ুন : Inflation : 130 টাকায় এক কেজি লবণ, ভারতের এই গ্রামে আকাশ ছুঁয়েছে মূল্যবৃদ্ধি

এখান থেকে পর্যটকদের যাতায়াতের সুবিধা প্রদান ছাড়াও সিমলা, সারাহান, নারকান্দা এবং কল্প, কাইলং-সহ অন্যান্য পর্যটন স্থানগুলিতে ঘুরতে নিয়ে যাওয়া হবে ৷ আবার চণ্ডীগড় এবং কালকাতে পৌঁছে দেওয়ার ব্য়বস্থা করে দেওয়া হবে ৷ পর্যটকদের থাকা, খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করবে এইচপিটিডিসি ৷

পুজোয় বাঙালি পর্যটকদের জন্য হিমাচল প্রদেশে বিশেষ প্যাকেজ

প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক দুর্গাপুজো ও নবরাত্রিতে যে পর্যটকরা পশ্চিমবঙ্গ থেকে সিমলায় আসেন, তাঁরা স্থানীয় কালীবাড়িতে দুর্গাপুজোয় অংশগ্রহণও করেন ৷ তার ব্যবস্থাও রাখছে হিমাচলপ্রদেশের পর্যটন নিগম ৷

আরও পড়ুন : Gandhi Jayanti 2021 : এখানে কেটেছে গান্ধিজির শৈশব, স্মৃতি আগলে পোরবন্দরের কীর্তি মন্দির

এই প্যাকজের জন্য বিভিন্ন দাম নির্ধারণ করা হয়েছে ৷ ছোট গাড়ি ভাড়া নিলে দিতে হবে 11 হাজার 805 টাকা ৷ ছ’জনের জন্য গাড়ি ভাড়া নিলে খরচ হবে 11 হাজার 621 টাকা ৷ 12 জনের জন্য প্যাকেজ 10 হাজার 466 টাকা খরচ হবে ৷ 10 হাজার 413 টাকা খরচ হবে 14 জনের প্যাকেজে ৷

সিমলা, 7 অক্টোবর : পুজোর ছুটিতে বেড়াতে যাওয়া বাঙালির অন্যতম অভ্যাস ৷ এই সময় বাঙালির অন্যতম হলিডে ডেস্টিনেশন হল হিমাচলপ্রদেশের সিমলা ৷ তাই বাঙালি পর্যটকদের কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা করতে চলেছে ওই রাজ্যের পর্যটন নিগম ৷ তার ফলে এবার সিমলার পাশাপাশি কিন্নর জেলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগও পাওয়া যাবে ৷ এর জন্য বিশেষ প্যাকেজের ব্যবস্থা করা হচ্ছে ৷

আরও পড়ুন : Ramoji Film City: 8 অক্টোবর খুলছে রামোজি ফিল্ম সিটি, বিশদে জানুন

কী থাকছে এই প্যাকেজে? জানা গিয়েছে, চণ্ডীগড় থেকে পর্যটকদের আনার ব্যবস্থা করা হবে ৷ তার পর কিন্নর জেলায় তাঁদের থাকার ব্যবস্থা করা হবে ৷ ঘোরানোরও ব্যবস্থা করা হবে ৷ পুরোটাই করবে এইচপিটিডিসি ৷

hptdc-offers-special-packages-for-tourists-who-came-from-west-bengal
বাঙালি পর্যটকদের জন্য পুজোর বিশেষ প্যাকেজ হিমাচল প্রদেশে

প্রসঙ্গত, করোনা পরিস্থিতির জেরে হিমাচলপ্রদেশের পর্যটন ব্যবসা মারাত্মকভাবে ধাক্কা খেয়েছিল ৷ কিন্তু এখন সেই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ৷ তাই পর্যটকদের আরও আকর্ষিত করার জন্য নতুন প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে ৷

হিমাচলপ্রদেশ পর্যটন নিগমের নির্দেশক অমিত কাশ্যপ জানিয়েছেন যে নবরাত্রির সময় বাঙালি পর্যটকরা হিমাচলের সীমার মধ্যে প্রবেশ করলেই তাঁদের পুরো দায়িত্ব নিয়ে নেবেন তাঁরা ৷

আরও পড়ুন : Inflation : 130 টাকায় এক কেজি লবণ, ভারতের এই গ্রামে আকাশ ছুঁয়েছে মূল্যবৃদ্ধি

এখান থেকে পর্যটকদের যাতায়াতের সুবিধা প্রদান ছাড়াও সিমলা, সারাহান, নারকান্দা এবং কল্প, কাইলং-সহ অন্যান্য পর্যটন স্থানগুলিতে ঘুরতে নিয়ে যাওয়া হবে ৷ আবার চণ্ডীগড় এবং কালকাতে পৌঁছে দেওয়ার ব্য়বস্থা করে দেওয়া হবে ৷ পর্যটকদের থাকা, খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করবে এইচপিটিডিসি ৷

পুজোয় বাঙালি পর্যটকদের জন্য হিমাচল প্রদেশে বিশেষ প্যাকেজ

প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক দুর্গাপুজো ও নবরাত্রিতে যে পর্যটকরা পশ্চিমবঙ্গ থেকে সিমলায় আসেন, তাঁরা স্থানীয় কালীবাড়িতে দুর্গাপুজোয় অংশগ্রহণও করেন ৷ তার ব্যবস্থাও রাখছে হিমাচলপ্রদেশের পর্যটন নিগম ৷

আরও পড়ুন : Gandhi Jayanti 2021 : এখানে কেটেছে গান্ধিজির শৈশব, স্মৃতি আগলে পোরবন্দরের কীর্তি মন্দির

এই প্যাকজের জন্য বিভিন্ন দাম নির্ধারণ করা হয়েছে ৷ ছোট গাড়ি ভাড়া নিলে দিতে হবে 11 হাজার 805 টাকা ৷ ছ’জনের জন্য গাড়ি ভাড়া নিলে খরচ হবে 11 হাজার 621 টাকা ৷ 12 জনের জন্য প্যাকেজ 10 হাজার 466 টাকা খরচ হবে ৷ 10 হাজার 413 টাকা খরচ হবে 14 জনের প্যাকেজে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.