সিমলা (হিমাচল প্রদেশ), 12 নভেম্বর: আজ হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচন । শুরু হয়ে গিয়েছে ভোট গ্রহণ ৷ এইচপি নির্বাচনে আজ 412 প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে । হিমাচল প্রদেশের এই নির্বাচনে আজ প্রায় 55 লক্ষ ভোটার ভোট দেবেন (HP Assembly polls 2022) ।
হাই ভোল্টেজ হিমাচল প্রদেশে ভোটের প্রচার শেষ হয় 10 নভেম্বর পর্যন্ত ৷ ভোটগ্রহণ পর্ব চলবে আজ বিকেল পাঁচটা পর্যন্ত ৷ ভোটের ফলাফল আসবে 8 ডিসেম্বর ৷ এবার 1,21409 জন ভোটার 80 বছরের উর্ধ্বে । 1136 জন শতবর্ষের উপরে বলে জানা গিয়েছে । এবারs মাত্র 24 জন মহিলা প্রার্থী ।
আরও পড়ুন: নেতাজি অবিভক্ত ভারতের প্রথম প্রধানমন্ত্রী, দাবি রাজনাথের
ভোটের প্রচারে এবার হিমাচলে বিজেপি সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজনাথ সিং-রা গিয়েছিলেন । অন্যদিকে বিরোধী কংগ্রেসের পক্ষ থেকে এবার প্রিয়াঙ্কা গান্ধিও প্রচার সেরে গিয়েছেন । আর কয়েকদিনের মধ্যে আরও একটি হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন দেখবে দেশ । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহদের নিজেদের রাজ্য গুজরাতে ডিসেম্বর গোড়ায় দু'দফায় ভোট হবে। ওই রাজ্যেরও ফল প্রকাশ হবে 8 ডিসেম্বর ।