ETV Bharat / bharat

Vande Bharat: প্রবল ঝড়ে ভাঙল প্যান্টোগ্রাফ, জাজপুরে আড়াই ঘণ্টা দাঁড়িয়ে পুরী-হাওড়া বন্দে ভারত

author img

By

Published : May 21, 2023, 6:27 PM IST

Updated : May 21, 2023, 7:36 PM IST

ওড়িশায় দুর্ঘটনার কবলে বন্দে ভারত এক্সপ্রেস ৷ এবার সুপারফাস্ট ট্রেনের উপর পড়ল বাজ ৷ যার জেরে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে ট্রেনটি ৷

Etv Bharat
বন্দে ভারত এক্সপ্রেস

ভদ্রক (ওড়িশা), 21 মে: ফের দুর্ঘটনার কবলে বন্দে ভারত এক্সপ্রেস ৷ এবার পুরী-হাওড়া বন্দে ভারতের উপর পড়ল বাজ ৷ যার জেরে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে সুপারফাস্ট এই ট্রেন ৷ জানা গিয়েছে, বাজ পড়ার জেরে ক্ষতিগ্রস্থ হয়েছে ট্রেনের সামনের উইন্ড গ্লাস ৷ এমনকী ভেঙে গিয়েছে ট্রেনের প্যান্টোগ্রাফ ৷

রেল সূত্রে খবর, রবিবার পুরী থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস প্রবল ঝড়-বৃষ্টিতে পড়ে ৷ ট্রেনটি ভদ্রক থেকে 36 কিলোমিটার দূরে বৈতরণী নদীর সেতুর উপর জাজপুরের কাছে প্রায় আড়াই ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছে বলে জানা গিয়েছে ৷ গোটা ট্রেনই কার্যত অন্ধকার ৷ বন্ধ ট্রেনের এসিও । ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে ট্রেনের যাত্রীরা ৷ হাওড়াগামী বন্দে ভারতের যাত্রীদের অভিযোগ, তারা রীতিমতো শ্বাসরুদ্ধকর এক পরিবেশের মধ্যে রয়েছেন ৷ আলোর সংযোগ বিচ্ছিন্ন হওয়ার জেরে ট্রেনের মধ্যে যাত্রীদের উদ্বেগ বেড়ে গিয়েছে বলেও জানা যাচ্ছে।

অনেকেই টুইট করে অবিলম্বে রেলকে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন ৷ অন্যদিকে, দক্ষিণ-পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক, আদিত্য চৌধুরী অবশ্য যাত্রীদের আতঙ্কিত না-হওয়ার আবেদন করেছেন ৷ এদিন তিনি জানান, প্রবল ঝড়-বৃষ্টির জেরে গাছের ডাল ভেঙে ট্রেনের উপর এসে পড়ে ৷ যার জেরে ভেঙে যায় ট্রেনের প্যান্টোগ্রাফ ৷ তবে ট্রেনের ভিতরে রেলকর্মীরা পরিষেবা স্বাভাবিক করার জন্য কাজ করছেন বলেও জানান তিনি ৷ পাশাপাশি যাত্রীদের অযথা দুশ্চিন্তা না-করারও পরামর্শ দিয়েছেন দক্ষিণ-পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক ৷

বন্দে ভারতে বিপত্তি অবশ্য এই নতুন নয় ৷ দু'দিন আগেই নয়াদিল্লি-আজমেড় বন্দে ভারতের সঙ্গে ধাক্কা লাগে ষাঁড়ের । যার জেরে ক্ষতিগ্রস্থ হয়েছিল ট্রেন ৷ এবার ফের দুর্ঘটনার কবলে পুরী-হাওড়াগামী বন্দে ভারত ৷ গত 17 তারিখ পুরীতে সবুজ পতাকা দেখিয়ে ট্রেনের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দ্বিতীয় দিনের যাত্রাতেই দুর্ঘটনার মুখে পড়ল ট্রেন ৷ রেল সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর দুটো নাগাদ পুরী স্টেশন থেকে ছাড়ে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়াগামী ট্রেন বৈতরণী রোড স্টেশনে ঝড়বৃষ্টির মুখে পড়ে। সেই ঝড়বৃষ্টিতেই গাছের ডালপালা ভেঙে ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে যায়।

আরও পড়ুন: আজব কাণ্ড! একমাসে প্রায় 8 কোটি বিদ্যুৎ বিল, মাথায় হাত গ্রাহকের

ভদ্রক (ওড়িশা), 21 মে: ফের দুর্ঘটনার কবলে বন্দে ভারত এক্সপ্রেস ৷ এবার পুরী-হাওড়া বন্দে ভারতের উপর পড়ল বাজ ৷ যার জেরে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে সুপারফাস্ট এই ট্রেন ৷ জানা গিয়েছে, বাজ পড়ার জেরে ক্ষতিগ্রস্থ হয়েছে ট্রেনের সামনের উইন্ড গ্লাস ৷ এমনকী ভেঙে গিয়েছে ট্রেনের প্যান্টোগ্রাফ ৷

রেল সূত্রে খবর, রবিবার পুরী থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস প্রবল ঝড়-বৃষ্টিতে পড়ে ৷ ট্রেনটি ভদ্রক থেকে 36 কিলোমিটার দূরে বৈতরণী নদীর সেতুর উপর জাজপুরের কাছে প্রায় আড়াই ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছে বলে জানা গিয়েছে ৷ গোটা ট্রেনই কার্যত অন্ধকার ৷ বন্ধ ট্রেনের এসিও । ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে ট্রেনের যাত্রীরা ৷ হাওড়াগামী বন্দে ভারতের যাত্রীদের অভিযোগ, তারা রীতিমতো শ্বাসরুদ্ধকর এক পরিবেশের মধ্যে রয়েছেন ৷ আলোর সংযোগ বিচ্ছিন্ন হওয়ার জেরে ট্রেনের মধ্যে যাত্রীদের উদ্বেগ বেড়ে গিয়েছে বলেও জানা যাচ্ছে।

অনেকেই টুইট করে অবিলম্বে রেলকে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন ৷ অন্যদিকে, দক্ষিণ-পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক, আদিত্য চৌধুরী অবশ্য যাত্রীদের আতঙ্কিত না-হওয়ার আবেদন করেছেন ৷ এদিন তিনি জানান, প্রবল ঝড়-বৃষ্টির জেরে গাছের ডাল ভেঙে ট্রেনের উপর এসে পড়ে ৷ যার জেরে ভেঙে যায় ট্রেনের প্যান্টোগ্রাফ ৷ তবে ট্রেনের ভিতরে রেলকর্মীরা পরিষেবা স্বাভাবিক করার জন্য কাজ করছেন বলেও জানান তিনি ৷ পাশাপাশি যাত্রীদের অযথা দুশ্চিন্তা না-করারও পরামর্শ দিয়েছেন দক্ষিণ-পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক ৷

বন্দে ভারতে বিপত্তি অবশ্য এই নতুন নয় ৷ দু'দিন আগেই নয়াদিল্লি-আজমেড় বন্দে ভারতের সঙ্গে ধাক্কা লাগে ষাঁড়ের । যার জেরে ক্ষতিগ্রস্থ হয়েছিল ট্রেন ৷ এবার ফের দুর্ঘটনার কবলে পুরী-হাওড়াগামী বন্দে ভারত ৷ গত 17 তারিখ পুরীতে সবুজ পতাকা দেখিয়ে ট্রেনের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দ্বিতীয় দিনের যাত্রাতেই দুর্ঘটনার মুখে পড়ল ট্রেন ৷ রেল সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর দুটো নাগাদ পুরী স্টেশন থেকে ছাড়ে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়াগামী ট্রেন বৈতরণী রোড স্টেশনে ঝড়বৃষ্টির মুখে পড়ে। সেই ঝড়বৃষ্টিতেই গাছের ডালপালা ভেঙে ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে যায়।

আরও পড়ুন: আজব কাণ্ড! একমাসে প্রায় 8 কোটি বিদ্যুৎ বিল, মাথায় হাত গ্রাহকের

Last Updated : May 21, 2023, 7:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.