দেরাদুন, 2 ডিসেম্বর: টানেল থেকে উদ্ধার হয়েছেন 41 জন শ্রমিক ৷ এবার অন্য চ্যালেঞ্জের মুখোমুখি প্রশাসন ৷ উদ্ধার অভিযানের সময় বহু জটিল যন্ত্রপাতি সংগ্রহ করা হয়েছিল ৷ সুড়ঙ্গে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে সারা বিশ্ব থেকে শুধুমাত্র বিশেষজ্ঞদেরই ডাকা হয়নি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেশিনও আনা হয়েছে উত্তরকাশীতে ৷
ভারতীয় বায়ুসেনার সাহায্যে, এই ভারী মেশিনগুলি উত্তরকাশীর টানেলে আনা হয় ৷ সেগুলি উদ্ধার অভিযান ত্বরান্বিত করতে সাহায্য করেছিল ৷ কিন্তু এমন অনেক মেশিন আছে যেগুলি ব্যবহার করা যায়নি ৷ সেই মেশিনগুলি বিকল্প হিসেবে উত্তরকাশীতে আনা হয়েছে ৷ এই ভারী মেশিনগুলি যেখান থেকে সংগ্রহ করা হয়েছিল, সেখানে কীভাবে পাঠানো হবে, তা নিয়ে এখন প্রশ্ন উঠছে ৷
এই মেশিনগুলির মধ্যে একাধিক অত্যাধুনিক হরাইজনটাল এবং ভার্টিকাল ড্রিলিং মেশিন এবং অন্য যন্ত্রপাতি রয়েছে ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, 9টি ভারী যন্ত্র এখনও সেখানে রয়েছে ৷ উত্তরকাশীতে যখন যন্ত্রগুলি আনা হয়, তখন হৃষিকেশ থেকে উত্তরকাশী পর্যন্ত গ্রিন করিডোর তৈরি করে সেগুলি পরিবহণ করে আনা হয়েছিল ৷
অনেক মেশিন আছে যেগুলি উত্তরকাশী পৌঁছতে 4 থেকে 5 দিন সময় লেগেছে ৷ তখন গঙ্গোত্রী ও যমুনোত্রী জাতীয় হাইওয়েতে বহু বার আটকে গিয়েছিল ৷ তবে প্রশাসন সব দিক দিয়ে চেষ্টা করেছে সেগুলি উত্তরকাশীর টানেলে নিয়ে যেতে ৷ ভার্টিক্যাল ড্রিলিং মেশিনটি সবচেয়ে বড় আয়তনের ৷ এই মেশিনটিকে উত্তরকাশীর টানেলে নিয়ে আসতে অনেক সময় লেগেছে ৷ এছাড়া অগার মেশিনের যন্ত্রাংশগুলি আকাশপথে উত্তরকাশীতে পৌঁছয় ৷ ইতিমধ্যে উত্তরকাশীর টানেলে আটকে থাকা 41 জন শ্রমিক শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর বাড়ি ফিরে গিয়েছেন ৷
আরও পড়ুন: