ETV Bharat / bharat

টানেল থেকে শ্রমিক উদ্ধার সফল, এবার প্রশ্ন সুড়ঙ্গে আটকে থাকা যন্ত্র ঘিরে! - উত্তরকাশীর সিল্কিয়ারা টানেল

Silkyara Tunnel Rescue: উত্তরকাশীর সিল্কিয়ারা টানেল থেকে উদ্ধার করা হয়েছে 41 জন শ্রমিককে ৷ তবে এবার টানেলের মধ্যে থাকা মেশিনগুলি নিয়ে প্রশ্ন উঠছে ৷

ETV Bharat
উত্তরকাশীর সিল্কিয়ারা টানেল
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 2, 2023, 12:42 PM IST

দেরাদুন, 2 ডিসেম্বর: টানেল থেকে উদ্ধার হয়েছেন 41 জন শ্রমিক ৷ এবার অন্য চ্যালেঞ্জের মুখোমুখি প্রশাসন ৷ উদ্ধার অভিযানের সময় বহু জটিল যন্ত্রপাতি সংগ্রহ করা হয়েছিল ৷ সুড়ঙ্গে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে সারা বিশ্ব থেকে শুধুমাত্র বিশেষজ্ঞদেরই ডাকা হয়নি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেশিনও আনা হয়েছে উত্তরকাশীতে ৷

ভারতীয় বায়ুসেনার সাহায্যে, এই ভারী মেশিনগুলি উত্তরকাশীর টানেলে আনা হয় ৷ সেগুলি উদ্ধার অভিযান ত্বরান্বিত করতে সাহায্য করেছিল ৷ কিন্তু এমন অনেক মেশিন আছে যেগুলি ব্যবহার করা যায়নি ৷ সেই মেশিনগুলি বিকল্প হিসেবে উত্তরকাশীতে আনা হয়েছে ৷ এই ভারী মেশিনগুলি যেখান থেকে সংগ্রহ করা হয়েছিল, সেখানে কীভাবে পাঠানো হবে, তা নিয়ে এখন প্রশ্ন উঠছে ৷

এই মেশিনগুলির মধ্যে একাধিক অত্যাধুনিক হরাইজনটাল এবং ভার্টিকাল ড্রিলিং মেশিন এবং অন্য যন্ত্রপাতি রয়েছে ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, 9টি ভারী যন্ত্র এখনও সেখানে রয়েছে ৷ উত্তরকাশীতে যখন যন্ত্রগুলি আনা হয়, তখন হৃষিকেশ থেকে উত্তরকাশী পর্যন্ত গ্রিন করিডোর তৈরি করে সেগুলি পরিবহণ করে আনা হয়েছিল ৷

অনেক মেশিন আছে যেগুলি উত্তরকাশী পৌঁছতে 4 থেকে 5 দিন সময় লেগেছে ৷ তখন গঙ্গোত্রী ও যমুনোত্রী জাতীয় হাইওয়েতে বহু বার আটকে গিয়েছিল ৷ তবে প্রশাসন সব দিক দিয়ে চেষ্টা করেছে সেগুলি উত্তরকাশীর টানেলে নিয়ে যেতে ৷ ভার্টিক্যাল ড্রিলিং মেশিনটি সবচেয়ে বড় আয়তনের ৷ এই মেশিনটিকে উত্তরকাশীর টানেলে নিয়ে আসতে অনেক সময় লেগেছে ৷ এছাড়া অগার মেশিনের যন্ত্রাংশগুলি আকাশপথে উত্তরকাশীতে পৌঁছয় ৷ ইতিমধ্যে উত্তরকাশীর টানেলে আটকে থাকা 41 জন শ্রমিক শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর বাড়ি ফিরে গিয়েছেন ৷

আরও পড়ুন:

  1. 'আমাদের দেশ ব্রিলিয়ান্ট', উত্তরকাশীতে 17 দিন ধরে শ্রমিকদের টানেল যুদ্ধের প্রশংসায় সৌরভ
  2. সিল্কিয়ারা সুড়ঙ্গ থেকে উদ্ধার হওয়া শ্রমিকদের ছেড়ে দিল এইমস ঋষিকেশ, সবাই অবশেষে বাড়ির পথে
  3. সুস্থ 41 জন শ্রমিক এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে, আর্থিক সাহায্যের চেক তুলে দিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী

দেরাদুন, 2 ডিসেম্বর: টানেল থেকে উদ্ধার হয়েছেন 41 জন শ্রমিক ৷ এবার অন্য চ্যালেঞ্জের মুখোমুখি প্রশাসন ৷ উদ্ধার অভিযানের সময় বহু জটিল যন্ত্রপাতি সংগ্রহ করা হয়েছিল ৷ সুড়ঙ্গে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে সারা বিশ্ব থেকে শুধুমাত্র বিশেষজ্ঞদেরই ডাকা হয়নি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেশিনও আনা হয়েছে উত্তরকাশীতে ৷

ভারতীয় বায়ুসেনার সাহায্যে, এই ভারী মেশিনগুলি উত্তরকাশীর টানেলে আনা হয় ৷ সেগুলি উদ্ধার অভিযান ত্বরান্বিত করতে সাহায্য করেছিল ৷ কিন্তু এমন অনেক মেশিন আছে যেগুলি ব্যবহার করা যায়নি ৷ সেই মেশিনগুলি বিকল্প হিসেবে উত্তরকাশীতে আনা হয়েছে ৷ এই ভারী মেশিনগুলি যেখান থেকে সংগ্রহ করা হয়েছিল, সেখানে কীভাবে পাঠানো হবে, তা নিয়ে এখন প্রশ্ন উঠছে ৷

এই মেশিনগুলির মধ্যে একাধিক অত্যাধুনিক হরাইজনটাল এবং ভার্টিকাল ড্রিলিং মেশিন এবং অন্য যন্ত্রপাতি রয়েছে ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, 9টি ভারী যন্ত্র এখনও সেখানে রয়েছে ৷ উত্তরকাশীতে যখন যন্ত্রগুলি আনা হয়, তখন হৃষিকেশ থেকে উত্তরকাশী পর্যন্ত গ্রিন করিডোর তৈরি করে সেগুলি পরিবহণ করে আনা হয়েছিল ৷

অনেক মেশিন আছে যেগুলি উত্তরকাশী পৌঁছতে 4 থেকে 5 দিন সময় লেগেছে ৷ তখন গঙ্গোত্রী ও যমুনোত্রী জাতীয় হাইওয়েতে বহু বার আটকে গিয়েছিল ৷ তবে প্রশাসন সব দিক দিয়ে চেষ্টা করেছে সেগুলি উত্তরকাশীর টানেলে নিয়ে যেতে ৷ ভার্টিক্যাল ড্রিলিং মেশিনটি সবচেয়ে বড় আয়তনের ৷ এই মেশিনটিকে উত্তরকাশীর টানেলে নিয়ে আসতে অনেক সময় লেগেছে ৷ এছাড়া অগার মেশিনের যন্ত্রাংশগুলি আকাশপথে উত্তরকাশীতে পৌঁছয় ৷ ইতিমধ্যে উত্তরকাশীর টানেলে আটকে থাকা 41 জন শ্রমিক শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর বাড়ি ফিরে গিয়েছেন ৷

আরও পড়ুন:

  1. 'আমাদের দেশ ব্রিলিয়ান্ট', উত্তরকাশীতে 17 দিন ধরে শ্রমিকদের টানেল যুদ্ধের প্রশংসায় সৌরভ
  2. সিল্কিয়ারা সুড়ঙ্গ থেকে উদ্ধার হওয়া শ্রমিকদের ছেড়ে দিল এইমস ঋষিকেশ, সবাই অবশেষে বাড়ির পথে
  3. সুস্থ 41 জন শ্রমিক এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে, আর্থিক সাহায্যের চেক তুলে দিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.