নয়ডা, 20 সেপ্টেম্বর: একটি আবাসনের বাউন্ডারির পাঁচিল চাপা পড়ে 4 জনের মৃত্যু (Wall Collapses in Noida 4 Workers Dead) ৷ মঙ্গলবার সকাল 10টার সময় দুর্ঘটনাটি ঘটেছে নয়ডার সেক্টর 21 এর জলবায়ু বিহারে ৷ ঘটনায় 9 জন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ তাঁরা ওই আবাসনের বাইরে নর্দমা সাফাই ও মেরামতির কাজ করছিলেন ৷ 13 জনই ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে যান ৷ উদ্ধার কাজের জন্য দমকলের পাশাপাশি, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও নামানো হয় ৷
পুলিশের তরফে জানানো হয়েছে, উদ্ধার কাজের পর ধ্বংসাবশেষ সরাতে একাধিক আর্থ মুভার সেখানে পাঠানো হয়েছে ৷ প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঘটনার পরপরই পুলিশ ও দমকল বাহিনীকে সেখানে উদ্ধারকাজের জন্য পাঠানো হয় ৷ সবরকম প্রয়োজনীয় সাহায্যের ব্যবস্থাও করা হয়েছে ৷ নয়ডার অ্যাডিশনাল ডেপুটি কমিশনার আশুতোষ দ্বিবেদী জানিয়েছেন, ‘‘ধ্বংসাবশেষ থেকে 12 জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে ৷ তাঁদের মধ্যে 4 জনের মৃত্যু হয়েছে ৷ বাকিরা গুরুতরভাবে আহত হয়েছেন ৷
ঘটনাস্থলে গিয়েছেন, পুলিশ কমিশনার অলোক সিং, জয়েন্ট কমিশনার লভ কুমার এবং নয়ডা অথরিটির সিইও ঋতু মহেশ্বরি ৷ দমকলের উচ্চপদস্থ আধিকারিকরাও সেখানে পৌঁছন ৷ তাঁরাই পুরো উদ্ধার কাজ এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনার তদারকি করেন ৷ জেলাশাসকের তরফে জানানো হয়েছে, নয়ডা অথরিটির তরফে ওই আবাসনের পাশে নর্দমা পরিষ্কার এবং মেরামতির কাজ করানো হচ্ছিল ৷ সেই সময় দেওয়ালটি ভেঙে পড়ে ৷ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল যৌথভাবে উদ্ধার কাজ চালান ৷
আরও পড়ুন: দার্জিলিংয়ে মহকুমাশাসকের বাংলোর কাছে ধস, এখনও নিখোঁজ হোমগার্ড
শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ পাশাপাশি, আহতদের সবরকম সহযোগিতা করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ এই দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে ৷ কীভাবে এই ঘটনাটি ঘটল তা জানতে জেলাশাসকের নেতৃত্বে তদন্ত হবে ৷