ETV Bharat / bharat

Hottest April in 122 years : 122 বছরে সবচেয়ে উত্তপ্ত এপ্রিলে পুড়ল মধ্য ও উত্তর-পশ্চিম ভারত - deficit in rainfall

তীব্র দাবদাহের জেরে দেশের বিভিন্ন অংশে বৃষ্টির ঘাটতি (deficit in rainfall) তৈরি হয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর ৷

hottest April in india
122 বছরে সবচেয়ে উত্তপ্ত এপ্রিল
author img

By

Published : Apr 30, 2022, 6:07 PM IST

নয়াদিল্লি, 30 এপ্রিল : ভাঙল গরমের রেকর্ড ৷ সূর্য দেবের আগুনের হলকায় ও তীব্র উষ্ণতার জেরে নতুন রেকর্ড গড়ল চলতি বছরের এপ্রিল মাস ৷ 122 বছরের মধ্যে উষ্ণতম এপ্রিলের সাক্ষী থাকল উত্তর-পশ্চিম ও মধ্য ভারত (Hottest April in 122 years for northwest and central India) ৷ শনিবার এই তথ্য জানিয়েছে দিল্লির কেন্দ্রীয় আবহাওয়া বিভাগ ৷ এই এপ্রিলে উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে সর্বোচ্চ গড় তাপমাত্রা রেকর্ড হয়েছে যথাক্রমে 35.9 ডিগ্রি ও 37.78 ডিগ্রি সেলসিয়াস ৷ যা 122 বছরের মধ্যে সর্বোচ্চ ৷

শনিবার এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় আবহাওয়া দফতরের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, গুজরাত, রাজস্থান, পঞ্জাব, হরিয়ানার মতো রাজ্যগুলিতে মে মাসেও আগুন ঝড়াবে তাপমাত্রা ৷ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চেয়ে উপরেই ৷ দেশের বেশিরভাগ অংশেই মে মাসে রাতের তাপমাত্রাও বাড়বে বলে জানিয়েছেন তিনি ৷ তবে দক্ষিণের কয়েকটি রাজ্যে রাতের তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকবে ৷ চলতি এপ্রিলে গোটা দেশে গড় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 35.05 ডিগ্রি সেলসিয়াস, যা 122 বছরের মধ্যে চতুর্থ সর্বোচ্চ ৷

আরও পড়ুন : শনিবার সন্ধ্যায় ভিজতে পারে তিলোত্তমা

তবে মে মাসে দেশে গড় বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের থেকে বেশি থাকতে পারে বলে এদিন আশার কথা শুনিয়েছে হাওয়া অফিস ৷ মে'তে স্বাভাবিক বৃষ্টি হতে পারে দেশের, উত্তর, দক্ষিণ ও উত্তর-পশ্চিমাংশে ৷ মার্চ ও এপ্রিল মাসজুড়ে তাপপাত্রার পারদ বেশি থাকায় বৃষ্টির পরিমাণ কমেছে বলেও জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর ৷ মার্চে দেশের উত্তর-পশ্চিমাংশে বৃষ্টির ঘাটতি ছিল 89 শতাংশ, এপ্রিলে তা সামান্য কমে হয়েছে 83 শতাংশ ৷

নয়াদিল্লি, 30 এপ্রিল : ভাঙল গরমের রেকর্ড ৷ সূর্য দেবের আগুনের হলকায় ও তীব্র উষ্ণতার জেরে নতুন রেকর্ড গড়ল চলতি বছরের এপ্রিল মাস ৷ 122 বছরের মধ্যে উষ্ণতম এপ্রিলের সাক্ষী থাকল উত্তর-পশ্চিম ও মধ্য ভারত (Hottest April in 122 years for northwest and central India) ৷ শনিবার এই তথ্য জানিয়েছে দিল্লির কেন্দ্রীয় আবহাওয়া বিভাগ ৷ এই এপ্রিলে উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে সর্বোচ্চ গড় তাপমাত্রা রেকর্ড হয়েছে যথাক্রমে 35.9 ডিগ্রি ও 37.78 ডিগ্রি সেলসিয়াস ৷ যা 122 বছরের মধ্যে সর্বোচ্চ ৷

শনিবার এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় আবহাওয়া দফতরের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, গুজরাত, রাজস্থান, পঞ্জাব, হরিয়ানার মতো রাজ্যগুলিতে মে মাসেও আগুন ঝড়াবে তাপমাত্রা ৷ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চেয়ে উপরেই ৷ দেশের বেশিরভাগ অংশেই মে মাসে রাতের তাপমাত্রাও বাড়বে বলে জানিয়েছেন তিনি ৷ তবে দক্ষিণের কয়েকটি রাজ্যে রাতের তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকবে ৷ চলতি এপ্রিলে গোটা দেশে গড় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 35.05 ডিগ্রি সেলসিয়াস, যা 122 বছরের মধ্যে চতুর্থ সর্বোচ্চ ৷

আরও পড়ুন : শনিবার সন্ধ্যায় ভিজতে পারে তিলোত্তমা

তবে মে মাসে দেশে গড় বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের থেকে বেশি থাকতে পারে বলে এদিন আশার কথা শুনিয়েছে হাওয়া অফিস ৷ মে'তে স্বাভাবিক বৃষ্টি হতে পারে দেশের, উত্তর, দক্ষিণ ও উত্তর-পশ্চিমাংশে ৷ মার্চ ও এপ্রিল মাসজুড়ে তাপপাত্রার পারদ বেশি থাকায় বৃষ্টির পরিমাণ কমেছে বলেও জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর ৷ মার্চে দেশের উত্তর-পশ্চিমাংশে বৃষ্টির ঘাটতি ছিল 89 শতাংশ, এপ্রিলে তা সামান্য কমে হয়েছে 83 শতাংশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.