ETV Bharat / bharat

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের প্রস্তুতি জোরদার, 20-23 জানুয়ারি হোটেলগুলিতে অগ্রিম বুকিং নয় - রাম মন্দির উদ্বোধন

Ram Temple Consecration Ceremony: অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের জোরদার প্রস্তুতি চলছে । হোটেল মালিকদের চারদিনের জন্য কোনও অগ্রিম বুকিং না নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশ আধিকারিকরা ।

Ram temple in Ayodhya
অযোধ্যার রাম মন্দির
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 16, 2023, 2:33 PM IST

লখনউ, 16 ডিসেম্বর: আর বাকি মাসখানেক ৷ তারপরেই অপেক্ষার অবসান ৷ উদ্বোধন হতে চলেছে অযোধ্যায় রাম মন্দিরের ৷ এই অনুষ্ঠানকে সামনে রেখে জোরদার প্রস্তুতি চলছে মন্দির কর্তৃপক্ষ থেকে প্রশাসনিক মহলে । 20 থেকে 23 জানুয়ারি পর্যন্ত অযোধ্যায় সমস্ত হোটেলগুলিকে অগ্রিম বুকিং না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷

এই বিষয়ে শুক্রবার পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র সচিব সঞ্জয় প্রসাদ । প্রিন্সিপাল সেক্রেটারি পর্যটন মুকেশ মেশরাম, স্পেশাল ডিজি প্রশান্ত কুমার, সিপি এসবি শিরদকর, জেলা ম্যাজিস্ট্রেট সূর্যপাল গাঙ্গওয়ার এবং হোটেল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেন । বৈঠকে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন নিয়ে আলোচনা হয় । সেখানেই প্রশাসনিক আধিকারিকরা হোটেল মালিকদের চারদিন হোটেলের জন্য কোনও অগ্রিম বুকিং না নেওয়ার নির্দেশ দিয়েছেন । পুলিশের শীর্ষ আধিকারিকদের তরফে হোটেল অপারেটরদের নির্দেশ দেওয়া হয়েছে, রামলালার প্রাণ প্রতিষ্টা অনুষ্ঠান রয়েছে । তাই 20, 21, 22 এবং 23 জানুয়ারি পর্যন্ত হোটেলের অগ্রিম বুকিং নেওয়া যাবে না ৷

নির্দেশে আরও বলা হয়েছে, প্রচুর সংখ্যক অতিথিও ভগবান শ্রী রামের অভিষেকের জন্য লখনউয়ে আসবেন । এমতাবস্থায় তারা যেন কোনও ধরনের অসুবিধার সম্মুখীণ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে । হোটেল মালিকদের জানুয়ারিতে অগ্রিম বুকিং না নিয়ে বরং আতিথেয়তা দেখানোর পরামর্শ দেওয়া হয়েছে । প্রিন্সিপাল সেক্রেটারি বলেন, "রাম মন্দিরের উদ্বোধন ঘিরে প্রচুর মানুষের সমাগম হবে ৷ অতিথিদের কাছ থেকে কোনও ধরনের অতিরিক্ত চার্জ নেওয়া যাবে না । লখনউয়ের আতিথেয়তার সঙ্গে তাদের পরিচয় করাতে হবে ৷ এটি নিশ্চিত করতে হবে যে অতিথিরা এখান থেকে যেন ভালো অভিজ্ঞতা নিয়ে ফেরেন ।"

আরও পড়ুন:

  1. রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পেলেন বচ্চন থেকে বিরাট, তালিকায় রয়েছেন সচিনও
  2. রাম মন্দিরের পুরোহিত হিসাবে নির্বাচিত হলেন যোগীরাজ্যের 'ভক্ত' ছাত্র
  3. রাম মন্দিরের উদ্বোধনে প্রধানমন্ত্রীকে না-যাওয়ার পরামর্শ জামিয়াতের

লখনউ, 16 ডিসেম্বর: আর বাকি মাসখানেক ৷ তারপরেই অপেক্ষার অবসান ৷ উদ্বোধন হতে চলেছে অযোধ্যায় রাম মন্দিরের ৷ এই অনুষ্ঠানকে সামনে রেখে জোরদার প্রস্তুতি চলছে মন্দির কর্তৃপক্ষ থেকে প্রশাসনিক মহলে । 20 থেকে 23 জানুয়ারি পর্যন্ত অযোধ্যায় সমস্ত হোটেলগুলিকে অগ্রিম বুকিং না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷

এই বিষয়ে শুক্রবার পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র সচিব সঞ্জয় প্রসাদ । প্রিন্সিপাল সেক্রেটারি পর্যটন মুকেশ মেশরাম, স্পেশাল ডিজি প্রশান্ত কুমার, সিপি এসবি শিরদকর, জেলা ম্যাজিস্ট্রেট সূর্যপাল গাঙ্গওয়ার এবং হোটেল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেন । বৈঠকে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন নিয়ে আলোচনা হয় । সেখানেই প্রশাসনিক আধিকারিকরা হোটেল মালিকদের চারদিন হোটেলের জন্য কোনও অগ্রিম বুকিং না নেওয়ার নির্দেশ দিয়েছেন । পুলিশের শীর্ষ আধিকারিকদের তরফে হোটেল অপারেটরদের নির্দেশ দেওয়া হয়েছে, রামলালার প্রাণ প্রতিষ্টা অনুষ্ঠান রয়েছে । তাই 20, 21, 22 এবং 23 জানুয়ারি পর্যন্ত হোটেলের অগ্রিম বুকিং নেওয়া যাবে না ৷

নির্দেশে আরও বলা হয়েছে, প্রচুর সংখ্যক অতিথিও ভগবান শ্রী রামের অভিষেকের জন্য লখনউয়ে আসবেন । এমতাবস্থায় তারা যেন কোনও ধরনের অসুবিধার সম্মুখীণ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে । হোটেল মালিকদের জানুয়ারিতে অগ্রিম বুকিং না নিয়ে বরং আতিথেয়তা দেখানোর পরামর্শ দেওয়া হয়েছে । প্রিন্সিপাল সেক্রেটারি বলেন, "রাম মন্দিরের উদ্বোধন ঘিরে প্রচুর মানুষের সমাগম হবে ৷ অতিথিদের কাছ থেকে কোনও ধরনের অতিরিক্ত চার্জ নেওয়া যাবে না । লখনউয়ের আতিথেয়তার সঙ্গে তাদের পরিচয় করাতে হবে ৷ এটি নিশ্চিত করতে হবে যে অতিথিরা এখান থেকে যেন ভালো অভিজ্ঞতা নিয়ে ফেরেন ।"

আরও পড়ুন:

  1. রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পেলেন বচ্চন থেকে বিরাট, তালিকায় রয়েছেন সচিনও
  2. রাম মন্দিরের পুরোহিত হিসাবে নির্বাচিত হলেন যোগীরাজ্যের 'ভক্ত' ছাত্র
  3. রাম মন্দিরের উদ্বোধনে প্রধানমন্ত্রীকে না-যাওয়ার পরামর্শ জামিয়াতের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.