ETV Bharat / bharat

G20 Summit in Delhi: ভারতের সাংস্কৃতিক মূল্যবোধে বিশ্বাসীদের গর্বিত করবে জি20’র সাফল্য, মত শাহের - ভারতের সভাপতিত্বে জি20 শীর্ষ সম্মেলনের সাফল্য

Amit Shah Congratulates PM Narendra Modi for Success of G20 Summit: সফল ভারতের সভাপতিত্বে জি20 শীর্ষ সম্মেলন ৷ আর তার জন্য প্রধানমন্ত্রী এবং সকল ভারতীয়কে অভিনন্দন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ কল্যাণকর সাংস্কৃতিক মূল্যবোধের মহত্ত্বে বিশ্বাসী সকল ভারতীয়কে এই সাফল্য গর্বিত করবে বলে উল্লেখ করেন তিনি ৷

G20 Summit in Delhi ETV BHARAT
G20 Summit in Delhi
author img

By PTI

Published : Sep 10, 2023, 7:52 PM IST

নয়াদিল্লি, 10 সেপ্টেম্বর: ভারতের সভাপতিত্বে জি20 শীর্ষ সম্মেলনের সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ জি20 শীর্ষ সম্মেলন দেশের প্রতিটি নাগরিকের জন্য একটি অদম্য জয়ের চিহ্ন রেখে দেবে বলে জানান ৷ শাহের কথায়, যে সকল ভারতীয় তাদের কল্যাণকর সাংস্কৃতিক মূল্যবোধের মহত্ত্বে বিশ্বাসী করেন, তাঁদের কাছে এটি অনেক বড় সাফল্য ৷

রবিবার জি20 শীর্ষ সম্মেলনের সমাপ্তি হয়েছে ৷ প্রথমে সমাপ্তি ভাষণ এবং তার পর জি20 শীর্ষ সম্মেলনের সভাপতিত্বের হাতুড়ি ব্রাজিলের প্রেসিডেন্টের হাতে তুলে দিয়ে নিজের দায়িত্ব পালন করেন ৷ যদিও, আগামী 30 নভেম্বর অফিসিয়ালি ভারতের সভাপতিত্ব শেষ হবে ৷ তার পর 1 ডিসেম্বর ব্রাজিলের প্রেসিডেন্ট সেই দায়িত্বভার গ্রহণ করবেন ৷ তবে, ভারতে জি20’র সদস্য দেশগুলির রাষ্ট্রপ্রধানদের উপস্থিতি এই সম্মেলন সাফল্যের সঙ্গে আয়োজন করেছে কেন্দ্র ৷

  • My heartfelt congratulations to PM @narendramodi Ji on the historic success of our G20 presidency.

    Whether it is the adoption of the New Delhi Leaders' Declaration or the inclusion of the African Union as a permanent member, the summit built bridges of trust among geopolitical… pic.twitter.com/i4gA7FCtoS

    — Amit Shah (@AmitShah) September 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আর এই সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান অমিত শাহ ৷ তিনি বলেন, ‘‘আমার হৃদয়ের অন্তর থেকে জি20 শীর্ষ সম্মেলনের সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি-কে অভিনন্দন জানাই ৷ দিল্লির নেতাদের ঘোষণাপত্র হোক বা আফ্রিকান ইউনিয়নের জি20’তে সংযুক্তি, এই সম্মেলন বিশ্বাসের এক অটূট সেতু তৈরি করবে ৷ যা ভৌগোলিক রাজনীতির নিরিখে প্রধানমন্ত্রীর ‘ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচার’ নীতিকে সত্যি করে তুলেছে ৷’’

আরও পড়ুন: ভারতের কাছে জি20 শীর্ষ সম্মেলনে বড় উপলক্ষ্য ছিল, জানালেন হর্ষ বর্ধন শ্রিংলা

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, ‘‘জি20’র সকল সদস্য দেশকে একসূত্রে বেঁধে একটি উদ্দেশ্য সাফল্যের সঙ্গে পরিচালিত করেছেন নরেন্দ্র মোদি ৷ যা হল বিশ্বকে আরও সুন্দর করে তোলা ৷ জি20 শীর্ষ সম্মেলনের এই সাফল্য দেশের কল্যাণকর সাংস্কৃতিক মূল্যবোধের মহত্ত্বে বিশ্বাসী সকল ভারতীয়কে গর্বিত করবে ৷’’ উল্লেখ্য, ভারতের জি20 শীর্ষ সম্মেলনেক মুখ্য সমন্বয়কারী হর্ষ বর্ধন শ্রিংলা ইটিভি ভারতকে জানিয়েছেন, ভারতের সভাপতিত্বে এই সম্মেলন একটা বড় উপলক্ষ ছিল ৷ যা প্রধানমন্ত্রীর নেতৃত্বে সফল হয়েছে ৷

নয়াদিল্লি, 10 সেপ্টেম্বর: ভারতের সভাপতিত্বে জি20 শীর্ষ সম্মেলনের সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ জি20 শীর্ষ সম্মেলন দেশের প্রতিটি নাগরিকের জন্য একটি অদম্য জয়ের চিহ্ন রেখে দেবে বলে জানান ৷ শাহের কথায়, যে সকল ভারতীয় তাদের কল্যাণকর সাংস্কৃতিক মূল্যবোধের মহত্ত্বে বিশ্বাসী করেন, তাঁদের কাছে এটি অনেক বড় সাফল্য ৷

রবিবার জি20 শীর্ষ সম্মেলনের সমাপ্তি হয়েছে ৷ প্রথমে সমাপ্তি ভাষণ এবং তার পর জি20 শীর্ষ সম্মেলনের সভাপতিত্বের হাতুড়ি ব্রাজিলের প্রেসিডেন্টের হাতে তুলে দিয়ে নিজের দায়িত্ব পালন করেন ৷ যদিও, আগামী 30 নভেম্বর অফিসিয়ালি ভারতের সভাপতিত্ব শেষ হবে ৷ তার পর 1 ডিসেম্বর ব্রাজিলের প্রেসিডেন্ট সেই দায়িত্বভার গ্রহণ করবেন ৷ তবে, ভারতে জি20’র সদস্য দেশগুলির রাষ্ট্রপ্রধানদের উপস্থিতি এই সম্মেলন সাফল্যের সঙ্গে আয়োজন করেছে কেন্দ্র ৷

  • My heartfelt congratulations to PM @narendramodi Ji on the historic success of our G20 presidency.

    Whether it is the adoption of the New Delhi Leaders' Declaration or the inclusion of the African Union as a permanent member, the summit built bridges of trust among geopolitical… pic.twitter.com/i4gA7FCtoS

    — Amit Shah (@AmitShah) September 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আর এই সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান অমিত শাহ ৷ তিনি বলেন, ‘‘আমার হৃদয়ের অন্তর থেকে জি20 শীর্ষ সম্মেলনের সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি-কে অভিনন্দন জানাই ৷ দিল্লির নেতাদের ঘোষণাপত্র হোক বা আফ্রিকান ইউনিয়নের জি20’তে সংযুক্তি, এই সম্মেলন বিশ্বাসের এক অটূট সেতু তৈরি করবে ৷ যা ভৌগোলিক রাজনীতির নিরিখে প্রধানমন্ত্রীর ‘ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচার’ নীতিকে সত্যি করে তুলেছে ৷’’

আরও পড়ুন: ভারতের কাছে জি20 শীর্ষ সম্মেলনে বড় উপলক্ষ্য ছিল, জানালেন হর্ষ বর্ধন শ্রিংলা

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, ‘‘জি20’র সকল সদস্য দেশকে একসূত্রে বেঁধে একটি উদ্দেশ্য সাফল্যের সঙ্গে পরিচালিত করেছেন নরেন্দ্র মোদি ৷ যা হল বিশ্বকে আরও সুন্দর করে তোলা ৷ জি20 শীর্ষ সম্মেলনের এই সাফল্য দেশের কল্যাণকর সাংস্কৃতিক মূল্যবোধের মহত্ত্বে বিশ্বাসী সকল ভারতীয়কে গর্বিত করবে ৷’’ উল্লেখ্য, ভারতের জি20 শীর্ষ সম্মেলনেক মুখ্য সমন্বয়কারী হর্ষ বর্ধন শ্রিংলা ইটিভি ভারতকে জানিয়েছেন, ভারতের সভাপতিত্বে এই সম্মেলন একটা বড় উপলক্ষ ছিল ৷ যা প্রধানমন্ত্রীর নেতৃত্বে সফল হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.