ETV Bharat / bharat

Women Reservation Bill: লোকসভায় পাশ হল মহিলা সংরক্ষণ বিল, বিপক্ষে ভোট পড়ল মাত্র 2টি - মহিলা সংরক্ষণ আইন

লোকসভায় পাশ হল মহিলা সংরক্ষণ বিল ৷ দুই তৃতীয়াংশের বেশি ভোটে লোকসভায় পাশ হল ঐতিহাসিক এই বিল ৷ দু'দশকেরও বেশি সময়ের প্রচেষ্টার পর লোকসভায় বুধবার পাশ হল মহিলা সংরক্ষণ বিল ৷ যার জেরে, এখন থেকে লোকসভা এবং রাজ্যের বিধানসভাগুলিতে মহিলাদের জন্য 33 শতাংশ আসন পাকাপাকিভাবে সংরক্ষিত হল ৷

Etv Bharat
লোকসভায় পাশ হল মহিলা সংরক্ষণ বিল
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2023, 7:42 PM IST

Updated : Sep 20, 2023, 11:01 PM IST

নয়াদিল্লি, 20 সেপ্টেম্বর: লোকসভায় পাশ হল মহিলা সংরক্ষণ বিল ৷ দুই তৃতীয়াংশের বেশি ভোটে লোকসভায় পাশ হল মহিলা সংরক্ষণ বিল ৷ এদিন সন্ধায় লোকসভায় ডিভিশনের মাধ্যমে স্লিপে ভোটাভুটি হয় ৷ সাংসদদের ভোট শেষে লোকসভার অধ্যক্ষ জানান, মহিলা সংরক্ষণ আইনের পক্ষে ভোট পড়েছে 454টি এবং বিপক্ষে মাত্র দু'টি ভোট পড়েছে ৷

দু'দশকেরও বেশি সময়ের প্রচেষ্টার পর লোকসভায় বুধবার পাশ হল মহিলা সংরক্ষণ বিল ৷ যার জেরে, এখন থেকে লোকসভা এবং রাজ্যের বিধানসভাগুলিতে মহিলাদের জন্য 33 শতাংশ আসন পাকাপাকিভাবে সংরক্ষিত হল ৷ এর আগে বিল নিয়ে এদিন বক্তব্য রাখতে গিয়ে সোনিয়া গান্ধি এবং লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরীও সাফ জানিয়ে ছিলেন, তাঁরা কেউই এই বিলের বিরুদ্ধে নয় ৷ তবে বিলের একাধিক দফা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সোনিয়া গান্ধি ৷ একইসঙ্গে, এই মহিলা সংরক্ষণ বিল যে আদতে রাজীব গান্ধির 'স্বপ্নের প্রোজেক্ট' তাও অকপটে স্বীকার করেছেন তিনি ৷ অবশেষে দেখা গেল, বিরোধীরাও এই বিলের পক্ষেই ভোট দিয়েছে ৷

তবে প্রাথমিকভাবে বিলের উপরে আলোচনার সময় প্রকাশ্যেই এই মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করতে দেখা গিয়েছিল আসাউদ্দিন ওয়েসিকে ৷ বিপক্ষে যে দু'টি ভোট পড়েছে তার মধ্যে যে একটি ভোট এআইএমএম সাংসদ আসাউদ্দিনের, তা বুঝতে অবশ্য অসুবিধা হওয়ার কথা নয় ৷ এর আগে পাঁচ বার সংসদে মহিলা সংরক্ষণ বিল ৷ কিন্তু কোনও বারই বিল পাশ হয়নি ৷ প্রথমবার প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার সময় মহিলা সংরক্ষণ বিল পেশ করা হয় সংসদে ৷ সেসময় কংগ্রেস বিরোধী আসনে ছিল ৷

আরও পড়ুন: বিজেপি ও মোদি নীতিগতভাবে নারীর ক্ষমতায়নের পক্ষে, লোকসভায় বললেন অমিত শাহ

এদিন লোকসভায় এই বিলের উপর জবাবি ভাষণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, "দুর্গা, সরস্বতী এবং লক্ষ্মী দেবীর তিনটি রূপ। মা দুর্গা শক্তির মূর্তি, সরস্বতী জ্ঞানের মূর্ত প্রতীক এবং দেবী লক্ষ্মী বৈভবের মূর্ত প্রতীক। আমাদের পূর্বপুরুষরা মা'কে এই তিনটি রূপে কল্পনা করেছেন।" এদিনও নাম না করে তিনি কংগ্রেসকে নিশানা করে জানান, তাদের শিকড় ভারতের সঙ্গে যুক্ত নয়।

নয়াদিল্লি, 20 সেপ্টেম্বর: লোকসভায় পাশ হল মহিলা সংরক্ষণ বিল ৷ দুই তৃতীয়াংশের বেশি ভোটে লোকসভায় পাশ হল মহিলা সংরক্ষণ বিল ৷ এদিন সন্ধায় লোকসভায় ডিভিশনের মাধ্যমে স্লিপে ভোটাভুটি হয় ৷ সাংসদদের ভোট শেষে লোকসভার অধ্যক্ষ জানান, মহিলা সংরক্ষণ আইনের পক্ষে ভোট পড়েছে 454টি এবং বিপক্ষে মাত্র দু'টি ভোট পড়েছে ৷

দু'দশকেরও বেশি সময়ের প্রচেষ্টার পর লোকসভায় বুধবার পাশ হল মহিলা সংরক্ষণ বিল ৷ যার জেরে, এখন থেকে লোকসভা এবং রাজ্যের বিধানসভাগুলিতে মহিলাদের জন্য 33 শতাংশ আসন পাকাপাকিভাবে সংরক্ষিত হল ৷ এর আগে বিল নিয়ে এদিন বক্তব্য রাখতে গিয়ে সোনিয়া গান্ধি এবং লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরীও সাফ জানিয়ে ছিলেন, তাঁরা কেউই এই বিলের বিরুদ্ধে নয় ৷ তবে বিলের একাধিক দফা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সোনিয়া গান্ধি ৷ একইসঙ্গে, এই মহিলা সংরক্ষণ বিল যে আদতে রাজীব গান্ধির 'স্বপ্নের প্রোজেক্ট' তাও অকপটে স্বীকার করেছেন তিনি ৷ অবশেষে দেখা গেল, বিরোধীরাও এই বিলের পক্ষেই ভোট দিয়েছে ৷

তবে প্রাথমিকভাবে বিলের উপরে আলোচনার সময় প্রকাশ্যেই এই মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করতে দেখা গিয়েছিল আসাউদ্দিন ওয়েসিকে ৷ বিপক্ষে যে দু'টি ভোট পড়েছে তার মধ্যে যে একটি ভোট এআইএমএম সাংসদ আসাউদ্দিনের, তা বুঝতে অবশ্য অসুবিধা হওয়ার কথা নয় ৷ এর আগে পাঁচ বার সংসদে মহিলা সংরক্ষণ বিল ৷ কিন্তু কোনও বারই বিল পাশ হয়নি ৷ প্রথমবার প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার সময় মহিলা সংরক্ষণ বিল পেশ করা হয় সংসদে ৷ সেসময় কংগ্রেস বিরোধী আসনে ছিল ৷

আরও পড়ুন: বিজেপি ও মোদি নীতিগতভাবে নারীর ক্ষমতায়নের পক্ষে, লোকসভায় বললেন অমিত শাহ

এদিন লোকসভায় এই বিলের উপর জবাবি ভাষণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, "দুর্গা, সরস্বতী এবং লক্ষ্মী দেবীর তিনটি রূপ। মা দুর্গা শক্তির মূর্তি, সরস্বতী জ্ঞানের মূর্ত প্রতীক এবং দেবী লক্ষ্মী বৈভবের মূর্ত প্রতীক। আমাদের পূর্বপুরুষরা মা'কে এই তিনটি রূপে কল্পনা করেছেন।" এদিনও নাম না করে তিনি কংগ্রেসকে নিশানা করে জানান, তাদের শিকড় ভারতের সঙ্গে যুক্ত নয়।

Last Updated : Sep 20, 2023, 11:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.