ETV Bharat / bharat

Union Minister Choubey on Hindu : হিন্দু একটা ভৌগোলিক পরিচয়, ডিজিটাল হিন্দু কনক্লেভে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার - হিন্দু কারা

তিনি কেন্দ্রীয় মন্ত্রী ৷ হায়দরাবাদে ডিজিটাল হিন্দু কনক্লেভে 'হিন্দু' নিয়ে তাঁর মত জানালেন অশ্বিনীকুমার চৌবে ৷ তাঁর কাছে আসমুদ্রহিমাচলজুড়ে যাঁরাই রয়েছেন, তাঁরা সকলে হিন্দু ৷ এর অন্য কোনও সংজ্ঞা নেই মন্ত্রীর কাছে (Union Minister Choubey on Hindu) ৷

Union Minister Ashwini Kumar Choubey
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে
author img

By

Published : May 1, 2022, 8:44 AM IST

হায়দরাবাদ, 1 মে : 'হিন্দু' একটা ভৌগোলিক পরিচয় ৷ আর হিমালয় পর্বত থেকে ভারত মহাসাগর পর্যন্ত বিস্তীর্ণ ভূ-ভাগে যাঁরা বাস করছেন, তাঁরা সকলেই হিন্দু ৷ শনিবার এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনীকুমার চৌবে ৷ তিনি খাদ্য, পরিবেশ ও ক্রেতা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ৷ হায়দরাবাদে দশম 'ডিজিটাল হিন্দু কনক্লেভ'-এর আয়োজন করে ভারত নীতি সংগঠন (Bharat Niti Organisation) ৷ সেখানেই 'হিন্দু' সম্পর্কে তাঁর মত জানান মন্ত্রী চৌবে ('Hindu' is a geographical identity, claims Union Minister Ashwini Kumar Choubey in Hyderabad) ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা মুরলীধর রাও, সাংসদ মনোজ তিওয়ারি এবং অন্যরা ৷

ভারত জ্ঞানের দেশ, বহু বিদেশি পণ্ডিত এ বিষয়ে একমত ৷ তাই ভারতীয় হিসেবে প্রত্যেকের গর্ব বোধ করা উচিত, জানান চৌবে ৷ তিনি বলেন, "আমি বলি, হিন্দুত্ববাদ জীবনযাপনের একটা ধরন ৷ 'হিন্দু' শব্দটাকে একটা সীমার মধ্যে আটকে রাখা উচিত নয় ৷ হিন্দু একটা ভৌগোলিক পরিচয় ৷ হিমালয় থেকে ভারত মহাসাগর পর্যন্ত যত মানুষ আছেন, সবাই হিন্দু ৷" এই অনুষ্ঠানে উত্তর ও দক্ষিণ, ভারতের দুই দিকের রাজ্যের মানুষ রয়েছেন ৷ এটাই দেশের একতা এবং শক্তির নিদর্শন, অনুষ্ঠানে জানান মন্ত্রী ৷

আরও পড়ুন : Stone pelting in karauli : রাজস্থানে নববর্ষের শোভাযাত্রা পাথর ছোড়ার অভিযোগ

আয়োজক সংস্থার একটি উক্তি তুলে চৌবে বলেন, "ভারত একটা প্রাণবন্ত গণতান্ত্রিক দেশের উদাহরণ, যা সারা দুনিয়া গ্রহণ করেছে ৷ আমরা আমাদের দেশকে মা হিসেবে দেখি এবং ভারতকে 'ভারত মাতা' বলে উল্লেখ করি ৷ এটাই অন্যদের থেকে আমাদের আলাদা করেছে ৷" এনডিএ সরকার নদীগুলির পুনরুদ্ধার কার্যে নেমেছে ৷ এ প্রসঙ্গে তিনি জানান, কেন্দ্রীয় সরকার গঙ্গাকে সংরক্ষণ এবং পুনরুজ্জীবিত করতে 'নমামি গঙ্গে' প্রকল্প চালু করেছে ৷ প্রায় 1 হাজার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা শনিবার এই অনুষ্ঠানে এসেছিলেন ৷

হায়দরাবাদ, 1 মে : 'হিন্দু' একটা ভৌগোলিক পরিচয় ৷ আর হিমালয় পর্বত থেকে ভারত মহাসাগর পর্যন্ত বিস্তীর্ণ ভূ-ভাগে যাঁরা বাস করছেন, তাঁরা সকলেই হিন্দু ৷ শনিবার এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনীকুমার চৌবে ৷ তিনি খাদ্য, পরিবেশ ও ক্রেতা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ৷ হায়দরাবাদে দশম 'ডিজিটাল হিন্দু কনক্লেভ'-এর আয়োজন করে ভারত নীতি সংগঠন (Bharat Niti Organisation) ৷ সেখানেই 'হিন্দু' সম্পর্কে তাঁর মত জানান মন্ত্রী চৌবে ('Hindu' is a geographical identity, claims Union Minister Ashwini Kumar Choubey in Hyderabad) ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা মুরলীধর রাও, সাংসদ মনোজ তিওয়ারি এবং অন্যরা ৷

ভারত জ্ঞানের দেশ, বহু বিদেশি পণ্ডিত এ বিষয়ে একমত ৷ তাই ভারতীয় হিসেবে প্রত্যেকের গর্ব বোধ করা উচিত, জানান চৌবে ৷ তিনি বলেন, "আমি বলি, হিন্দুত্ববাদ জীবনযাপনের একটা ধরন ৷ 'হিন্দু' শব্দটাকে একটা সীমার মধ্যে আটকে রাখা উচিত নয় ৷ হিন্দু একটা ভৌগোলিক পরিচয় ৷ হিমালয় থেকে ভারত মহাসাগর পর্যন্ত যত মানুষ আছেন, সবাই হিন্দু ৷" এই অনুষ্ঠানে উত্তর ও দক্ষিণ, ভারতের দুই দিকের রাজ্যের মানুষ রয়েছেন ৷ এটাই দেশের একতা এবং শক্তির নিদর্শন, অনুষ্ঠানে জানান মন্ত্রী ৷

আরও পড়ুন : Stone pelting in karauli : রাজস্থানে নববর্ষের শোভাযাত্রা পাথর ছোড়ার অভিযোগ

আয়োজক সংস্থার একটি উক্তি তুলে চৌবে বলেন, "ভারত একটা প্রাণবন্ত গণতান্ত্রিক দেশের উদাহরণ, যা সারা দুনিয়া গ্রহণ করেছে ৷ আমরা আমাদের দেশকে মা হিসেবে দেখি এবং ভারতকে 'ভারত মাতা' বলে উল্লেখ করি ৷ এটাই অন্যদের থেকে আমাদের আলাদা করেছে ৷" এনডিএ সরকার নদীগুলির পুনরুদ্ধার কার্যে নেমেছে ৷ এ প্রসঙ্গে তিনি জানান, কেন্দ্রীয় সরকার গঙ্গাকে সংরক্ষণ এবং পুনরুজ্জীবিত করতে 'নমামি গঙ্গে' প্রকল্প চালু করেছে ৷ প্রায় 1 হাজার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা শনিবার এই অনুষ্ঠানে এসেছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.