ETV Bharat / bharat

Hindenburg New Report: নতুন রিপোর্ট আনছে হিন্ডেনবার্গ, আদানির পর এবার কে ? - Hindenburg Research

আদানি গোষ্ঠীকে (Adani Group) আঘাত করার পর এ বার হিন্ডেনবার্গ (Hindenburg New Report) অন্য কোনও সংস্থাকে নিশানা করার জন্য প্রস্তুত । হিন্ডেনবার্গ এক টুইট বার্তায় এই ইঙ্গিত দিয়েছেন।

Hindenburg ETV Bharat
হিন্ডেনবার্গ
author img

By

Published : Mar 23, 2023, 4:22 PM IST

নয়াদিল্লি, 23 মার্চ: আদানি গোষ্ঠীর (Adani Group) রিপোর্ট প্রকাশের পরে এ বার একটি নতুন রিপোর্ট আনার ইঙ্গিত দিল হিন্ডেনবার্গ রিসার্চ (Hindenburg New Report)। আমেরিকার সংস্থা হিন্ডেনবার্গ (Hindenburg Research) জানিয়েছে যে, তারা শীঘ্রই আরেকটি রিপোর্ট উপস্থাপন করতে চলেছে । যেখানে বড় কোনও তথ্য প্রকাশ্যে আসতে চলেছে বলে ইঙ্গিত মিলেছে ৷ উল্লেখ্য, হিন্ডেনবার্গ 24 জানুয়ারি আদানি গ্রুপের একটি প্রতিবেদন পেশ করেছিল, যেখানে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে অনেকগুলি গুরুতর অভিযোগ করা হয়েছিল ।

আদানি গোষ্ঠীর উপর হিন্ডেনবার্গের প্রতিবেদনের প্রভাব: হিন্ডেনবার্গের রিপোর্ট আসার পর আদানি গ্রুপকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে । গৌতম আদানির সম্পদ 150 বিলিয়ন মার্কিন ডলারের থেকে কমে 53 বিলিয়ন মার্কিন ডলার হয়েছে । ফোর্বসের ধনী তালিকায় তিনি তিন নম্বর থেকে এক ধাক্কায় 35 নম্বরে নেমে এসেছেন । সাম্প্রতিক হুরুন গ্লোবাল রিচ তালিকায় তিনি গত বছরের দ্বিতীয় স্থান থেকে 23 তম অবস্থানে নেমে এসেছেন । এইভাবে রিপোর্ট আসার পর থেকে গৌতম আদানির সম্পদ 60 শতাংশ কমেছে ।

হিন্ডেনবার্গের নতুন সংকেত: আদানি গ্রুপের বিষয়ে তথ্য প্রকাশের পর, হিন্ডেনবার্গ আরেকটি নতুন রিপোর্ট আনতে চলেছে । নতুন আরও বড় কোনও তথ্য সামনে আনবে বলে ইঙ্গিত মিলেছে ৷ হিন্ডেনবার্গ টুইটের মাধ্যমে এই তথ্য জানিয়েছে । টুইটে বলা হয়েছে যে, তারা শীঘ্রই একটি নতুন প্রতিবেদন আনতে চলেছে এবং এই প্রতিবেদনটি অনেক বড় উদ্ঘাটন করতে পারে ।

  • New report soon—another big one.

    — Hindenburg Research (@HindenburgRes) March 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হিন্ডেনবার্গ টুইটের প্রতি মানুষের প্রতিক্রিয়া: এই টুইটের পর থেকে মানুষ একে একে বিভিন্ন প্রতিক্রিয়া দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায় । নতুন এই প্রতিবেদন মানুষের মধ্যে কৌতূহল জাগিয়েছে । একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন যে, এটা আশা করা যায় নতুন রিপোর্ট কোনও ভারতীয় সংস্থার বিষয়ে হবে না । এর পাশাপাশি ব্যবহারকারীরা চিনা কোম্পানির বিষয়ে রিপোর্ট করার পরামর্শ দিয়েছেন ।

আরও পড়ুন: আদানি ইস্যুতে কমিটি গড়ল সুপ্রিম কোর্ট, দু’মাসের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ

হিন্ডেনবার্গ এখনও পর্যন্ত যে সংস্থাগুলিকে পথে বসিয়েছে: আদানি গ্রুপের আগেও হিন্ডেনবার্গ অনেক কোম্পানির বিরুদ্ধে রিপোর্ট তুলে ধরেছে । 2020 সালে প্রায় 16টি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল । আমেরিকার অনেক কোম্পানিও এতে জড়িত ছিল । এ সব প্রতিবেদনের কারণে কোম্পানির শেয়ারে গড়ে 15 শতাংশ পতন হয়েছে । হিন্ডেনবার্গ নিকোলা, SCWORX, জিনিয়াস ব্র্যান্ড, আইডিয়ানমিক, ভিন্স ফিনান্স, জিনিাস ব্র্যান্ড, এসসি রক্স, এইচএফ ফুড, ব্লুম এনার্জি, আফরিয়া, টুইটার আইএনসি-র মতো কোম্পানির বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ করেছে ৷

নয়াদিল্লি, 23 মার্চ: আদানি গোষ্ঠীর (Adani Group) রিপোর্ট প্রকাশের পরে এ বার একটি নতুন রিপোর্ট আনার ইঙ্গিত দিল হিন্ডেনবার্গ রিসার্চ (Hindenburg New Report)। আমেরিকার সংস্থা হিন্ডেনবার্গ (Hindenburg Research) জানিয়েছে যে, তারা শীঘ্রই আরেকটি রিপোর্ট উপস্থাপন করতে চলেছে । যেখানে বড় কোনও তথ্য প্রকাশ্যে আসতে চলেছে বলে ইঙ্গিত মিলেছে ৷ উল্লেখ্য, হিন্ডেনবার্গ 24 জানুয়ারি আদানি গ্রুপের একটি প্রতিবেদন পেশ করেছিল, যেখানে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে অনেকগুলি গুরুতর অভিযোগ করা হয়েছিল ।

আদানি গোষ্ঠীর উপর হিন্ডেনবার্গের প্রতিবেদনের প্রভাব: হিন্ডেনবার্গের রিপোর্ট আসার পর আদানি গ্রুপকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে । গৌতম আদানির সম্পদ 150 বিলিয়ন মার্কিন ডলারের থেকে কমে 53 বিলিয়ন মার্কিন ডলার হয়েছে । ফোর্বসের ধনী তালিকায় তিনি তিন নম্বর থেকে এক ধাক্কায় 35 নম্বরে নেমে এসেছেন । সাম্প্রতিক হুরুন গ্লোবাল রিচ তালিকায় তিনি গত বছরের দ্বিতীয় স্থান থেকে 23 তম অবস্থানে নেমে এসেছেন । এইভাবে রিপোর্ট আসার পর থেকে গৌতম আদানির সম্পদ 60 শতাংশ কমেছে ।

হিন্ডেনবার্গের নতুন সংকেত: আদানি গ্রুপের বিষয়ে তথ্য প্রকাশের পর, হিন্ডেনবার্গ আরেকটি নতুন রিপোর্ট আনতে চলেছে । নতুন আরও বড় কোনও তথ্য সামনে আনবে বলে ইঙ্গিত মিলেছে ৷ হিন্ডেনবার্গ টুইটের মাধ্যমে এই তথ্য জানিয়েছে । টুইটে বলা হয়েছে যে, তারা শীঘ্রই একটি নতুন প্রতিবেদন আনতে চলেছে এবং এই প্রতিবেদনটি অনেক বড় উদ্ঘাটন করতে পারে ।

  • New report soon—another big one.

    — Hindenburg Research (@HindenburgRes) March 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হিন্ডেনবার্গ টুইটের প্রতি মানুষের প্রতিক্রিয়া: এই টুইটের পর থেকে মানুষ একে একে বিভিন্ন প্রতিক্রিয়া দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায় । নতুন এই প্রতিবেদন মানুষের মধ্যে কৌতূহল জাগিয়েছে । একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন যে, এটা আশা করা যায় নতুন রিপোর্ট কোনও ভারতীয় সংস্থার বিষয়ে হবে না । এর পাশাপাশি ব্যবহারকারীরা চিনা কোম্পানির বিষয়ে রিপোর্ট করার পরামর্শ দিয়েছেন ।

আরও পড়ুন: আদানি ইস্যুতে কমিটি গড়ল সুপ্রিম কোর্ট, দু’মাসের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ

হিন্ডেনবার্গ এখনও পর্যন্ত যে সংস্থাগুলিকে পথে বসিয়েছে: আদানি গ্রুপের আগেও হিন্ডেনবার্গ অনেক কোম্পানির বিরুদ্ধে রিপোর্ট তুলে ধরেছে । 2020 সালে প্রায় 16টি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল । আমেরিকার অনেক কোম্পানিও এতে জড়িত ছিল । এ সব প্রতিবেদনের কারণে কোম্পানির শেয়ারে গড়ে 15 শতাংশ পতন হয়েছে । হিন্ডেনবার্গ নিকোলা, SCWORX, জিনিয়াস ব্র্যান্ড, আইডিয়ানমিক, ভিন্স ফিনান্স, জিনিাস ব্র্যান্ড, এসসি রক্স, এইচএফ ফুড, ব্লুম এনার্জি, আফরিয়া, টুইটার আইএনসি-র মতো কোম্পানির বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.