ETV Bharat / bharat

Himanta Slams Rahul রাহুল বিজেপির জন্য আশীর্বাদ, কটাক্ষ হিমন্তর - গুলাম নবি আজাদ

শুক্রবার কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন জম্মু ও কাশ্মীরের নেতা গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad) ৷ এই নিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে (Rahul Gandhi) কটাক্ষ করলেন অসমের মুখ্যমন্ত্রী বিজেপির হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) ৷ তাঁর কটাক্ষ, রাহুল বিজেপির জন্য আশীর্বাদ ৷

Himanta Biswa Sarma says Rahul Gandhi is Blessings for BJP
Himanta Slams Rahul রাহুল বিজেপির জন্য আশীর্বাদ, কটাক্ষ হিমন্তর
author img

By

Published : Aug 26, 2022, 7:14 PM IST

গুয়াহাটি (অসম), 26 অগস্ট : রাহুল গান্ধিকে (Rahul Gandhi) কটাক্ষ করলেন হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) ৷ শুক্রবার কংগ্রেস (Congress) থেকে পদত্য়াগ করেছেন গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad) ৷ এই ইস্য়ুতেই অসমের মুখ্যমন্ত্রী তোপ দেগেছেন ওয়েনাড়ের কংগ্রেস সাংসদের বিরুদ্ধে ৷ তাঁর কটাক্ষ, রাহুল আসলে বিজেপির (BJP) জন্য আশীর্বাদ ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) নেতা গুলাম নবি আজাদের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক প্রায় 50 বছরের ৷ দলের অন্দরে সাংগঠনিক নির্বাচনের দাবিতে তিনি বেশ কয়েক বছর ধরে সরব ছিলেন ৷ শুক্রবার রাহুলের বিরুদ্ধে তোপ দেগে কংগ্রেস থেকে তিনি পদত্যাগ করেন ৷ কংগ্রেসের অন্তবর্তী সভানেত্রী সোনিয়া গান্ধিকে (Sonia Gandhi) পাঁচ পাতার একটি চিঠি পাঠিয়েছেন গুলাম নবি ৷ সেখানে কাঠগড়ায় তুলেছেন রাহুলকেই ৷ রাহুলের শিশুসুলভ আচরণের জন্য আজ কংগ্রেসের এই দুর্দশা বলে তিনি অভিযোগ করেছেন ৷

ফলে এদিন সকাল থেকেই এই নিয়েই আলোচনা চলছে জাতীয় রাজনীতিতে ৷ এই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও ৷ কারণ, এক সময় তিনিও কংগ্রেসে ছিলেন ৷ পরে কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসেন ৷

তিনি এদিন বলেন, ‘‘গুলাম নবি আজাদের চিঠিটি এবং 2015 সালে আমার লেখা চিঠি দু’টি যদি পড়েন ৷ তাহলে অনেক মিল খুঁজে পাবেন ৷ কংগ্রেসে সবাই জানেন যে রাহুল গান্ধি অপরিণত ৷ সোনিয়া গান্ধি দলের দিকে নজর দিচ্ছেন না ৷ তিনি শুধু নিজের ছেলেকে প্রোমোট করতে চাইছেন ৷ এটা ব্যর্থ চেষ্টা ৷’’

এর পর তাঁর সংযোজন, সেই কারণে প্রকৃত কংগ্রেসিরা ওই দল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন ৷ এক সময় কংগ্রেসে শুধু গান্ধিরাই থেকে যাবেন ৷ আর সেই কারণেই তিনি মনে করেন, ‘‘রাহুল গান্ধি আসলে বিজেপির জন্য আশীর্বাদ ৷’’

আরও পড়ুন : রাহুলের শিশুসুলভ আচরণেই কংগ্রেসের দুর্দশা, সোনিয়াকে দেওয়া পদত্যাগপত্রে উল্লেখ আজাদের

গুয়াহাটি (অসম), 26 অগস্ট : রাহুল গান্ধিকে (Rahul Gandhi) কটাক্ষ করলেন হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) ৷ শুক্রবার কংগ্রেস (Congress) থেকে পদত্য়াগ করেছেন গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad) ৷ এই ইস্য়ুতেই অসমের মুখ্যমন্ত্রী তোপ দেগেছেন ওয়েনাড়ের কংগ্রেস সাংসদের বিরুদ্ধে ৷ তাঁর কটাক্ষ, রাহুল আসলে বিজেপির (BJP) জন্য আশীর্বাদ ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) নেতা গুলাম নবি আজাদের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক প্রায় 50 বছরের ৷ দলের অন্দরে সাংগঠনিক নির্বাচনের দাবিতে তিনি বেশ কয়েক বছর ধরে সরব ছিলেন ৷ শুক্রবার রাহুলের বিরুদ্ধে তোপ দেগে কংগ্রেস থেকে তিনি পদত্যাগ করেন ৷ কংগ্রেসের অন্তবর্তী সভানেত্রী সোনিয়া গান্ধিকে (Sonia Gandhi) পাঁচ পাতার একটি চিঠি পাঠিয়েছেন গুলাম নবি ৷ সেখানে কাঠগড়ায় তুলেছেন রাহুলকেই ৷ রাহুলের শিশুসুলভ আচরণের জন্য আজ কংগ্রেসের এই দুর্দশা বলে তিনি অভিযোগ করেছেন ৷

ফলে এদিন সকাল থেকেই এই নিয়েই আলোচনা চলছে জাতীয় রাজনীতিতে ৷ এই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও ৷ কারণ, এক সময় তিনিও কংগ্রেসে ছিলেন ৷ পরে কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসেন ৷

তিনি এদিন বলেন, ‘‘গুলাম নবি আজাদের চিঠিটি এবং 2015 সালে আমার লেখা চিঠি দু’টি যদি পড়েন ৷ তাহলে অনেক মিল খুঁজে পাবেন ৷ কংগ্রেসে সবাই জানেন যে রাহুল গান্ধি অপরিণত ৷ সোনিয়া গান্ধি দলের দিকে নজর দিচ্ছেন না ৷ তিনি শুধু নিজের ছেলেকে প্রোমোট করতে চাইছেন ৷ এটা ব্যর্থ চেষ্টা ৷’’

এর পর তাঁর সংযোজন, সেই কারণে প্রকৃত কংগ্রেসিরা ওই দল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন ৷ এক সময় কংগ্রেসে শুধু গান্ধিরাই থেকে যাবেন ৷ আর সেই কারণেই তিনি মনে করেন, ‘‘রাহুল গান্ধি আসলে বিজেপির জন্য আশীর্বাদ ৷’’

আরও পড়ুন : রাহুলের শিশুসুলভ আচরণেই কংগ্রেসের দুর্দশা, সোনিয়াকে দেওয়া পদত্যাগপত্রে উল্লেখ আজাদের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.