ETV Bharat / bharat

সর্বানন্দ সোনোয়ালকে সরিয়ে অসমের মুখ্যমন্ত্রী হওয়ার পথে হিমন্ত বিশ্বশর্মা - অসমের মুখ্যমন্ত্রী

আজ বেলা 12টা থেকে বিজেপির জয়ী বিধায়কদের নিয়ে বৈঠক হবে ৷ সেখানে চূড়ান্ত হবে অসমের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ৷

হিমন্ত বিশ্বশর্মা
হিমন্ত বিশ্বশর্মা
author img

By

Published : May 9, 2021, 11:44 AM IST

দিসপুর, 9 মে : অসমে বিজেপি ক্ষমতায় এলেও মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল গেরুয়া শিবিরে ৷ অবশেষে সেই জট কাটতে চলেছে ৷ আজ দুপুর 12টার সময় বিজেপির জয়ী বিধায়কদের একটি বৈঠক ডাকা হয়েছে ৷ পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, আজকের বৈঠকেই সেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে ৷ তবে শোনা যাচ্ছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল নন, অসমের মুখ্যমন্ত্রী হওয়ার দৌঁড়ে এগিয়ে রয়েছেন বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা ৷

আজ বেলা 11টার মধ্যেই বিধায়কদের অসম বিধানসভায় উপস্থিত হওয়ার কথা রয়েছে ৷ এরপর 12টা থেকে বৈঠক শুরু হবে বলে জানা গিয়েছে ৷ আজ সিদ্ধান্ত গ্রহণের পর সোমবারই নতুন সরকারের শপথ নেওয়ার কথা রয়েছে ৷ শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে এই শপথগ্রহণ অনুষ্ঠান হবে ৷

অসমে নিজেদের ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছে বিজেপি ৷ কিন্তু গেরুয়া শিবিরে স্বস্তি ছিল না ৷ সর্বানন্দ সোনেওয়ালকে মুখ্যমন্ত্রী রেখে দেওয়া হবে নাকি নতুন মুখ্যমন্ত্রী হবেন হিমন্ত বিশ্বশর্মা ৷ সেই নিয়ে অসম বিজেপির মধ্যে জটিলতা তৈরি হয়েছিল ৷ কারণ, হিমন্তকে বিজেপিতে উত্তর-পূর্ব ভারতের ‘অমিত শাহ’ বলা হয় ৷ উত্তর-পূর্বের যে কোনও রাজ্যে গেরুয়া শিবিরের রাজনৈতিক সংকট তিনিই সামাল দেন ৷ তাই এবার তাঁকে অসমের মুখ্যমন্ত্রী করার দাবি জোরালো হয়েছিল ৷

আবার,অসমে বিজেপি সরকারের মুখ ছিলেন সর্বানন্দ ৷ তাঁর সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরেই ভোটের ময়দানে নেমেছিল গেরুয়া শিবির ৷ তাই ভোটের সাফল্যের পর সেই মুখকেই বাদ দিয়ে দেওয়া হলে অসমের রাজনীতিতে তা নিয়ে ভুল বার্তা যাবে ৷ সেই কারণেই এই সংকট তৈরি হয়েছিল গেরুয়া শিবিরে ৷

এই জটিলতা কাটাতে গতকাল নয়াদিল্লিতে বৈঠক করে বিজেপি ৷ এখানে মুখ্যমন্ত্রী হওয়ার দুই দাবিদারই উপস্থিত ছিলেন ৷ এছাড়া বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অন্যতম হেভিওয়েট নেতা অমিত শাহ উপস্থিত ছিলেন ৷ প্রথমে আলাদা ভাবে বৈঠক করে কেন্দ্রীয় নেতৃত্ব ৷ পরে দু’জনকে একসঙ্গে নিয়ে বৈঠক হয় ৷ ঘণ্টাখানেক ধরে বৈঠক চলে ৷ বৈঠকের পর অসমের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন হিমন্ত বিশ্বশর্মা ৷

দিসপুর, 9 মে : অসমে বিজেপি ক্ষমতায় এলেও মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল গেরুয়া শিবিরে ৷ অবশেষে সেই জট কাটতে চলেছে ৷ আজ দুপুর 12টার সময় বিজেপির জয়ী বিধায়কদের একটি বৈঠক ডাকা হয়েছে ৷ পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, আজকের বৈঠকেই সেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে ৷ তবে শোনা যাচ্ছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল নন, অসমের মুখ্যমন্ত্রী হওয়ার দৌঁড়ে এগিয়ে রয়েছেন বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা ৷

আজ বেলা 11টার মধ্যেই বিধায়কদের অসম বিধানসভায় উপস্থিত হওয়ার কথা রয়েছে ৷ এরপর 12টা থেকে বৈঠক শুরু হবে বলে জানা গিয়েছে ৷ আজ সিদ্ধান্ত গ্রহণের পর সোমবারই নতুন সরকারের শপথ নেওয়ার কথা রয়েছে ৷ শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে এই শপথগ্রহণ অনুষ্ঠান হবে ৷

অসমে নিজেদের ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছে বিজেপি ৷ কিন্তু গেরুয়া শিবিরে স্বস্তি ছিল না ৷ সর্বানন্দ সোনেওয়ালকে মুখ্যমন্ত্রী রেখে দেওয়া হবে নাকি নতুন মুখ্যমন্ত্রী হবেন হিমন্ত বিশ্বশর্মা ৷ সেই নিয়ে অসম বিজেপির মধ্যে জটিলতা তৈরি হয়েছিল ৷ কারণ, হিমন্তকে বিজেপিতে উত্তর-পূর্ব ভারতের ‘অমিত শাহ’ বলা হয় ৷ উত্তর-পূর্বের যে কোনও রাজ্যে গেরুয়া শিবিরের রাজনৈতিক সংকট তিনিই সামাল দেন ৷ তাই এবার তাঁকে অসমের মুখ্যমন্ত্রী করার দাবি জোরালো হয়েছিল ৷

আবার,অসমে বিজেপি সরকারের মুখ ছিলেন সর্বানন্দ ৷ তাঁর সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরেই ভোটের ময়দানে নেমেছিল গেরুয়া শিবির ৷ তাই ভোটের সাফল্যের পর সেই মুখকেই বাদ দিয়ে দেওয়া হলে অসমের রাজনীতিতে তা নিয়ে ভুল বার্তা যাবে ৷ সেই কারণেই এই সংকট তৈরি হয়েছিল গেরুয়া শিবিরে ৷

এই জটিলতা কাটাতে গতকাল নয়াদিল্লিতে বৈঠক করে বিজেপি ৷ এখানে মুখ্যমন্ত্রী হওয়ার দুই দাবিদারই উপস্থিত ছিলেন ৷ এছাড়া বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অন্যতম হেভিওয়েট নেতা অমিত শাহ উপস্থিত ছিলেন ৷ প্রথমে আলাদা ভাবে বৈঠক করে কেন্দ্রীয় নেতৃত্ব ৷ পরে দু’জনকে একসঙ্গে নিয়ে বৈঠক হয় ৷ ঘণ্টাখানেক ধরে বৈঠক চলে ৷ বৈঠকের পর অসমের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন হিমন্ত বিশ্বশর্মা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.