ETV Bharat / bharat

Karnataka Hijab Row : হিজাব বিতর্কে স্কুল চত্বরে 144 ধারা জারি ম্যাঙ্গালোর প্রশাসনের - Magaluru Imposes 144 Around High Schools

আজ কর্নাটকের হিজাব বিতর্কের শুনানি । সমস্ত রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্কুল চত্বরের ২০০ মিটারের মধ্যে জারি হয়েছে 144 ধারা । সোমবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6 পর্যন্ত জারি থাকবে এই নির্দেশিকা (Magaluru Imposes 144 Around High Schools)।

Hijab row
জারি ১৪৪ ধারা
author img

By

Published : Feb 14, 2022, 3:44 PM IST

ম্যাঙ্গালুরু (কর্নাটক), 14 ফেব্রুয়ারি: আজ কর্নাটক হাইকোর্টে হিজাব বিতর্কের শুনানি । বড়সড় বিক্ষোভের সম্ভবনা এড়াতে 144 ধারা জারি করল ম্যাঙ্গালোর প্রশাসন । সকাল 6 টাকা থেকে বিকেল 6টা পর্যন্ত জারি থাকবে নির্দেশিকা (Karnataka Hijab row) ।

আজ কর্নাটক হাইকোর্টে হিজাব মামলার শুনানি । শুনানি হবে প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্থি, বিচাপরতি কৃষ্ণ এস দীক্ষিত, ও জেএম খাজির বেঞ্চে । স্কুল কলেজ চত্বরে বিক্ষোভ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সমস্তরকম মিছিল, জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে (Magaluru imposes 144 around high schools) । আজ থেকে শনিবার পর্যন্ত এই নির্দেশিকা বহাল থাকবে । আগামী 16 ফেব্রুয়ারি থেকে কর্নাটকে খুলছে স্কুল-কলেজ ।

আরও পড়ুন: Controversial comment of Congress MLA over Hijab: হিজাব না-পরলে ধর্ষিত হতে হয়, বিতর্কিত মন্তব্য কর্নাটকের কংগ্রেস বিধায়কের

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কর্নাটক প্রি-ইউনিভার্সিটির একটি ভিডিয়ো ভাইরাল হয় । যেখানে দেখা যায়, কর্নাটকের উদুপি জেলায় এক কলেজে ৬ ছাত্রীকে হিজাব পরে আসতে নিষেধ করে কর্তৃপক্ষ । কিন্তু ওই ছাত্রী হিজাব পরে আসায় তাঁকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান দেয় একদল পড়ুয়া । পাল্টা আল্লা-হু -আকবর স্লোগান দেন ওই ছাত্রী । এই ঘটনা নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে একাদিক রাজ্যে । হিজাবের পক্ষে সওয়াল করে মামলা ওঠে কর্নাটক হাইকোর্টে । উল্লেখ করা হয়, হিজাব পরে কলেজে এলে কোনও সমস্যা হয় না । এটি মৌলিক অধিকারের মধ্যে পড়ে । তাই একই রঙের হিজাব পরে ক্লাসে এসে অন্য কারও ক্ষতি হয় না । অন্যদিকে হিজাব বিরোধীদের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় পোশাক কেন? ১০ ফেব্রুয়ারি শুনানি শুরু হলেও তা মুলতবি হয়ে যায় । পুনরায় শুনানির দিন আজ অর্থাৎ 14 ফেব্রুয়ারি ধার্য হয়েছিল ।

ম্যাঙ্গালুরু (কর্নাটক), 14 ফেব্রুয়ারি: আজ কর্নাটক হাইকোর্টে হিজাব বিতর্কের শুনানি । বড়সড় বিক্ষোভের সম্ভবনা এড়াতে 144 ধারা জারি করল ম্যাঙ্গালোর প্রশাসন । সকাল 6 টাকা থেকে বিকেল 6টা পর্যন্ত জারি থাকবে নির্দেশিকা (Karnataka Hijab row) ।

আজ কর্নাটক হাইকোর্টে হিজাব মামলার শুনানি । শুনানি হবে প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্থি, বিচাপরতি কৃষ্ণ এস দীক্ষিত, ও জেএম খাজির বেঞ্চে । স্কুল কলেজ চত্বরে বিক্ষোভ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সমস্তরকম মিছিল, জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে (Magaluru imposes 144 around high schools) । আজ থেকে শনিবার পর্যন্ত এই নির্দেশিকা বহাল থাকবে । আগামী 16 ফেব্রুয়ারি থেকে কর্নাটকে খুলছে স্কুল-কলেজ ।

আরও পড়ুন: Controversial comment of Congress MLA over Hijab: হিজাব না-পরলে ধর্ষিত হতে হয়, বিতর্কিত মন্তব্য কর্নাটকের কংগ্রেস বিধায়কের

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কর্নাটক প্রি-ইউনিভার্সিটির একটি ভিডিয়ো ভাইরাল হয় । যেখানে দেখা যায়, কর্নাটকের উদুপি জেলায় এক কলেজে ৬ ছাত্রীকে হিজাব পরে আসতে নিষেধ করে কর্তৃপক্ষ । কিন্তু ওই ছাত্রী হিজাব পরে আসায় তাঁকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান দেয় একদল পড়ুয়া । পাল্টা আল্লা-হু -আকবর স্লোগান দেন ওই ছাত্রী । এই ঘটনা নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে একাদিক রাজ্যে । হিজাবের পক্ষে সওয়াল করে মামলা ওঠে কর্নাটক হাইকোর্টে । উল্লেখ করা হয়, হিজাব পরে কলেজে এলে কোনও সমস্যা হয় না । এটি মৌলিক অধিকারের মধ্যে পড়ে । তাই একই রঙের হিজাব পরে ক্লাসে এসে অন্য কারও ক্ষতি হয় না । অন্যদিকে হিজাব বিরোধীদের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় পোশাক কেন? ১০ ফেব্রুয়ারি শুনানি শুরু হলেও তা মুলতবি হয়ে যায় । পুনরায় শুনানির দিন আজ অর্থাৎ 14 ফেব্রুয়ারি ধার্য হয়েছিল ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.