প্রয়াগরাজ,2 ডিসেম্বর: নগদে লেনদেনে রাশ টানতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার । 'ক্যাশলেস' না হোক 'লেস ক্যাশ ইকোনমি'-র দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা চলছে বেশ কয়েক বছর ধরে। প্রথমে নোটবন্দি তারপর করোনা পর্বে ডিজিটাল লেনদনের সুফলও মিলেছে বলে মনে করেন অর্থনীতির ছাত্রদের একটা বড় অংশ । এখন দেশের প্রায় সর্বত্রই ডিজিটাল লেনদেন গুরুত্ব পাচ্ছে । বড় ধরনের লেনদেন তো বটেই ছোটখাটো বিকিকিনিও ডিজিটাল মাধ্যমেই করতে চান অনেকে (High Court employee suspended for receiving tips) ।
তবে এলাহাবাদ হাইকোর্টের এক কর্মী যা করলেন তেমনটা এর আগে খুব বেশি কেউ ভাবতে পেরেছেন কি না সন্দেহ। হাইকোর্টের ওই কর্মীর নাম রাজেন্দ্র কুমার । আদালতের এক বিচারপচতির নানা ধরনের কাজ করতেন এই রাজেন্দ্র । আর তার সুবাদেই আদালত চত্বরে ছিল তাঁর অবাধ বিচরণ । আইনজীবী থেকে বিচারপ্রার্থী-সকলের সঙ্গেই সখ্যতা ছিল। অভিযোগ, এই সুযোগকে কাজে লাগিয়ে অতিরিক্ত কিছু রোজগারের ব্যবস্থা করেছিলেন রাজেন্দ্র । আর রোজগারের পথটাও অভিনব । জানা গিয়েছে তাঁর পোশাকে সবসময় পেটিএমের স্ক্যানার থাকত । সেখানে কিউআর কোড স্ক্যান করে যে কেউ তাঁকে বকশিস দিতে পারতেন । আইনজীবীদের বেশ কয়েকজনকে এভাবে টাকা দিতেও হয়েছে । বিষয়টি বাড়াবাড়ির দিকে যাচ্ছে দেখে বিচারপতির কাছে অভিযোগ যায়। শেষমেশ তাঁর সুপারিশেই চাকরি গেল রাজেন্দ্রর ।
আরও পড়ুন: অ্যাম্বুলেন্সকে জায়গা দিতে রোড-শো চলাকালীন থামল প্রধানমন্ত্রীর কনভয়, দেখুন ভিডিয়ো