ETV Bharat / bharat

তামিলনাড়ুর দক্ষিণ অংশে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, বাতিল বন্দে ভারত-সহ বহু ট্রেন

Tamil Nadu Rains: তামিলনাড়ুর দক্ষিণ অংশে রবিবার থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে ৷ ইতিমধ্যে সেখানকার বেশ কিছু জায়গা প্লাবিত হয়েছে ৷ প্রভাব পড়েছে ট্রেন ও বাস পরিষেবায় ৷ প্রশাসনের তরফে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ সোমবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ওই এলাকায় ৷

Tamil Nadu Rains
Tamil Nadu Rains
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 18, 2023, 1:09 PM IST

চেন্নাই, 18 ডিসেম্বর: দক্ষিণ তামিলনাড়ুতে ভারী বৃষ্টিপাত হয়েছে রবিবার৷ এর জেরে থুথুকুডি, কন্যাকুমারী, তিরুনেলভেলি ও টেনকাসি জেলার বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে ৷ এই জেলাগুলিতে বন্দে ভারত-সহ বেশ কয়েকটি ট্রেনের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ সোমবার ওই ট্রেনগুলি প্রতিবেশী কেরালা দিয়ে যাতায়াত করেছে ৷ আবহাওয়া দফতরের তরফে তামিলনাড়ুর দক্ষিণের জেলাগুলিতে আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ।

বন্দে ভারত-সহ একাধিক ট্রেন বাতিল হয়েছে: তিরুনেলভেলি ও চেন্নাইয়ের মধ্যে চলা বন্দে ভারত ভারী বৃষ্টির কারণে বাতিল করা হয়েছে ৷ দক্ষিণ রেলওয়ে এই নিয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে । বৃষ্টির কারণে বাতিল হওয়া অন্যান্য ট্রেনগুলি হল, গুরুভায়ুর এক্সপ্রেস, তিরুচিরাপল্লি-তিরুঅনন্তপুরম এক্সপ্রেস, নাগেরকোয়েল-কোয়েম্বাটুর এক্সপ্রেস, তিরুনেলভেলি-তিরুচেন্দুর প্যাসেঞ্জার ও নিজামুদ্দিন-কন্যাকুমারী এক্সপ্রেস ।

পার্ল সিটি এক্সপ্রেস কোভিলপট্টি জংশনে পর্যন্ত যেতে পেরেছে । চেন্নাই এগমোর-কুইলন এক্সপ্রেস ট্রেনটি বিরুধুনগর পর্যন্ত যেতে পেরেছে ৷ তাম্বারাম-নাগেরকোয়েল এক্সপ্রেস কোডাইকানাল রোড স্টেশনে দাঁড়িয়ে রয়েছে । পরিবহণ দফতরের সূত্র থেকে, তিন জেলায় বাস চলাচল বন্ধ রাখা হয়েছে । আন্তঃজেলা পরিষেবাও বন্ধ করা হয়েছে ।

বাঁধ থেকে উদ্বৃত্ত জল ছেড়ে দেওয়া হয়েছে: থামিরাবারানি নদীর জলস্তর জলসম্পদ দফতরের দ্বারা ক্রমাগত পর্যবেক্ষণ করা হচ্ছে । যেহেতু ওই নদীতে জলস্তর অনেকটাই উপর দিকে রয়েছে, তাই পরিস্থিতির পর্যালোচনা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ৷ তিনি দক্ষিণ তামিলনাড়ুতে একটি নদী-সংযোগ প্রকল্পের অধীনে কান্নাডিয়ান চ্যানেলে উদ্বৃত্ত জল ছাড়ার নির্দেশ দিয়েছেন । স্ট্যালিন তাঁর মন্ত্রিসভার সদস্যদের তদারকির জন্য ও ত্রাণ কাজ চালানোর জন্য বৃষ্টি-বিধ্বস্ত জেলাগুলিতে পাঠিয়েছেন । এদিকে পেচিপারাই, পেরুঞ্জানি ও পাপানাসাম বাঁধ থেকে উদ্বৃত্ত জল ছাড়া হচ্ছে৷ এর জন্য দুই লাখের বেশি স্থানীয় মানুষকে সতর্কবার্তা পাঠানো হয়েছে ।

কেন এই বৃষ্টি: আঞ্চলিক আবহাওয়া অফিসের একটি বুলেটিনে বলা হয়েছে যে একটি ঘূর্ণিঝড় এখন কমোরিন এলাকা এবং এর আশেপাশে দেখা যাচ্ছে, যা মধ্য-ট্রপোস্ফিয়ারিকস্তর পর্যন্ত বিস্তৃত রয়েছে । শনিবার এটি দক্ষিণ শ্রীলঙ্কা উপকূলে নিরক্ষীয় ভারত মহাসাগর এবং তার সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্ন ট্রপোস্ফিয়ারিকস্তরে ছিল । এর ফলে শনিবার থেকে রবিরার (16 ডিসেম্বর থেকে 17 ডিসেম্বর) সকাল পর্যন্ত থুথুকডি, তিরুনেলভেলি, কন্যাকুমারী ও টেনকাসি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হয় ।

স্কুল ও কলেজ বন্ধের ঘোষণা: নিচু এলাকায় বাড়িগুলিতে জল ঢুকে গিয়েছে ৷ তামিলনাড়ুর দক্ষিণের জেলাগুলির বেশ কয়েকটি অঞ্চলে বন্যার কারণে হাজার হাজার যানবাহন আটকে পড়েছে ৷ পাশাপাশি কয়েকটি হাসপাতাল চত্বরে জল জমে যাওয়া খবর পাওয়া গিয়েছে । স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করেছে প্রশাসন । জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল মোতায়েন করা হয়েছে । স্থানীয় কর্তৃপক্ষ এবং পুলিশ বন্যাকবলিত ও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে ত্রাণ কেন্দ্রে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে ।

ত্রাণ কাজের জন্য নিযুক্ত সিনিয়র আইএএস অফিসার: তামিলনাড়ু সরকার চারটি জেলায় ত্রাণ কাজ ত্বরান্বিত করতে এবং সমস্ত বিভাগের সঙ্গে সমন্বয় করতে চারজন সিনিয়র আইএএস অফিসারকে নিয়োগ করেছে । ত্রাণ-সম্পর্কিত কাজ চালানোর জন্য সরকার আরও চার কর্মকর্তাকে চাকরিতে দায়িত্ব দিয়েছে । তামিলনাড়ুর মুখ্যসচিব শিব দাস মিনা দক্ষিণের জেলাগুলির জেলাশাসকদের একটি ভার্চুয়াল বৈঠক করেন ৷ সেখানে তিনি ভারী বৃষ্টির কারণে হওয়া ক্ষয়ক্ষতি কমাতে যথাযথ পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন ।

এদিকে কন্যাকুমারী, রামানাথপুরম, পুদুকোট্টাই, থাঞ্জাভুর, তিরুভারুর ও নাগাপট্টিনাম জেলায় বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাত দেখা গিয়েছে । তিরুনেলভেলি জেলার নালুমুক্কু এলাকায় এই সময়ের মধ্যে সর্বাধিক 19 সেমি বৃষ্টিপাত হয়েছে ।

সোমবার আরও বৃষ্টির পূর্বাভাস: আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কন্যাকুমারী, তিরুনেলভেলি, থুথুকুডি ও টেনকাসি জেলার এক বা দুই জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির এবং দক্ষিণ তামিলনাড়ুর অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ।

আরও পড়ুন:

  1. উপত্যকা ঢাকল বরফের চাদরে, রাস্তা বন্ধ হলেও তুষারপাত উপভোগে পর্যটকরা
  2. আন্তর্জাতিক জল-সীমানায় তামিলনাড়ুর 6 মৎসজীবীকে আটক শ্রীলঙ্কার নৌবাহিনীর, চলতি বছরে গ্রেফতার 220
  3. কচ্ছের খাদানে পাথর চাপা পড়ে শ্রমিকের মৃত্যু, চলছে তল্লাশি

চেন্নাই, 18 ডিসেম্বর: দক্ষিণ তামিলনাড়ুতে ভারী বৃষ্টিপাত হয়েছে রবিবার৷ এর জেরে থুথুকুডি, কন্যাকুমারী, তিরুনেলভেলি ও টেনকাসি জেলার বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে ৷ এই জেলাগুলিতে বন্দে ভারত-সহ বেশ কয়েকটি ট্রেনের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ সোমবার ওই ট্রেনগুলি প্রতিবেশী কেরালা দিয়ে যাতায়াত করেছে ৷ আবহাওয়া দফতরের তরফে তামিলনাড়ুর দক্ষিণের জেলাগুলিতে আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ।

বন্দে ভারত-সহ একাধিক ট্রেন বাতিল হয়েছে: তিরুনেলভেলি ও চেন্নাইয়ের মধ্যে চলা বন্দে ভারত ভারী বৃষ্টির কারণে বাতিল করা হয়েছে ৷ দক্ষিণ রেলওয়ে এই নিয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে । বৃষ্টির কারণে বাতিল হওয়া অন্যান্য ট্রেনগুলি হল, গুরুভায়ুর এক্সপ্রেস, তিরুচিরাপল্লি-তিরুঅনন্তপুরম এক্সপ্রেস, নাগেরকোয়েল-কোয়েম্বাটুর এক্সপ্রেস, তিরুনেলভেলি-তিরুচেন্দুর প্যাসেঞ্জার ও নিজামুদ্দিন-কন্যাকুমারী এক্সপ্রেস ।

পার্ল সিটি এক্সপ্রেস কোভিলপট্টি জংশনে পর্যন্ত যেতে পেরেছে । চেন্নাই এগমোর-কুইলন এক্সপ্রেস ট্রেনটি বিরুধুনগর পর্যন্ত যেতে পেরেছে ৷ তাম্বারাম-নাগেরকোয়েল এক্সপ্রেস কোডাইকানাল রোড স্টেশনে দাঁড়িয়ে রয়েছে । পরিবহণ দফতরের সূত্র থেকে, তিন জেলায় বাস চলাচল বন্ধ রাখা হয়েছে । আন্তঃজেলা পরিষেবাও বন্ধ করা হয়েছে ।

বাঁধ থেকে উদ্বৃত্ত জল ছেড়ে দেওয়া হয়েছে: থামিরাবারানি নদীর জলস্তর জলসম্পদ দফতরের দ্বারা ক্রমাগত পর্যবেক্ষণ করা হচ্ছে । যেহেতু ওই নদীতে জলস্তর অনেকটাই উপর দিকে রয়েছে, তাই পরিস্থিতির পর্যালোচনা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ৷ তিনি দক্ষিণ তামিলনাড়ুতে একটি নদী-সংযোগ প্রকল্পের অধীনে কান্নাডিয়ান চ্যানেলে উদ্বৃত্ত জল ছাড়ার নির্দেশ দিয়েছেন । স্ট্যালিন তাঁর মন্ত্রিসভার সদস্যদের তদারকির জন্য ও ত্রাণ কাজ চালানোর জন্য বৃষ্টি-বিধ্বস্ত জেলাগুলিতে পাঠিয়েছেন । এদিকে পেচিপারাই, পেরুঞ্জানি ও পাপানাসাম বাঁধ থেকে উদ্বৃত্ত জল ছাড়া হচ্ছে৷ এর জন্য দুই লাখের বেশি স্থানীয় মানুষকে সতর্কবার্তা পাঠানো হয়েছে ।

কেন এই বৃষ্টি: আঞ্চলিক আবহাওয়া অফিসের একটি বুলেটিনে বলা হয়েছে যে একটি ঘূর্ণিঝড় এখন কমোরিন এলাকা এবং এর আশেপাশে দেখা যাচ্ছে, যা মধ্য-ট্রপোস্ফিয়ারিকস্তর পর্যন্ত বিস্তৃত রয়েছে । শনিবার এটি দক্ষিণ শ্রীলঙ্কা উপকূলে নিরক্ষীয় ভারত মহাসাগর এবং তার সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্ন ট্রপোস্ফিয়ারিকস্তরে ছিল । এর ফলে শনিবার থেকে রবিরার (16 ডিসেম্বর থেকে 17 ডিসেম্বর) সকাল পর্যন্ত থুথুকডি, তিরুনেলভেলি, কন্যাকুমারী ও টেনকাসি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হয় ।

স্কুল ও কলেজ বন্ধের ঘোষণা: নিচু এলাকায় বাড়িগুলিতে জল ঢুকে গিয়েছে ৷ তামিলনাড়ুর দক্ষিণের জেলাগুলির বেশ কয়েকটি অঞ্চলে বন্যার কারণে হাজার হাজার যানবাহন আটকে পড়েছে ৷ পাশাপাশি কয়েকটি হাসপাতাল চত্বরে জল জমে যাওয়া খবর পাওয়া গিয়েছে । স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করেছে প্রশাসন । জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল মোতায়েন করা হয়েছে । স্থানীয় কর্তৃপক্ষ এবং পুলিশ বন্যাকবলিত ও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে ত্রাণ কেন্দ্রে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে ।

ত্রাণ কাজের জন্য নিযুক্ত সিনিয়র আইএএস অফিসার: তামিলনাড়ু সরকার চারটি জেলায় ত্রাণ কাজ ত্বরান্বিত করতে এবং সমস্ত বিভাগের সঙ্গে সমন্বয় করতে চারজন সিনিয়র আইএএস অফিসারকে নিয়োগ করেছে । ত্রাণ-সম্পর্কিত কাজ চালানোর জন্য সরকার আরও চার কর্মকর্তাকে চাকরিতে দায়িত্ব দিয়েছে । তামিলনাড়ুর মুখ্যসচিব শিব দাস মিনা দক্ষিণের জেলাগুলির জেলাশাসকদের একটি ভার্চুয়াল বৈঠক করেন ৷ সেখানে তিনি ভারী বৃষ্টির কারণে হওয়া ক্ষয়ক্ষতি কমাতে যথাযথ পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন ।

এদিকে কন্যাকুমারী, রামানাথপুরম, পুদুকোট্টাই, থাঞ্জাভুর, তিরুভারুর ও নাগাপট্টিনাম জেলায় বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাত দেখা গিয়েছে । তিরুনেলভেলি জেলার নালুমুক্কু এলাকায় এই সময়ের মধ্যে সর্বাধিক 19 সেমি বৃষ্টিপাত হয়েছে ।

সোমবার আরও বৃষ্টির পূর্বাভাস: আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কন্যাকুমারী, তিরুনেলভেলি, থুথুকুডি ও টেনকাসি জেলার এক বা দুই জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির এবং দক্ষিণ তামিলনাড়ুর অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ।

আরও পড়ুন:

  1. উপত্যকা ঢাকল বরফের চাদরে, রাস্তা বন্ধ হলেও তুষারপাত উপভোগে পর্যটকরা
  2. আন্তর্জাতিক জল-সীমানায় তামিলনাড়ুর 6 মৎসজীবীকে আটক শ্রীলঙ্কার নৌবাহিনীর, চলতি বছরে গ্রেফতার 220
  3. কচ্ছের খাদানে পাথর চাপা পড়ে শ্রমিকের মৃত্যু, চলছে তল্লাশি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.