ETV Bharat / bharat

Priyanka Slams Modi: 'প্রতিশ্রুতি রক্ষার কথা কি ভুলে গেলেন ?' রাহুলের পোস্টার কাণ্ডে মোদিকে তোপ প্রিয়াঙ্কার - priyanka gandhi slams bjp

Rahul Gandhi poster row: বিজেপির এক্স হ্যান্ডেলে রাবণের জায়গায় রাহুল ! এতেই ফের কংগ্রেস-বিজেপি সংঘাত ৷ এই নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমোলাচনা করলেন প্রিয়াঙ্কা গান্ধি ৷

ETV Bharat
নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করলেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2023, 12:48 PM IST

নয়াদিল্লি, 6 অক্টোবর: রাবণের মাথার জায়গায় রাহুল গান্ধির মাথা ৷ শুধু তাই নয়, দশাননের দশটি মাথাই রাহুলের ৷ এই ছবির সঙ্গে লেখা, ভারত বিপদের মধ্যে রয়েছে ৷ এমন একটি গ্রাফিক সোশাল মিডিয়ায় পোস্ট করেছে বিজেপি ৷ স্বভাবতই তা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে ৷

কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা এর তীব্র সমালোচনা করেছেন ৷ তিনি লেখেন, "নরেন্দ্র মোদিজি, আপনি রাজনীতিকে আর কত নীচে নামাবেন ? আপনার দলের এক্স (টুইটার) থেকে এ রকম হিংসাত্মক এবং উসকানিমূলক টুইটগুলি পোস্ট করা হচ্ছে ৷ আপনি মাত্র কয়েক বছর আগে সততার প্রতিজ্ঞা নিয়েছেন ৷ প্রতিশ্রুতি রক্ষা করতে কি আপনি ভুলে গিয়েছেন ?" এই পোস্টটি ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকেও ট্যাগ করেছেন প্রিয়াঙ্কা ৷

  • सर्वश्री @narendramodi जी एवं श्री @JPNadda जी! आप राजनीति और बहस-मुबाहसे को गिरावट की कौन-सी मंज़िल तक ले जाना चाहते हैं?

    आपकी पार्टी के आधिकारिक ट्विटर हैंडल से जो हिंसक और उकसाऊ ट्वीट किये जा रहे हैं, क्या उसमें आपकी सहमति है ?

    ज़्यादा समय नहीं बीता, आपने शुचिता की क़सम…

    — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) October 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই পোস্টটি সামনে আসার পর কংগ্রেস এর কড়া নিন্দা করেছে ৷ দলের অন্যতম মুখপাত্র কেসি বেণুগোপাল সোশাল মিডিয়ায় লেখেন, "রাহুল গান্ধিকে রাবণের সঙ্গে তুলনা করা হয়েছে ৷ এই লজ্জাজনক গ্রাফিকটির নিন্দা করার জন্য কোনও শব্দই যথেষ্ট নয় ৷ তাদের এই জঘন্য কাজের উদ্দেশ্য পরিষ্কার ৷ তারা রাহুল গান্ধিকে খুন করতে চায় ৷ তাঁর ঠাকুমা এবং বাবাকে হত্যা করা হয়েছে ৷ কিছু তুচ্ছ রাজনৈতিক সমর্থন পেতে তারা রাহুল গান্ধির বিশেষ নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার করে নিয়েছে ৷ তাঁকে তাঁর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল ৷ এরপর রাহুল গান্ধি একটি বাড়ির অনুরোধ জানিয়েছিলেন ৷ কিন্তু তা করা হয়নি ৷ বিজেপি তাদের সবচেয়ে ভয়ংকর সমালোচককে মুছে ফেলতে চায় ৷ তাই খুব ভালোভাবে একটা পরিকল্পনা করছে ৷"

দেশের পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে ৷ কংগ্রেসের প্রাক্তন সভাপতির সঙ্গে এর আগে মার্কিন ধনকুবের জর্জ সোরোসের তুলনা টেনেছিল বিজেপি ৷ তাতে রাহুলকে শয়তান বলে উল্লেখ করেছিল গেরুয়া শিবির ৷ বিজেপি এক্স (টুইটার) হ্যান্ডেলে লিখেছিল, "ভারত বিপদে ৷ তিনি একজন শয়তান ৷ ভারতকে ধ্বংস করাই ওঁর উদ্দেশ্য ৷"

আরও পড়ুন: কংগ্রেসের দুর্নীতি প্রকাশ্যে আনতে রাজস্থানে প্রয়োজন বিজেপির সরকারের, দাবি নরেন্দ্র মোদির

নয়াদিল্লি, 6 অক্টোবর: রাবণের মাথার জায়গায় রাহুল গান্ধির মাথা ৷ শুধু তাই নয়, দশাননের দশটি মাথাই রাহুলের ৷ এই ছবির সঙ্গে লেখা, ভারত বিপদের মধ্যে রয়েছে ৷ এমন একটি গ্রাফিক সোশাল মিডিয়ায় পোস্ট করেছে বিজেপি ৷ স্বভাবতই তা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে ৷

কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা এর তীব্র সমালোচনা করেছেন ৷ তিনি লেখেন, "নরেন্দ্র মোদিজি, আপনি রাজনীতিকে আর কত নীচে নামাবেন ? আপনার দলের এক্স (টুইটার) থেকে এ রকম হিংসাত্মক এবং উসকানিমূলক টুইটগুলি পোস্ট করা হচ্ছে ৷ আপনি মাত্র কয়েক বছর আগে সততার প্রতিজ্ঞা নিয়েছেন ৷ প্রতিশ্রুতি রক্ষা করতে কি আপনি ভুলে গিয়েছেন ?" এই পোস্টটি ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকেও ট্যাগ করেছেন প্রিয়াঙ্কা ৷

  • सर्वश्री @narendramodi जी एवं श्री @JPNadda जी! आप राजनीति और बहस-मुबाहसे को गिरावट की कौन-सी मंज़िल तक ले जाना चाहते हैं?

    आपकी पार्टी के आधिकारिक ट्विटर हैंडल से जो हिंसक और उकसाऊ ट्वीट किये जा रहे हैं, क्या उसमें आपकी सहमति है ?

    ज़्यादा समय नहीं बीता, आपने शुचिता की क़सम…

    — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) October 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই পোস্টটি সামনে আসার পর কংগ্রেস এর কড়া নিন্দা করেছে ৷ দলের অন্যতম মুখপাত্র কেসি বেণুগোপাল সোশাল মিডিয়ায় লেখেন, "রাহুল গান্ধিকে রাবণের সঙ্গে তুলনা করা হয়েছে ৷ এই লজ্জাজনক গ্রাফিকটির নিন্দা করার জন্য কোনও শব্দই যথেষ্ট নয় ৷ তাদের এই জঘন্য কাজের উদ্দেশ্য পরিষ্কার ৷ তারা রাহুল গান্ধিকে খুন করতে চায় ৷ তাঁর ঠাকুমা এবং বাবাকে হত্যা করা হয়েছে ৷ কিছু তুচ্ছ রাজনৈতিক সমর্থন পেতে তারা রাহুল গান্ধির বিশেষ নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার করে নিয়েছে ৷ তাঁকে তাঁর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল ৷ এরপর রাহুল গান্ধি একটি বাড়ির অনুরোধ জানিয়েছিলেন ৷ কিন্তু তা করা হয়নি ৷ বিজেপি তাদের সবচেয়ে ভয়ংকর সমালোচককে মুছে ফেলতে চায় ৷ তাই খুব ভালোভাবে একটা পরিকল্পনা করছে ৷"

দেশের পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে ৷ কংগ্রেসের প্রাক্তন সভাপতির সঙ্গে এর আগে মার্কিন ধনকুবের জর্জ সোরোসের তুলনা টেনেছিল বিজেপি ৷ তাতে রাহুলকে শয়তান বলে উল্লেখ করেছিল গেরুয়া শিবির ৷ বিজেপি এক্স (টুইটার) হ্যান্ডেলে লিখেছিল, "ভারত বিপদে ৷ তিনি একজন শয়তান ৷ ভারতকে ধ্বংস করাই ওঁর উদ্দেশ্য ৷"

আরও পড়ুন: কংগ্রেসের দুর্নীতি প্রকাশ্যে আনতে রাজস্থানে প্রয়োজন বিজেপির সরকারের, দাবি নরেন্দ্র মোদির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.