ভোপাল, 16 মে: হরিয়ানা ও মধ্যপ্রদেশের ভোপালে আরও বাড়ল লকডাউনের মেয়াদ ৷ আরও এক সপ্তাহ করে লকডাউন থাকবে বলে ঘোষণা করা হয়েছে ৷ আগের ঘোষণায় বলা হয়েছিল, সোমবার পর্যন্ত লকডাউন জারি থাকবে ৷
লকডাউন আরও বাড়ানোর কথা ঘোষণা করে হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ জানিয়েছেন, 17 মে থেকে 24 মে কড়া বিধিনিষেধ থাকবে ৷ এই নিয়ে তৃতীয়বার লকডাউনের মেয়াদ বাড়াল হরিয়ানা ৷ প্রথমে 3 মে থেকে 10 মে ও তারপর 10 মে থেকে 17 মে পর্যন্ত লকডাউন ঘোষণা করেছিল হরিয়ানা ৷ সেখানে গত 24 ঘণ্টায় 9,676 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৷ করোনায় মৃত্যু হয়েছে আরও 144 জনের ৷
আরও পড়ুন: টিকাপ্রাপ্ত কোভিড আক্রান্তদের মাত্র 0.06 শতাংশকে ভর্তি করতে হয় হাসপাতালে : রিপোর্ট
ভোপালে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী 24 মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়ে দিয়েছে সরকার ৷ ডিস্ট্রিক্ট কালেক্টর অবিনাশ লাবণ্য জানিয়েছেন, ভোপালে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কোভিড কড়াকড়ি আরও এক সপ্তাহ বাড়ানো হচ্ছে ৷ ফলে আগামী 24 মে সকাল 6টা পর্যন্ত লকডাউন জারি থাকবে ভোপালে ৷ লকডাউন বিধি না-মানলে কড়া শাস্তির ব্যবস্থা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷