ETV Bharat / bharat

Court Case Demanding Grandchild : নাতি-নাতনি দিতে না-পারলে 5 কোটি টাকা দাও; ছেলে-বউমার বিরুদ্ধে মামলা দায়ের

author img

By

Published : May 12, 2022, 8:07 PM IST

ছেলেকে বড় করতে, পড়াশোনা শিখিয়ে বিমানচালক বানাতে কপর্দকশূন্য হয়েছেন বাবা-মা ৷ এখন বিয়ের পর বৃদ্ধ বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক প্রায় নেই ছেলের ৷ স্ত্রীকে নিয়ে আলাদা থাকেন ৷ এই অবস্থায় নাতি-নাতনির দাবি জানালেন বৃদ্ধ দম্পতি ৷ নাতি-নাতনি দিতে না-পারলে 5 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে দ্বারস্থ হয়েছেন আদালতের ৷ হরিদ্বার জেলা আদালতে দায়ের হয়েছে এই মামলা (Court Case filed in Haridwar District Court Demanding Grandchild) ৷

Court Case Demanding Grandchild in Haridwar
নাতি-নাতনি চেয়ে ছেলে-বউমার বিরুদ্ধে মামলা দায়ের হরিদ্বারে

হরিদ্বার, 12 মে : ছেলে-বউমার কাছ থেকে নাতি-নাতনি দাবি করে আদালতের দ্বারস্থ হলেন বৃদ্ধ দম্পতি ৷ নাতি-নাতনি দিতে না পারলে 5 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি ৷ হরিদ্বার জেলা আদালতে দায়ের হয়েছে মামলা ৷ বৃদ্ধ দম্পতির অভিযোগ, নাতি-নাতনি না পেয়ে মানসিক যন্ত্রণায় ভুগতে হচ্ছে তাঁদের ৷ তাই নাতি-নাতনি দিতে না পারলে এই মানসিক যন্ত্রণার ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তাঁরা (Court Case filed in Haridwar District Court Demanding Grandchild) ৷

হরিদ্বারের বাসিন্দা সঞ্জীবরঞ্জন প্রসাদ কেন্দ্রীয় সরকারি সংস্থা বিএইচইএল (BHEL) থেকে অবসর নিয়েছেন । বর্তমানে তিনি স্ত্রী সাধনাকে নিয়ে একটি হাউজিং সোসাইটিতে বসবাস করছেন । সঞ্জীবরঞ্জন প্রসাদের আইনজীবী অরবিন্দ কুমার জানান, এই দম্পতি তাঁদের একমাত্র ছেলে শ্রেয় সাগরকে 2016 সালে নয়ডার বাসিন্দা শুভাঙ্গী সিনহার সঙ্গে বিয়ে দেন ৷ তাঁর ছেলে পেশায় বিমানচালক এবং পুত্রবধূ নয়ডায় কর্মরত ৷

বৃদ্ধার অভিযোগ, ছেলেকে বড় করতে অনেক কষ্ট করতে হয়েছে তাঁকে ৷ ছেলেকে পড়াশোনার পিছনে অনেক টাকা খরচ করেছেন তিনি ৷ আমেরিকায় ছেলের বিমানচালকের প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন তাঁরা ৷ এখন সে সফল বিমানচালক ৷ 2016 সালে ছেলের বিয়ে দেন ৷ খরচ শুধু তার পড়াশোনার পিছনেই করেননি ৷ জাঁকজমক করে বিয়েও দেন ছেলের ৷ বিয়ের পর ছেলে-বউমাকে তাইল্যান্ডে মধুচন্দ্রিমায় পাঠান ৷ তবে বিয়ের পরই বউমার ইচ্ছায় ছেলে হায়দরাবাদে থাকতে শুরু করেন ৷ ছেলের শ্বশুরবাড়ির তরফে তাঁদের পারিবারিক বিষয়ে নাক গলানো শুরু হয় ৷ ধীরে ধীরে তাঁর ছেলের উপার্জনের উপরও তাঁরা হস্তক্ষেপ করতে থাকেন ৷ নিজেদের মেয়ের অর্থাৎ বৃদ্ধার বউমার সমস্ত সিদ্ধান্তকে চোখ বন্ধ করে সমর্থন জানাতে থাকেন ৷ সেই তখন থেকেই বাবা-মা এবং ছেলের মধ্যে শুরু হয় পারিবারিক বিবাদ ৷ তা এমন পর্যায় পৌঁছেছে যে বৃদ্ধ বাবা-মায়ের সঙ্গে কথা বন্ধ হয়েছে ছেলে-বউমার ৷

আরও পড়ুন : MP Cop Kills Minor : বারবার টাকা চাওয়ায় বিরক্ত, শিশুকে শ্বাসরোধ করে খুন 'অবসাদগ্রস্ত' পুলিশের

বৃদ্ধ সঞ্জীব প্রসাদ বলেন, "আমার এখন কিছুই নেই ৷ আমার সমস্ত উপার্জন ছেলেকে বড় করে তুলতে খরচ করেছি ৷ এখন আমরা কপর্দকশূন্য ৷ বাড়ি তৈরির জন্যও ব্যাঙ্ক থেকে ঋণ নিতে হয়েছে ৷ চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছি ৷"

এই অবস্থায় বৃদ্ধা নাতি-নাতনি দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছেন ৷ ছেলে হোক বা মেয়ে, তাতে তাঁদের কিছু যায় আসে না ৷ তাঁদের দাবি, আগামী একবছরের মধ্যে যদি তাঁর বউমা সন্তানসম্ভবা না হন, সেক্ষেত্রে ক্ষতিপূরণ হিসাবে বৃদ্ধ এবং বৃদ্ধাকে আড়াই কোটি টাকা করে অর্থাৎ মোট 5 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে ৷

আদালত সূত্রে জানা যাচ্ছে, এই ধরণের মামলা এই প্রথম ৷ মামলার পরবর্তী শুনানি রয়েছে 17 মে ।

আরও পড়ুন : Chautala Passes Class 10th : জেলে বসে স্কুল পাশ হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর, উচ্ছ্বসিত 'দশভি' অভিনেতা অভিষেক-নিমরত

হরিদ্বার, 12 মে : ছেলে-বউমার কাছ থেকে নাতি-নাতনি দাবি করে আদালতের দ্বারস্থ হলেন বৃদ্ধ দম্পতি ৷ নাতি-নাতনি দিতে না পারলে 5 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি ৷ হরিদ্বার জেলা আদালতে দায়ের হয়েছে মামলা ৷ বৃদ্ধ দম্পতির অভিযোগ, নাতি-নাতনি না পেয়ে মানসিক যন্ত্রণায় ভুগতে হচ্ছে তাঁদের ৷ তাই নাতি-নাতনি দিতে না পারলে এই মানসিক যন্ত্রণার ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তাঁরা (Court Case filed in Haridwar District Court Demanding Grandchild) ৷

হরিদ্বারের বাসিন্দা সঞ্জীবরঞ্জন প্রসাদ কেন্দ্রীয় সরকারি সংস্থা বিএইচইএল (BHEL) থেকে অবসর নিয়েছেন । বর্তমানে তিনি স্ত্রী সাধনাকে নিয়ে একটি হাউজিং সোসাইটিতে বসবাস করছেন । সঞ্জীবরঞ্জন প্রসাদের আইনজীবী অরবিন্দ কুমার জানান, এই দম্পতি তাঁদের একমাত্র ছেলে শ্রেয় সাগরকে 2016 সালে নয়ডার বাসিন্দা শুভাঙ্গী সিনহার সঙ্গে বিয়ে দেন ৷ তাঁর ছেলে পেশায় বিমানচালক এবং পুত্রবধূ নয়ডায় কর্মরত ৷

বৃদ্ধার অভিযোগ, ছেলেকে বড় করতে অনেক কষ্ট করতে হয়েছে তাঁকে ৷ ছেলেকে পড়াশোনার পিছনে অনেক টাকা খরচ করেছেন তিনি ৷ আমেরিকায় ছেলের বিমানচালকের প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন তাঁরা ৷ এখন সে সফল বিমানচালক ৷ 2016 সালে ছেলের বিয়ে দেন ৷ খরচ শুধু তার পড়াশোনার পিছনেই করেননি ৷ জাঁকজমক করে বিয়েও দেন ছেলের ৷ বিয়ের পর ছেলে-বউমাকে তাইল্যান্ডে মধুচন্দ্রিমায় পাঠান ৷ তবে বিয়ের পরই বউমার ইচ্ছায় ছেলে হায়দরাবাদে থাকতে শুরু করেন ৷ ছেলের শ্বশুরবাড়ির তরফে তাঁদের পারিবারিক বিষয়ে নাক গলানো শুরু হয় ৷ ধীরে ধীরে তাঁর ছেলের উপার্জনের উপরও তাঁরা হস্তক্ষেপ করতে থাকেন ৷ নিজেদের মেয়ের অর্থাৎ বৃদ্ধার বউমার সমস্ত সিদ্ধান্তকে চোখ বন্ধ করে সমর্থন জানাতে থাকেন ৷ সেই তখন থেকেই বাবা-মা এবং ছেলের মধ্যে শুরু হয় পারিবারিক বিবাদ ৷ তা এমন পর্যায় পৌঁছেছে যে বৃদ্ধ বাবা-মায়ের সঙ্গে কথা বন্ধ হয়েছে ছেলে-বউমার ৷

আরও পড়ুন : MP Cop Kills Minor : বারবার টাকা চাওয়ায় বিরক্ত, শিশুকে শ্বাসরোধ করে খুন 'অবসাদগ্রস্ত' পুলিশের

বৃদ্ধ সঞ্জীব প্রসাদ বলেন, "আমার এখন কিছুই নেই ৷ আমার সমস্ত উপার্জন ছেলেকে বড় করে তুলতে খরচ করেছি ৷ এখন আমরা কপর্দকশূন্য ৷ বাড়ি তৈরির জন্যও ব্যাঙ্ক থেকে ঋণ নিতে হয়েছে ৷ চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছি ৷"

এই অবস্থায় বৃদ্ধা নাতি-নাতনি দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছেন ৷ ছেলে হোক বা মেয়ে, তাতে তাঁদের কিছু যায় আসে না ৷ তাঁদের দাবি, আগামী একবছরের মধ্যে যদি তাঁর বউমা সন্তানসম্ভবা না হন, সেক্ষেত্রে ক্ষতিপূরণ হিসাবে বৃদ্ধ এবং বৃদ্ধাকে আড়াই কোটি টাকা করে অর্থাৎ মোট 5 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে ৷

আদালত সূত্রে জানা যাচ্ছে, এই ধরণের মামলা এই প্রথম ৷ মামলার পরবর্তী শুনানি রয়েছে 17 মে ।

আরও পড়ুন : Chautala Passes Class 10th : জেলে বসে স্কুল পাশ হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর, উচ্ছ্বসিত 'দশভি' অভিনেতা অভিষেক-নিমরত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.