ETV Bharat / bharat

Happy Valentines Day: ভ্যালেন্টাইনস ডে'র ইতিহাস জানেন ? পেছনে রয়েছে করুণ কাহিনী - ভ্যালেনটাইনস ডে এর ইতিহাস জানেন কি

আপনি কি জানেন, ভারতে ভ্যালেন্টাইনস ডে উদযাপন কবে থেকে শুরু হয়েছিল ? (Valentines Day)।

Happy Valentines Day News
ভ্যালেনটাইনস ডে এর ইতিহাস জানেন কি
author img

By

Published : Feb 14, 2023, 11:07 AM IST

Updated : Feb 14, 2023, 12:00 PM IST

হায়দরাবাদ: বিদেশের পাশাপাশি ভারতেও এখন ভ্যালেন্টাইনসডে পালিত হয় ব্যাপক উৎসাহের সঙ্গে । কিন্তু আপনি কি জানেন, এই দিনের আসল রহস্য কী (Happy Valentines Day)?

কথিত আছে, রোমের একটি উৎসব লুপারকেলিয়া, যা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে শুরু হয় ৷ যা আসলে তাদের দেশে বসন্তের আনুষ্ঠানিক সূচনা হিসেবে ধরা হয় ৷ সেখানে একটা রীতি রয়েছে, যে একটি বক্স থেকে কোনও ছেলে বা মেয়ে যে কেউ একটি নাম তুলবেন ৷ ছেলেটি যে মেয়েটির বা মেয়েটি যে ছেলেটির নাম তুলবেন, তাঁরা এই উৎসবের সময়ে একে অপরের প্রেমিক বা প্রেমিকা হিসেবে পরিচিত হবেন ৷ এমনকি তাঁরা বিয়েও করতে পারেন ৷ রোমের এই উৎসবকে পরবর্তী সময়ে চার্চেের তরফে খ্রিস্টানদের উৎসব হিসেবে ঘোষণা করা হয় ৷ সেই সঙ্গে এর নাম দেওয়া হয় সেন্ট ভ্যালেন্টাইনস ডে ৷ সাধারণত, ভ্যালেন্টাইনস একজনের প্রতি অপরজনের ভালোবাসা প্রকাশের শব্দ ৷

ভ্যালেন্টাইনস ডে পালিত হয় কেন ?

রোমের সিংহাসনে তখন সম্রাট ক্লডিয়াস । তিনি বিশ্বাস করতেন যে বিয়ে করলে পুরুষের শক্তি এবং বুদ্ধিমত্তা হ্রাস পায় । তিনি আদেশ দেন যে তার সৈন্য বা অফিসার, কেউই বিয়ে করবেন না । এছাড়াও সেদেশে খ্রীষ্টধর্ম প্রচারও নিষিদ্ধ করেন তিনি । সেন্ট ভ্যালেন্টাইন নামে এক ধর্মযাজক ও চিকিৎসক এই আদেশের বিরোধিতা করেন । তাঁকে কারাবন্দি করেন ক্লডিয়াস । কারাগারে এক মহিলাকে চিকিৎসা করে তাঁর দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন ভ্যালেন্টাইন । ফলে রাগের বশে 14 ফেব্রুয়ারি তাঁকে ফাঁসিতে ঝুলিয়ে দেন ক্লডিয়াস । সেই সেন্ট ভ্যালেন্টাইনের স্মরণেই 'ভ্যালেন্টাইনস ডে' পালিত হয় ।

ভালোবাসা হল এমন এক গুরুত্বপূর্ণ বিষয় যা আমরা মনের ভাব দিয়ে প্রকাশ করি ৷ ভালোবাসা অন্য সাধারণ অনুভূতির মতো ৷ বিভিন্ন কারণের ফলে ভালোবাসা প্রকাশ করা হয় ৷ সেটি যৌনতা হোক বা মনের ভাব প্রকাশ করা ৷ যদিও অনেকের ধারনা, ভালোবাসার কোনও নির্দিষ্ট দিন হয় না । প্রেমে থাকলে সারাবছরই ভ্যালেন্টাইনস ডে ।

আরও পড়ুন: আজ কিস ডে ! শরীর-মন ভালো রাখতে চুম্বনের জুড়ি মেলা ভার

হায়দরাবাদ: বিদেশের পাশাপাশি ভারতেও এখন ভ্যালেন্টাইনসডে পালিত হয় ব্যাপক উৎসাহের সঙ্গে । কিন্তু আপনি কি জানেন, এই দিনের আসল রহস্য কী (Happy Valentines Day)?

কথিত আছে, রোমের একটি উৎসব লুপারকেলিয়া, যা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে শুরু হয় ৷ যা আসলে তাদের দেশে বসন্তের আনুষ্ঠানিক সূচনা হিসেবে ধরা হয় ৷ সেখানে একটা রীতি রয়েছে, যে একটি বক্স থেকে কোনও ছেলে বা মেয়ে যে কেউ একটি নাম তুলবেন ৷ ছেলেটি যে মেয়েটির বা মেয়েটি যে ছেলেটির নাম তুলবেন, তাঁরা এই উৎসবের সময়ে একে অপরের প্রেমিক বা প্রেমিকা হিসেবে পরিচিত হবেন ৷ এমনকি তাঁরা বিয়েও করতে পারেন ৷ রোমের এই উৎসবকে পরবর্তী সময়ে চার্চেের তরফে খ্রিস্টানদের উৎসব হিসেবে ঘোষণা করা হয় ৷ সেই সঙ্গে এর নাম দেওয়া হয় সেন্ট ভ্যালেন্টাইনস ডে ৷ সাধারণত, ভ্যালেন্টাইনস একজনের প্রতি অপরজনের ভালোবাসা প্রকাশের শব্দ ৷

ভ্যালেন্টাইনস ডে পালিত হয় কেন ?

রোমের সিংহাসনে তখন সম্রাট ক্লডিয়াস । তিনি বিশ্বাস করতেন যে বিয়ে করলে পুরুষের শক্তি এবং বুদ্ধিমত্তা হ্রাস পায় । তিনি আদেশ দেন যে তার সৈন্য বা অফিসার, কেউই বিয়ে করবেন না । এছাড়াও সেদেশে খ্রীষ্টধর্ম প্রচারও নিষিদ্ধ করেন তিনি । সেন্ট ভ্যালেন্টাইন নামে এক ধর্মযাজক ও চিকিৎসক এই আদেশের বিরোধিতা করেন । তাঁকে কারাবন্দি করেন ক্লডিয়াস । কারাগারে এক মহিলাকে চিকিৎসা করে তাঁর দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন ভ্যালেন্টাইন । ফলে রাগের বশে 14 ফেব্রুয়ারি তাঁকে ফাঁসিতে ঝুলিয়ে দেন ক্লডিয়াস । সেই সেন্ট ভ্যালেন্টাইনের স্মরণেই 'ভ্যালেন্টাইনস ডে' পালিত হয় ।

ভালোবাসা হল এমন এক গুরুত্বপূর্ণ বিষয় যা আমরা মনের ভাব দিয়ে প্রকাশ করি ৷ ভালোবাসা অন্য সাধারণ অনুভূতির মতো ৷ বিভিন্ন কারণের ফলে ভালোবাসা প্রকাশ করা হয় ৷ সেটি যৌনতা হোক বা মনের ভাব প্রকাশ করা ৷ যদিও অনেকের ধারনা, ভালোবাসার কোনও নির্দিষ্ট দিন হয় না । প্রেমে থাকলে সারাবছরই ভ্যালেন্টাইনস ডে ।

আরও পড়ুন: আজ কিস ডে ! শরীর-মন ভালো রাখতে চুম্বনের জুড়ি মেলা ভার

Last Updated : Feb 14, 2023, 12:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.