ETV Bharat / bharat

Court denies bail to Saket: সাকেতের জামিনের আর্জি খারিজ গুজরাত হাইকোর্টে

author img

By

Published : Jan 25, 2023, 12:38 PM IST

Updated : Jan 25, 2023, 1:03 PM IST

ক্রাউড ফান্ডিংয়ের (Crowd Funding) মাধ্যমে সংগৃহীত অর্থের অপব্যবহারের অভিযোগ উঠেছে তৃণমূলের সাকেত গোখলের বিরুদ্ধে ৷ তাঁকে অর্থ তছরূপ সংক্রান্ত আইনে (Money Laundering Act) গ্রেফতার করেছে ইডি ৷ সেই নিয়ে গুজরাত হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন সাকেত ৷ তাঁর সেই আবেদন আদালত খারিজ করে দিয়েছে ৷

Court denies bail to Saket
Court denies bail to Saket

আমেদাবাদ (গুজরাত), 25 জানুয়ারি: তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) জাতীয় মুখপাত্র সাকেত গোখলের (Saket Gokhale) সমস্যা আরও বাড়ল ৷ গুজরাত হাইকোর্ট (Gujarat High Court) সাকেতের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে ৷ এর আগে সেশন কোর্টেও জামিনের আবেদন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলের এই নেতা ৷ কিন্তু সেখানেও এই আবেদন খারিজ হয়ে যায় ৷ এবার হাইকোর্টও তাঁর আবেদন নাকচ করে দিল ৷ আদালত জানিয়েছে, তাঁর বিরুদ্ধে চার্জশিট না জমা হওয়া পর্যন্ত তাঁকে জামিন দেওয়া যাবে না ৷

গত দু’মাসে বেশ কয়েকবার গ্রেফতার হয়েছেন সাকেত গোখলে ৷ মিথ্যা তথ্য প্রচার-সহ একাধিক অভিযোগে তাঁকে বারবার বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করে গুজরাত পুলিশ ৷ শেষবার তাঁকে নয়াদিল্লির বঙ্গভবন থেকে গ্রেফতার করা হয় ৷ যা নিয়ে সমালোচনায় সরব হয়েছিলেন স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী ৷ বঙ্গভবন থেকে গুজরাত পুলিশ কেন সিসিটিভি ফুটেজ নিয়ে গিয়েছে সেই প্রশ্নও তুলেছিলেন মমতা ৷

এদিকে সাকেতের বিরুদ্ধে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে সংগৃহীত অর্থের অপব্যবহার করার অভিযোগ উঠেছে ৷ তাই মানি লন্ডারিং আইনের অধীনে সবরমতি জেলে বন্দি তৃণমূল কংগ্রেসের এই মুখপাত্রকে ইডি (ED) হেফাজতে নিয়েছে । বুধবার সাকেতকে আদালতে হাজির করে ইডি রিমান্ডে নেবে বলেও জানা গিয়েছে ৷ তাঁকে ইতিমধ্যে তিনদিন জেলে নিয়ে জেরা করেছে ইডি । আদালতের অনুমতি নিয়েই তারা জেরা করেছে সাকেতকে ৷

সূত্রের খবর, এখনও পর্যন্ত তদন্তে উঠে এসেছে যে অভিযুক্ত 2019 থেকে 2021 সাল পর্যন্ত ক্রাউড ফান্ডিংয়ের জন্য প্রচার চালায় ৷ দিল্লি ও গুজরাতের বাইরে তার নেটওয়ার্ক রয়েছে । এই নিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে 40 লাখ টাকার বেশি উদ্ধারও হয়েছে ৷

এদিকে মেঘালয় সরকারও (Meghalaya Government) গোখলের বিরুদ্ধে মানহানির মামলা করেছে । মেঘালয় সরকার তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে । সাকেত গোখলের বিরুদ্ধে মেঘালয় ইকো ট্যুরিজম ইনফ্রা ডেভেলপমেন্ট প্রকল্পে বিনিয়োগ নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে ৷ গত 4 ডিসেম্বর সাকেত দাবি করেছিলেন যে ওই প্রকল্পে 632 কোটি টাকার দুর্নীতি হয়েছে ৷ রাজ্য সরকারি সংস্থা মেঘালয় এজ লিমিটেড এই মামলায় স্বস্তির জন্য পূর্ব খাসি হিলস জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছিল । সংস্থাটি দাবি করেছে যে সাকেতের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হোক ।

আরও পড়ুন: প্রতিহিংসামূলক আচরণ, সাকেত গোখলের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া মমতার

আমেদাবাদ (গুজরাত), 25 জানুয়ারি: তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) জাতীয় মুখপাত্র সাকেত গোখলের (Saket Gokhale) সমস্যা আরও বাড়ল ৷ গুজরাত হাইকোর্ট (Gujarat High Court) সাকেতের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে ৷ এর আগে সেশন কোর্টেও জামিনের আবেদন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলের এই নেতা ৷ কিন্তু সেখানেও এই আবেদন খারিজ হয়ে যায় ৷ এবার হাইকোর্টও তাঁর আবেদন নাকচ করে দিল ৷ আদালত জানিয়েছে, তাঁর বিরুদ্ধে চার্জশিট না জমা হওয়া পর্যন্ত তাঁকে জামিন দেওয়া যাবে না ৷

গত দু’মাসে বেশ কয়েকবার গ্রেফতার হয়েছেন সাকেত গোখলে ৷ মিথ্যা তথ্য প্রচার-সহ একাধিক অভিযোগে তাঁকে বারবার বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করে গুজরাত পুলিশ ৷ শেষবার তাঁকে নয়াদিল্লির বঙ্গভবন থেকে গ্রেফতার করা হয় ৷ যা নিয়ে সমালোচনায় সরব হয়েছিলেন স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী ৷ বঙ্গভবন থেকে গুজরাত পুলিশ কেন সিসিটিভি ফুটেজ নিয়ে গিয়েছে সেই প্রশ্নও তুলেছিলেন মমতা ৷

এদিকে সাকেতের বিরুদ্ধে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে সংগৃহীত অর্থের অপব্যবহার করার অভিযোগ উঠেছে ৷ তাই মানি লন্ডারিং আইনের অধীনে সবরমতি জেলে বন্দি তৃণমূল কংগ্রেসের এই মুখপাত্রকে ইডি (ED) হেফাজতে নিয়েছে । বুধবার সাকেতকে আদালতে হাজির করে ইডি রিমান্ডে নেবে বলেও জানা গিয়েছে ৷ তাঁকে ইতিমধ্যে তিনদিন জেলে নিয়ে জেরা করেছে ইডি । আদালতের অনুমতি নিয়েই তারা জেরা করেছে সাকেতকে ৷

সূত্রের খবর, এখনও পর্যন্ত তদন্তে উঠে এসেছে যে অভিযুক্ত 2019 থেকে 2021 সাল পর্যন্ত ক্রাউড ফান্ডিংয়ের জন্য প্রচার চালায় ৷ দিল্লি ও গুজরাতের বাইরে তার নেটওয়ার্ক রয়েছে । এই নিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে 40 লাখ টাকার বেশি উদ্ধারও হয়েছে ৷

এদিকে মেঘালয় সরকারও (Meghalaya Government) গোখলের বিরুদ্ধে মানহানির মামলা করেছে । মেঘালয় সরকার তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে । সাকেত গোখলের বিরুদ্ধে মেঘালয় ইকো ট্যুরিজম ইনফ্রা ডেভেলপমেন্ট প্রকল্পে বিনিয়োগ নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে ৷ গত 4 ডিসেম্বর সাকেত দাবি করেছিলেন যে ওই প্রকল্পে 632 কোটি টাকার দুর্নীতি হয়েছে ৷ রাজ্য সরকারি সংস্থা মেঘালয় এজ লিমিটেড এই মামলায় স্বস্তির জন্য পূর্ব খাসি হিলস জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছিল । সংস্থাটি দাবি করেছে যে সাকেতের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হোক ।

আরও পড়ুন: প্রতিহিংসামূলক আচরণ, সাকেত গোখলের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া মমতার

Last Updated : Jan 25, 2023, 1:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.