আমেদাবাদ, 5 ডিসেম্বর: ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আমেদাবাদের রানিপে নিশান পাবলিক স্কুলে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi Casts His Vote in Ahmedabad) ৷ এদিন সকালে গান্ধিনগর রাজভবন থেকে তিনি ভোট দিতে যান ৷ আজ গুজরাত বিধানসভার দ্বিতীয় তথা শেষ দফার ভোট (Gujarat Election 2022) ৷ সেখানে নিজের ভোটাধিকার প্রয়োগের জন্য গতকালই গুজরাত পৌঁছে যান মোদি ৷ সেখানে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী ৷
এদিন ভোট কেন্দ্রে যাওয়ার সময় রাস্তায় প্রধানমন্ত্রীকে দেখার জন্য বহু মানুষের ভিড় জড়ো হয়ে যায় ৷ সেখানে উপস্থিত সকলকে অভিবাদন জানান প্রধানমন্ত্রী ৷ এমনকী ভোট কেন্দ্রে পৌঁছে প্রধানমন্ত্রীকে নিজের ভোটদানের সময় জন্য অপেক্ষাও করতে দেখা যায় ৷ নম্বর আসার পর, প্রধানমন্ত্রী নিজের ভোটাধিকার প্রয়োগ করেন ৷ প্রসঙ্গত, এদিন ভোটদান পর্ব শুরু হওয়ার আগে, গুজরাতবাসীদের উদ্দেশ্যে একটি বার্তাও দেন প্রধানমন্ত্রী ৷ সেখানে 9টি বিধানসভা কেন্দ্রে মানুষকে বেশি সংখ্যায় বুথে গিয়ে ভোটদানের আর্জি জানান তিনি ৷
-
આજે મેં અમદાવાદ ખાતે મતદાન કર્યું. pic.twitter.com/pcp11w7RjV
— Narendra Modi (@narendramodi) December 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">આજે મેં અમદાવાદ ખાતે મતદાન કર્યું. pic.twitter.com/pcp11w7RjV
— Narendra Modi (@narendramodi) December 5, 2022આજે મેં અમદાવાદ ખાતે મતદાન કર્યું. pic.twitter.com/pcp11w7RjV
— Narendra Modi (@narendramodi) December 5, 2022
আরও পড়ুন: দান্তে বিধানসভার কংগ্রেস প্রার্থীকে বেধড়ক মারধর করেছে বিজেপি, অভিযোগ রাহুলের
প্রধানমন্ত্রী এদিন সকালে একটি টুইট করেন ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘গুজরাত বিধানসভার দ্বিতীয় দফার নির্বাচনে (Gujarat Assembly Poll) যাঁরা ভোট দেবেন তাঁদের কাছে আমার অনুরোধ, বিশেষ করে যুব ও মহিলা ভোটারদের কাছে আর্জি আপনারা বেশি সংখ্যায় গিয়ে ভোটদান করুন ৷ আমেদাবাদে সকাল 9টা নাগাদ আমি নিজের ভোটাধিকার প্রয়োগ করব ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) গুজরাতের দ্বিতীয় দফার নির্বাচনে আমেদাবাদে তাঁর ভোটাধিকার প্রয়োগ করবেন ৷ গুজরাতের 14টি জেলার 93টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলছে ৷ যেখানে 61টি রাজনৈতিক দলের 833 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷