ETV Bharat / bharat

Gujarat Police ATS: আল-কায়দা যোগের তদন্তে রাজ্যে গুজরাত এটিএস - গুজারাত পুলিশ

রাজকোট থেকে আল-কায়দা জঙ্গি সন্দেহে এই তিন যুবককে গ্রেফতার করেছে গুজারাত এটিএস ৷ ধৃতরা বাংলার বাসিন্দা ৷ তদন্তে বাংলায় এলেন গুজরাত এটিএসের তদন্তকারীরা ৷

ETV Bharat
ধৃত 3 যুবক
author img

By

Published : Aug 4, 2023, 6:42 PM IST

আমেদাবাদ, 4 অগস্ট: জঙ্গি সন্দেহে গুজরাতের রাজকোট থেকে তিন যুবককে গ্রেফতার করেছে সে রাজ্যের পুলিশের এটিএস ৷ ধৃতরা প্রত্যেকেই পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ ধৃতদের সঙ্গে আর কাদের যোগ রয়েছে তা জানতে এবং তদন্ত এগিয়ে নিয়ে যেতে এরাজ্যে এসেছে গুজরাত পুলিশের এটিএস-এর একটি দল ৷

আল-কায়দা জঙ্গি সন্দেহে এই তিন যুবককে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের জেরা করে ইতিমধ্যেই বেশকিছু তথ্য পেয়েছেন তদন্তকারীরা ৷ বাংলার যুবকদের জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার জন্য এই ধৃত তিন যুবক মগজ ধোলাই করত বলে জানা গিয়েছে ৷ ধৃত তিনজনের আর্থিক লেনদেন ও পরিবার সংক্রান্ত নানা তথ্য খতিয়ে দেখছেন গুজরাত এটিএস-এর তদন্তকারীরা ৷ অস্ত্র কেনার ধান্দায় ছিল ধৃত এই তিন যুবক, এমনটাই অনুমান তদন্তকারীদের ৷

আরও পড়ুন: গ্রামের ছেলেরা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ! মানতে রাজি নয় পরিবার ও গ্রামবাসীরাও

জানা গিয়েছে, জঙ্গি সন্দেহে ধৃত এই তিন ব্যক্তি সামাজিক মাধ্যম ব্যবহার করে একে-47 বন্দুক চালানোর ট্রেনিং নিচ্ছিল ৷ তদন্তকারীদের অনুমান, এই যুবকরা বেশকিছু আগ্নেয়াস্ত্র ও বন্দুকও কিনেছিল ৷ গুজরাত এটিএসের দাবি, জন্মাষ্টমীর দিন হামলা চালানোর পরিকল্পনা ছিল ধৃতদের ৷ জানা গিয়েছে, টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে বিদেশি হ্যান্ডলার আবু তাল্হা ওরফে ফুরসানের সঙ্গে যোগাযোগ ছিল ধৃতদের ৷

আরও পড়ুন: মণিপুরে নিরাপত্তা বাহিনীর তিনশোরও বেশি অস্ত্র লুটের অভিযোগ

গুজরাত এটিএস জানিয়েছে, ধৃত 3 ব্যক্তির কাছ থেকে 1টি পিস্তল, 10টি কার্তুজ ও 5টি মোবাইল উদ্ধার করেছে তদন্তকারীরা ৷ ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে ৷ জানা গিয়েছে, ধৃতদের মধ্যে 2 জনের বাড়ি পূর্ব বর্ধমান জেলায় ৷ ভিন রাজ্যে কাজ করতে যাওয়ার নাম করে সেখানে গিয়ে তারা জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তোলে বলে অভিযোগ ৷ ইন্টারনেট, বিভিন্ন সাইট ও অ্যাপ মারফত তারা যোগাযোগ রাখত জঙ্গি সংগঠনের মাথাদের সঙ্গে ৷

আমেদাবাদ, 4 অগস্ট: জঙ্গি সন্দেহে গুজরাতের রাজকোট থেকে তিন যুবককে গ্রেফতার করেছে সে রাজ্যের পুলিশের এটিএস ৷ ধৃতরা প্রত্যেকেই পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ ধৃতদের সঙ্গে আর কাদের যোগ রয়েছে তা জানতে এবং তদন্ত এগিয়ে নিয়ে যেতে এরাজ্যে এসেছে গুজরাত পুলিশের এটিএস-এর একটি দল ৷

আল-কায়দা জঙ্গি সন্দেহে এই তিন যুবককে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের জেরা করে ইতিমধ্যেই বেশকিছু তথ্য পেয়েছেন তদন্তকারীরা ৷ বাংলার যুবকদের জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার জন্য এই ধৃত তিন যুবক মগজ ধোলাই করত বলে জানা গিয়েছে ৷ ধৃত তিনজনের আর্থিক লেনদেন ও পরিবার সংক্রান্ত নানা তথ্য খতিয়ে দেখছেন গুজরাত এটিএস-এর তদন্তকারীরা ৷ অস্ত্র কেনার ধান্দায় ছিল ধৃত এই তিন যুবক, এমনটাই অনুমান তদন্তকারীদের ৷

আরও পড়ুন: গ্রামের ছেলেরা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ! মানতে রাজি নয় পরিবার ও গ্রামবাসীরাও

জানা গিয়েছে, জঙ্গি সন্দেহে ধৃত এই তিন ব্যক্তি সামাজিক মাধ্যম ব্যবহার করে একে-47 বন্দুক চালানোর ট্রেনিং নিচ্ছিল ৷ তদন্তকারীদের অনুমান, এই যুবকরা বেশকিছু আগ্নেয়াস্ত্র ও বন্দুকও কিনেছিল ৷ গুজরাত এটিএসের দাবি, জন্মাষ্টমীর দিন হামলা চালানোর পরিকল্পনা ছিল ধৃতদের ৷ জানা গিয়েছে, টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে বিদেশি হ্যান্ডলার আবু তাল্হা ওরফে ফুরসানের সঙ্গে যোগাযোগ ছিল ধৃতদের ৷

আরও পড়ুন: মণিপুরে নিরাপত্তা বাহিনীর তিনশোরও বেশি অস্ত্র লুটের অভিযোগ

গুজরাত এটিএস জানিয়েছে, ধৃত 3 ব্যক্তির কাছ থেকে 1টি পিস্তল, 10টি কার্তুজ ও 5টি মোবাইল উদ্ধার করেছে তদন্তকারীরা ৷ ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে ৷ জানা গিয়েছে, ধৃতদের মধ্যে 2 জনের বাড়ি পূর্ব বর্ধমান জেলায় ৷ ভিন রাজ্যে কাজ করতে যাওয়ার নাম করে সেখানে গিয়ে তারা জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তোলে বলে অভিযোগ ৷ ইন্টারনেট, বিভিন্ন সাইট ও অ্যাপ মারফত তারা যোগাযোগ রাখত জঙ্গি সংগঠনের মাথাদের সঙ্গে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.