আহমেদাবাদ, 19 সেপ্টেম্বর : গুজরাত উপকূলে যৌথ অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের এটিএস (Anti-Terrorist Squad) এবং উপকূল রক্ষীবাহিনী (Coast Guard) ৷ ঘটনাস্থল থেকে সাত নাবিক-সহ ইরানের একটি নৌকা বাজেয়াপ্ত করে তারা ৷ ওই নৌকা থেকেই বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে শনিবার রাতে ৷ সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাজেয়াপ্ত হওয়া নৌকাটি থেকে 30 থেকে 50 কিলোগ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে ৷ ভারতীয় মুদ্রায় যার বাজারদর 150 থেকে 250 কোটি টাকা ! তবে ওই নৌকায় ঠিক কতটা পরিমাণ হেরোইন ছিল, তা জানতে এখনও কিছুটা সময় লাগবে ৷ বিশেষজ্ঞরাই উদ্ধার হওয়া হেরোইনের সঠিক পরিমাণ বলতে পারবেন ৷
আরও পড়ুন : Drugs recovered : রাজধানী এক্সপ্রেসে 20 কোটির হেরোইন, নগদ 62 লাখ; গ্রেফতার দুই মহিলা সহ 3
গুজরাত এটিএস-এর এই সাফল্যের কথা সরকারের পক্ষ থেকেও সকলকে জানানো হয়েছে ৷ রাজ্যের প্রতিরক্ষা দফতরের এক জনসংযোগ আধিকারিক এই প্রসঙ্গে একটি টুইট করেন ৷ তিনি লিখেছেন, ‘‘গোয়েন্দা রিপোর্টের উপর ভিত্তি করেই যৌথ অভিযান চালিয়েছিল ভারতীয় উপকূল রক্ষীবাহিনী এবং গুজরাত এটিএস ৷ ভারতীয় জলসীমা থেকে তারা ইরানের একটি নৌকা বাজেয়াপ্ত করে ৷ নৌকায় সওয়ার সাত নাবিককেও গ্রেফতার করা হয়েছে ৷ আরও অনুসন্ধান এবং তদন্তের জন্য নৌকাটি নিকটবর্তী বন্দরে নিয়ে আসা হয়েছে ৷’’
গুজরাত এটিএস-এর ডিআইজি হিমাংশু শুক্লা (Himanshu Shukla) সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জানিয়েছেন, গোয়েন্দা রিপোর্ট মারফত তাঁদের কাছে মাদক পাচারের খবর আসে ৷ জানা যায়, ভারতীয় জলপথ ব্যবহার করে বিপুল পরিমাণে মাদক পাচার করা হবে ৷ এই তথ্য হাতে পেয়েই অভিযানে নামার সিদ্ধান্ত নেয় এটিএস ৷ সঙ্গে নেওয়া হয় উপকূল রক্ষীবাহিনীকেও ৷
আরও পড়ুন : Heroin Seized in Delhi : দিল্লিতে আড়াই হাজার কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত, ধৃত 4
এই প্রসঙ্গে হিমাংশু বলেন, ‘‘উপকূল রক্ষীবাহিনীর সঙ্গে যৌথ অভিযান চালানো হয় ৷ ইরানের একটি নৌকা বাজেয়াপ্ত করা হয় এবং সাতজন নাবিককে গ্রেফতার করা হয় ৷ আমাদের অনুমান, উদ্ধার হওয়া হেরোইনের পরিমাণ 30 থেকে 50 কিলোগ্রাম ৷ আন্তর্জাতিক বাজারে এর দাম 150 থেকে 250 কোটি টাকা ৷ বাজেয়াপ্ত হওয়া নৌকাটি থেকেই এই হেরোইন উদ্ধার করা হয় ৷ তবে উদ্ধার হওয়া হেরোইনের পরিমাণ আরও বেশি হতে পারে ৷ সঠিকভাবে পরিমাপ করা হলেই একেবারে ঠিকঠাক ওজন আমরা জানতে পারব ৷’’