ETV Bharat / bharat

Gujarat Assembly Elections: গুজরাত নির্বাচনে বিজেপির টিকিটে লড়বেন রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা - রবীন্দ্র জাদেজার স্ত্রী

গুজরাত বিধানসভা নির্বাচনে (Gujarat Assembly Elections) জামনগর উত্তর থেকে বিজেপির টিকিটে লড়ছেন ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা (Rivaba Jadeja)৷ বিজেপি আজ প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে ৷

Gujarat Election: Cricketer Ravindra Jadeja wife Rivaba gets BJP ticket from Jamnagar North
গুজরাত নির্বাচনের বিজেপির টিকিটে লড়বেন রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা
author img

By

Published : Nov 10, 2022, 12:08 PM IST

Updated : Nov 10, 2022, 12:19 PM IST

আহমেদাবাদ, 10 নভেম্বর: গুজরাত বিধানসভা নির্বাচনে লড়ছেন ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা (Rivaba Jadeja)৷ তিনি বিজেপির টিকিটে জামনগর উত্তর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন (Ravindra Jadeja wife Rivaba gets BJP ticket)৷

চলতি বছরের ডিসেম্বর মাসে হবে গুজরাতের বিধানসভা নির্বাচন (Gujarat Assembly Elections)৷ বৃহস্পতিবার সেই নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি ৷ সেই তালিকাতেই নাম রয়েছে জাদেজা-পত্নীর (Rivaba gets BJP ticket from Jamnagar North)৷

1990 সালের 5 সেপ্টেম্বর জন্ম রিভাবা জাদেজার ৷ গুজরাতের রাজকোটের আত্মিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়ান্সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন তিনি । রিভাবা 2019 সালে বিজেপিতে যোগ দেন । তার আগেই 2016 সালের 17 এপ্রিল ক্রিকেটার রবীন্দ্র জাদেজার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি ৷

আরও পড়ুন: গুজরাতে গণবিবাহের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদি, রয়েছে জনসভাও

গুজরাত বিধানসভা নির্বাচনের জন্য বৃহস্পতিবার বিজেপির প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব । সেই তালিকায় নাম রয়েছে 100 জনের ৷ গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ঘাটলোদিয়া কেন্দ্র থেকে নির্বাচনে লড়বেন বলে জানিয়েছেন ভূপেন্দ্র যাদব । প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি এবং দলের শীর্ষ নেতা ভূপেন্দ্র সিংহ চুড়াসামা বলেছেন, তাঁরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না ৷ গুজরাতে ষষ্ঠ বারের জন্য ক্ষমতায় আসতে ভোটপ্রার্থী নরেন্দ্র মোদির দল ৷ 1 ও 5 ডিসেম্বর দু দফায় ভোট হবে এই রাজ্যে ৷ ভোটগণনা 8 ডিসেম্বর ৷

আহমেদাবাদ, 10 নভেম্বর: গুজরাত বিধানসভা নির্বাচনে লড়ছেন ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা (Rivaba Jadeja)৷ তিনি বিজেপির টিকিটে জামনগর উত্তর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন (Ravindra Jadeja wife Rivaba gets BJP ticket)৷

চলতি বছরের ডিসেম্বর মাসে হবে গুজরাতের বিধানসভা নির্বাচন (Gujarat Assembly Elections)৷ বৃহস্পতিবার সেই নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি ৷ সেই তালিকাতেই নাম রয়েছে জাদেজা-পত্নীর (Rivaba gets BJP ticket from Jamnagar North)৷

1990 সালের 5 সেপ্টেম্বর জন্ম রিভাবা জাদেজার ৷ গুজরাতের রাজকোটের আত্মিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়ান্সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন তিনি । রিভাবা 2019 সালে বিজেপিতে যোগ দেন । তার আগেই 2016 সালের 17 এপ্রিল ক্রিকেটার রবীন্দ্র জাদেজার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি ৷

আরও পড়ুন: গুজরাতে গণবিবাহের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদি, রয়েছে জনসভাও

গুজরাত বিধানসভা নির্বাচনের জন্য বৃহস্পতিবার বিজেপির প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব । সেই তালিকায় নাম রয়েছে 100 জনের ৷ গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ঘাটলোদিয়া কেন্দ্র থেকে নির্বাচনে লড়বেন বলে জানিয়েছেন ভূপেন্দ্র যাদব । প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি এবং দলের শীর্ষ নেতা ভূপেন্দ্র সিংহ চুড়াসামা বলেছেন, তাঁরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না ৷ গুজরাতে ষষ্ঠ বারের জন্য ক্ষমতায় আসতে ভোটপ্রার্থী নরেন্দ্র মোদির দল ৷ 1 ও 5 ডিসেম্বর দু দফায় ভোট হবে এই রাজ্যে ৷ ভোটগণনা 8 ডিসেম্বর ৷

Last Updated : Nov 10, 2022, 12:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.