বস্তি (উত্তরপ্রদেশ), 14 জানুয়ারি: বিবাহের সময় বর-কনের শুভকামনা হিসেবে আর্শিবাদে উপহার দেওয়ার রীতি রয়েছে ৷ অনেকে আবার খামে ভরে টাকাও দিয়ে থাকেন ৷ কিন্তু, এবার আর খামবন্দি টাকা দেওয়ার প্রয়োজন পড়বে না ৷ কিউআর কোড স্ক্যান করে বর-কনেকে আশির্বাদের টাকা পাঠিয়ে দিচ্ছেন আমন্ত্রিতরা (Guests Transferred Money with QR Code Scan) ৷ এমনই ছবি দেখা গেল উত্তরপ্রদেশের বস্তি জেলার একটি গ্রামে ৷ একটি মুসলমান পরিবারে মেয়ের বিয়েতে গুগল-পে ও ফোন-পে’র মতো অ্যাপের মাধ্যমে আশির্বাদের টাকা ট্রান্সফার করার ব্যবস্থা করা হয়েছিল ৷
13 জানুয়ারি উত্তরপ্রদেশের বস্তি জেলার স্টেশন রোড এলাকায় একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান ছিল ৷ সেখানে কনেকে উপহার স্বরূপ নগদ টাকা যারা দেবেন বলে ভেবেছিলেন, তাদের জন্য কিউআর কোডের ব্যবস্থা করা হয় ৷ কনের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিংক করা কিউআর কোড একটি টেবিলে রাখা ছিল ৷ আমন্ত্রিতরা সেই কিউআর কোড স্ক্যান করে মোবাইল অ্যাপ থেকে টাকা কনের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছেন ৷
যাতে সবরকমের মানি ট্রান্সফার অ্যাপ থেকে এই লেনদেন করা যায়, তাই 'কমন কিউআর কোড' রাখা হয়েছিল ৷ উত্তরপ্রদেশের বস্তি জেলার এই বিয়ে বাড়ির সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে ৷ কেন এমন ব্যবস্থা? বিয়ে বাড়ির সদস্যরা জানিয়েছেন, বর্তমানে উপহার কেনার ক্ষেত্রে অনেক ঝক্কি রয়েছে ৷ যাঁকে উপহার দেওয়া হচ্ছে, তাঁর তা পছন্দ হবে কি না, সেটা বড় প্রশ্ন ৷ এমনকি উপহার বয়ে বিয়ে বাড়ি আসাটাও ঝক্কি ৷ তার উপর বিয়ে বাড়িতে উপহারের বন্যা বয়ে যায় ৷ যা বিয়ের পর বর ও কনে দু’পক্ষের বাড়ির লোকজনের জন্য বড় সমস্যা ৷
আরও পড়ুন: ডিজিটাল রুপি একটি গেম চেঞ্জার, দাবি এসবিআই চেয়ারম্যানের
তাই এত ঝামেলা এড়াতে বরং উপহারের টাকা বর-কনের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেওয়াটাই ভালো ৷ তা দু’জনের ভবিষ্যতে কাজেও লেগে যাবে ৷ নগদ সামলে রাখাও বড় ঝক্কি ৷ তাই ডিজিটাল যুগে যেখানে সকলের হাতে স্মার্ট ফোন ও ডিজিটাল মানি ট্রান্সফারের ব্যবস্থা রয়েছে ৷ সেখানে নগদের বদলে ডিজিটাল মাধ্যমে টাকা ট্রান্সফার করে দেওয়াটাই শ্রেয় ৷