ETV Bharat / bharat

GST Collection Rises 10 pc: সেপ্টেম্বরে দেশের জিএসটি বাবদ আয় 1.62 লক্ষ কোটির বেশি! - জিএসটি বাবাদ আয়

অগস্ট মাসেই জিএসটি থেকে আয় হয়েছিল 1 লক্ষ 62 হাজার 721 কোটি টাকা ৷ এর মধ্যে কেন্দ্রীয় জিএসটি ছিল 29 হাজার 818 কোটি টাকা, রাজ্যের জিএসটি ছিল 37 হাজার 657 কোটি টাকা ৷ ইন্টিগ্রেটেড জিএসটি ছিল 83 হাজার 623 কোটি টাকা যার মধ্যে পণ্য আমদানি থেকে আয় হয়েছে 41 হাজার 145 কোটি ৷

GST Collection
জিএসটি বাবাদ আয় ছড়ালো 1.62 লক্ষ কোটি
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2023, 3:24 PM IST

নয়া দিল্লি, 3 অক্টোবর: আবারও একবার বাড়ল জিএসটি (গুডস অ্যান্জ সার্ভিস ট্যাক্স) থেকে আয় ৷ চলতি বছরের সেপ্টেম্বর মাসে জিএসটি থেকে আয় 10 শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে 1.62 লক্ষ কোটি টাকা ৷ এই নিয়ে চলতি আর্থিক বছরে চতুর্থবার জিএসটি থেকে আয় 1.6 লক্ষ কোটি টাকা অতিক্রম করেছে ৷ জানা গিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক প্রকাশিত একটি রিপোর্ট থেকে ৷

সদ্য শেষ হওয়া অগস্ট মাসে জিএসটি থেকে মোট আয় হয়েছিল 1 লক্ষ 62 হাজার 712 কোটি টাকা । এর মধ্যে কেন্দ্রীয় জিএসটি ছিল 29 হাজার 818 কোটি টাকা, রাজ্যের জিএসটি ছিল 37 হাজার 657 কোটি টাকা ৷ এছড়াও ইন্টিগ্রেটেড জিএসটি (আইজিএসটি) বাবাদ 83 হাজার 623 কোটি টাকা আয় হয়েছে ৷ এই আয়ের 41 হাজার 145 কোটি টাকা পণ্য আদানি থেকে আয় হয়েছে দেশের ৷ যার মধ্যে সেস কর ছিল 11হাজার 613 কোটি টাকা ( আমদানি থেকে আয় 881 কোটি টাকা) ৷

আরও পড়ুন: চিন যুদ্ধ থেকে জিএসটি লাগু- বারবার বসেছে সংসদের বিশেষ অধিবেশন

2022 সালের সেপ্টম্বর মাসে জিএসটি থেকে আয় হয়েছিল 1 লক্ষ 47 হাজার কোটি টাকা ৷ চলতি বছরে অর্থাৎ 2023 সালে আয় হয়েছে 1 লক্ষ 62 হাজার 712 কোটি টাকা । যা গত বছরের তুলনায় 10 শতাংশ বেশি ৷ অর্থ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে চলতি মাসে দেশীয় বাজার থেকে আয় হয়েছে এই বিপুল পরিমাণ ৷ যা গত বছরের থেকে 14 শতাংশ বেশি ৷ এই আয়ের মধ্যে আমদানি করও আছে ৷ এই নিয়ে চলতি আর্থিক বছরে অর্থাৎ 2023-24 অর্থবর্ষে চতুর্থবার জিএসটি বাবাদ আয় 1.60 লক্ষ কোটি টাকা অতিক্রম করল ৷ এমনটাই জানানো হয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক প্রকাশিত এক রিপোর্টে ৷

আরও পড়ুন: 'দেশের ক্ষুদ্র-মাঝারি শিল্প গব্বর সিং ট্যাক্সের সঙ্গে লড়ছে', তোপ রাহুলের

নয়া দিল্লি, 3 অক্টোবর: আবারও একবার বাড়ল জিএসটি (গুডস অ্যান্জ সার্ভিস ট্যাক্স) থেকে আয় ৷ চলতি বছরের সেপ্টেম্বর মাসে জিএসটি থেকে আয় 10 শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে 1.62 লক্ষ কোটি টাকা ৷ এই নিয়ে চলতি আর্থিক বছরে চতুর্থবার জিএসটি থেকে আয় 1.6 লক্ষ কোটি টাকা অতিক্রম করেছে ৷ জানা গিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক প্রকাশিত একটি রিপোর্ট থেকে ৷

সদ্য শেষ হওয়া অগস্ট মাসে জিএসটি থেকে মোট আয় হয়েছিল 1 লক্ষ 62 হাজার 712 কোটি টাকা । এর মধ্যে কেন্দ্রীয় জিএসটি ছিল 29 হাজার 818 কোটি টাকা, রাজ্যের জিএসটি ছিল 37 হাজার 657 কোটি টাকা ৷ এছড়াও ইন্টিগ্রেটেড জিএসটি (আইজিএসটি) বাবাদ 83 হাজার 623 কোটি টাকা আয় হয়েছে ৷ এই আয়ের 41 হাজার 145 কোটি টাকা পণ্য আদানি থেকে আয় হয়েছে দেশের ৷ যার মধ্যে সেস কর ছিল 11হাজার 613 কোটি টাকা ( আমদানি থেকে আয় 881 কোটি টাকা) ৷

আরও পড়ুন: চিন যুদ্ধ থেকে জিএসটি লাগু- বারবার বসেছে সংসদের বিশেষ অধিবেশন

2022 সালের সেপ্টম্বর মাসে জিএসটি থেকে আয় হয়েছিল 1 লক্ষ 47 হাজার কোটি টাকা ৷ চলতি বছরে অর্থাৎ 2023 সালে আয় হয়েছে 1 লক্ষ 62 হাজার 712 কোটি টাকা । যা গত বছরের তুলনায় 10 শতাংশ বেশি ৷ অর্থ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে চলতি মাসে দেশীয় বাজার থেকে আয় হয়েছে এই বিপুল পরিমাণ ৷ যা গত বছরের থেকে 14 শতাংশ বেশি ৷ এই আয়ের মধ্যে আমদানি করও আছে ৷ এই নিয়ে চলতি আর্থিক বছরে অর্থাৎ 2023-24 অর্থবর্ষে চতুর্থবার জিএসটি বাবাদ আয় 1.60 লক্ষ কোটি টাকা অতিক্রম করল ৷ এমনটাই জানানো হয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক প্রকাশিত এক রিপোর্টে ৷

আরও পড়ুন: 'দেশের ক্ষুদ্র-মাঝারি শিল্প গব্বর সিং ট্যাক্সের সঙ্গে লড়ছে', তোপ রাহুলের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.