ETV Bharat / bharat

Govt to Launch 75 Rupee Coin: নয়া সংসদ ভবনের উদ্বোধন, প্রকাশ্যে আসবে 75 টাকার কয়েন - প্রকাশ্যে আসবে 75 টাকার কয়েন

28 মে, রবিবার দু'টি পর্যায়ে নয়া সংসদ ভবন উদ্বোধনী অনুষ্ঠান ৷ দিনটিকে ঐতিহাসিক মাত্রা দিতে 75 টাকা মূল্যের একটি বিশেষ কয়েন প্রকাশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কেমন দেখতে এই কয়েন ?

ETV Bharat
ETV Bharat
author img

By

Published : May 26, 2023, 10:03 AM IST

Updated : May 26, 2023, 11:06 AM IST

নয়াদিল্লি, 26 মে: নয়া সংসদ ভবন উদ্বোধন হবে রবিবার ৷ সাভারকর জয়ন্তীতে এই উদ্বোধনী অনুষ্ঠান চলবে দিনভর ৷ দেশের স্বাধীনতার 75 বছর পূর্তি চলছে ৷ এই সময়ে 28 মে এই দিনটিকে ইতিহাসে স্মরণীয় করে রাখতে এদিন একটি 75 টাকার কয়েন প্রকাশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এর আগে স্বাধীনতার 75 বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।

কয়েনের সামনের দিকে মাঝখানে অশোক স্তম্ভ খোদিত থাকবে ৷ তার নীচে লেখা সত্যমেব জয়তে ৷ গোল কয়েনটির পরিধির বাঁদিকে দেবনাগরী অক্ষরে ভারত এবং ডানদিকের ইংরেজিতে ইন্ডিয়াও লেখা থাকবে বলো জানা গিয়েছে ৷ সিংহের স্তম্ভটির নীচে আন্তর্জাতিক মূল্য '75' লেখা থাকবে ৷ সংসদীয় চত্বরের ছবি থাকবে কয়েনটির উল্টো পিঠে ৷ কয়েনের পরিধির উপরের অংশে থাকবে দেবনাগরীতে সংসদ সঙ্কুল খোদাই করা এবং নীচের অংশে ইংরেজিতে পার্লামেন্ট কমপ্লেক্স ৷ এর নীচে আন্তর্জাতিক অঙ্কে 2023 সংখ্যাটিও লেখা থাকবে ৷

আরও পড়ুন: দু'টি পর্যায়ে নয়া সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান, রইল বিস্তারিত তথ্য়

75 টাকা মূল্যের এই কয়েনটির ওজন 35 গ্রাম ৷ 44 মিলিমিটার ব্যাসের এবং 200 serrations আছে ৷ ধাতব এই কয়েনটি 50 শতাংশ রুপো, 40 শতাংশ কপার, 5 শতাংশ করে নিকেল এবং জিঙ্ক মিশিয়ে তৈরি ৷

এই নয়া সংসদ ভবন উদ্বোধন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ বিজেপি বিরোধী 20টি দল সাফ জানিয়ে দিয়েছে, তারা এই উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করছে ৷ এর মধ্যে রয়েছে কংগ্রেস ও তৃণমূলও ৷ উল্লেখ্য, নয়া সংসদ ভবনটি উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ এ নিয়েই ক্ষোভ প্রকাশ করেছে বিরোধীরা ৷

এই ইস্যুতে এককাট্টা হওয়া বিরোধীদের যুক্তি, দেশের প্রথম নাগরিক রাষ্ট্রপতি ৷ আর ভারত প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি পেয়েছে ৷ তিনি রাষ্ট্রের প্রধান ৷ তাছাড়া সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিরই এই ভবন উদ্বোধন করা উচিত ৷ এদিকে প্রধানমন্ত্রী নিজে নিজেই সিদ্ধান্ত নিয়েছেন, তিনি সংসদ ভবন উদ্বোধন করবেন ৷ এ নিয়ে একের পর এক প্রতিবাদী টুইট করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি সাংসদ রাহুল গান্ধি, লোকসভার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন ৷

পাশাপাশি পালটা আক্রমণের পথে হেঁটেছে বিজেপিও । অসমের একটি অনুষ্ঠানে গিয়ে বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই ইস্যুতে কংগ্রেসকে কড়া আক্রমণ করেছেন। ছত্তিশগড় থেকে শুরু করে তামিলনাড়ু বিধানসভা ভবনের ভূমিপুজোর কথা তুলে ধরেন শাহ। তিনি দাবি করেন, এই সমস্ত ক্ষেত্রে সোনিয়া গান্ধি থেকে শুরু করে রাহুল গান্ধিদের মতো কংগ্রেস নেতারাই উপস্থিত থেকেছেন। কিন্তু সেখানে রাজ্যের প্রশাসনিক প্রধান রাজ্যপালকে ডাকা হয়নি। তাহলে এখন কংগ্রেস বয়কটের পথে হাঁটছে কেন সে প্রশ্ন তোলেন বিজেপির এই প্রাক্তন সভাপতি। অন্যদিকে প্রধানমন্ত্রীর এই নতুন সংসদ ভবন উদ্বোধন করা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে ৷ আজ তার শুনানি হওয়ার কথা ৷ তাই রবিবারের অনুষ্ঠান ঠিক কী হবে সে বিষয়ে নিশ্চিত হতে আজ ও কাল অপেক্ষা করতে হবে ৷

নয়াদিল্লি, 26 মে: নয়া সংসদ ভবন উদ্বোধন হবে রবিবার ৷ সাভারকর জয়ন্তীতে এই উদ্বোধনী অনুষ্ঠান চলবে দিনভর ৷ দেশের স্বাধীনতার 75 বছর পূর্তি চলছে ৷ এই সময়ে 28 মে এই দিনটিকে ইতিহাসে স্মরণীয় করে রাখতে এদিন একটি 75 টাকার কয়েন প্রকাশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এর আগে স্বাধীনতার 75 বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।

কয়েনের সামনের দিকে মাঝখানে অশোক স্তম্ভ খোদিত থাকবে ৷ তার নীচে লেখা সত্যমেব জয়তে ৷ গোল কয়েনটির পরিধির বাঁদিকে দেবনাগরী অক্ষরে ভারত এবং ডানদিকের ইংরেজিতে ইন্ডিয়াও লেখা থাকবে বলো জানা গিয়েছে ৷ সিংহের স্তম্ভটির নীচে আন্তর্জাতিক মূল্য '75' লেখা থাকবে ৷ সংসদীয় চত্বরের ছবি থাকবে কয়েনটির উল্টো পিঠে ৷ কয়েনের পরিধির উপরের অংশে থাকবে দেবনাগরীতে সংসদ সঙ্কুল খোদাই করা এবং নীচের অংশে ইংরেজিতে পার্লামেন্ট কমপ্লেক্স ৷ এর নীচে আন্তর্জাতিক অঙ্কে 2023 সংখ্যাটিও লেখা থাকবে ৷

আরও পড়ুন: দু'টি পর্যায়ে নয়া সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান, রইল বিস্তারিত তথ্য়

75 টাকা মূল্যের এই কয়েনটির ওজন 35 গ্রাম ৷ 44 মিলিমিটার ব্যাসের এবং 200 serrations আছে ৷ ধাতব এই কয়েনটি 50 শতাংশ রুপো, 40 শতাংশ কপার, 5 শতাংশ করে নিকেল এবং জিঙ্ক মিশিয়ে তৈরি ৷

এই নয়া সংসদ ভবন উদ্বোধন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ বিজেপি বিরোধী 20টি দল সাফ জানিয়ে দিয়েছে, তারা এই উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করছে ৷ এর মধ্যে রয়েছে কংগ্রেস ও তৃণমূলও ৷ উল্লেখ্য, নয়া সংসদ ভবনটি উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ এ নিয়েই ক্ষোভ প্রকাশ করেছে বিরোধীরা ৷

এই ইস্যুতে এককাট্টা হওয়া বিরোধীদের যুক্তি, দেশের প্রথম নাগরিক রাষ্ট্রপতি ৷ আর ভারত প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি পেয়েছে ৷ তিনি রাষ্ট্রের প্রধান ৷ তাছাড়া সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিরই এই ভবন উদ্বোধন করা উচিত ৷ এদিকে প্রধানমন্ত্রী নিজে নিজেই সিদ্ধান্ত নিয়েছেন, তিনি সংসদ ভবন উদ্বোধন করবেন ৷ এ নিয়ে একের পর এক প্রতিবাদী টুইট করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি সাংসদ রাহুল গান্ধি, লোকসভার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন ৷

পাশাপাশি পালটা আক্রমণের পথে হেঁটেছে বিজেপিও । অসমের একটি অনুষ্ঠানে গিয়ে বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই ইস্যুতে কংগ্রেসকে কড়া আক্রমণ করেছেন। ছত্তিশগড় থেকে শুরু করে তামিলনাড়ু বিধানসভা ভবনের ভূমিপুজোর কথা তুলে ধরেন শাহ। তিনি দাবি করেন, এই সমস্ত ক্ষেত্রে সোনিয়া গান্ধি থেকে শুরু করে রাহুল গান্ধিদের মতো কংগ্রেস নেতারাই উপস্থিত থেকেছেন। কিন্তু সেখানে রাজ্যের প্রশাসনিক প্রধান রাজ্যপালকে ডাকা হয়নি। তাহলে এখন কংগ্রেস বয়কটের পথে হাঁটছে কেন সে প্রশ্ন তোলেন বিজেপির এই প্রাক্তন সভাপতি। অন্যদিকে প্রধানমন্ত্রীর এই নতুন সংসদ ভবন উদ্বোধন করা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে ৷ আজ তার শুনানি হওয়ার কথা ৷ তাই রবিবারের অনুষ্ঠান ঠিক কী হবে সে বিষয়ে নিশ্চিত হতে আজ ও কাল অপেক্ষা করতে হবে ৷

Last Updated : May 26, 2023, 11:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.