নয়াদিল্লি, 19 অগস্ট: পেঁয়াজের রফতানির উপর 40 শতাংশ শুল্ক আরোপ করল কেন্দ্রীয় সরকার ৷ মূল্যবৃদ্ধি রোধ করতে এবং অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়াতে শনিবার এমনই সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদিন অর্থমন্ত্রকের তরফে জারি করা এক বিজ্ঞপ্তি প্রকাশ করা জনানো হয়েছে, আগামী 31 ডিসেম্বর, 2023 পর্যন্ত পেঁয়াজের উপর 40 শতাংশ রপ্তানি শুল্ক আরোপিত থাকবে ৷ সেই সঙ্গে, ওই বিজ্ঞপ্তিতেই জানানো হয়েছে, আগামী সেপ্টেম্বরে পেঁয়াজের দাম বাড়তে পারে এমন খবরের মধ্যেই রপ্তানি শুল্ক বাড়াল কেন্দ্র ৷
সম্প্রতি টমোটো নিয়ে জোর ধাক্কা খেয়েছিল সরকার ৷ তার পুনরাবৃত্তি আর যে চাইছে না কেন্দ্র বিশেষত লোকসভা ভোটের আগে তা রফতানি শুল্কের বৃদ্ধিতেই স্পষ্ট ৷ সামনেই দেশে উৎসবের মরশুম ৷ সূত্রের খবর, গত সপ্তাহেই সরকার জানিয়ে দিয়েছিল, অবিলম্বে মজুত করা পেঁয়াজ বাজারে ছাড়তে হবে ৷ কারণ হিসাবে সরকারের বক্তব্য ছিত, আগামী অক্টোবর মাসে নতুন পেঁয়াজ বাজারে আসবে ৷ তার আগে স্টক যতটা কমানো যায় তার জন্য ব্যবসায়ীদের আগাম জানানো হয়েছিল ৷
আরও পড়ুন: ভিনগ্রহ থেকে আগত, প্রকাশ্যে বিশ্বকাপের দুই ম্যাসকট
সরকার সূত্রে খবর, গত বছরের তুলনায় চলতি সরশুমে বেড়েছে পেঁয়াজের দাম ৷ 10 অগস্ট পর্যন্ত হিসাব অনুযায়ী খোলা বাজারে 27.90 টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৷ এই মরশুমের গত বছরের তুলনায় যা দুই টাকা বেশি ৷ কিন্তু তাতেই সরকারের কপালে ভাঁজ পড়েছে ৷ তিন লক্ষ টন পেঁয়াজ এই মুহূর্তে মজুত আছে ৷ যা অবিলম্বে বিভিন্ন উপায়ে ছাড়তে বলা হয়েছে সরকারের তরফে ৷ সামনেই উৎসবের মরশুম ৷ সেই সময় বাড়তে পারে পেঁয়াজের দাম ৷ আর সে কারণেই মজুত করে রাখা হয়েছে পেঁয়াজ ৷ এবার সেই চাঁই ভাঙতেই বাড়ানো হল রফতানি শুল্ক ৷ মৃল্যবৃদ্ধি রুখতে পেঁয়াজের ঝাঁঝেই শান দিল অর্থমন্ত্রক ।