ETV Bharat / bharat

ভারত থেকে কাশ্মীরকে পৃথক করার চেষ্টা! নিষিদ্ধ গিলানির তেহরিক-ই-হুরিয়াত - Amit Shah

Jammu and Kashmir: জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন তেহরিক-ই-হুরিয়াতকে নিষিদ্ধ ঘোষণা করল স্বরাষ্ট্র মন্ত্রক ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সোশাল মিডিয়ায় এই কথা জানিয়েছেন ৷ এছাড়া গেজেটে নোটিফিকেশন দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷

ETV Bharat
সৈয়দ আলি শাহ গিলানি
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 31, 2023, 4:51 PM IST

নয়াদিল্লি, 31 ডিসেম্বর: জঙ্গি কার্যকলাপে মদত জুগিয়েছে তেহরিক-ই-হুরিয়াত ৷ ভারত-বিরোধী প্রচার চালিয়েছে জম্মু-কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী এই সংগঠনটি ৷ তাই এই দলটিকে নিষিদ্ধ ঘোষণা করল স্বরাষ্ট্রমন্ত্রক ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোশাল মিডিয়ায় এই কথা জানিয়েছেন ৷

তিনি লেখেন, "জম্মু-কাশ্মীরের তেহরিক-ই-হুরিয়াত বা টিইএইচ-কে ইউএপিএ ধারার আওতায় বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করা হল ৷ জম্মু-কাশ্মীরকে ভারত থেকে পৃথক করে সেখানে ইসলামিক শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছে এই সংগঠন ৷ এই দলটি ভারত-বিরোধী প্রচার চালিয়েছে ৷ সন্ত্রাসবাদী কাজকর্মে ইন্ধন জোগাচ্ছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতি নিয়েছেন ৷ কোনও ব্যক্তি বা সংগঠন ভারত-বিরোধী কাজকর্মে যুক্ত থাকলে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা হবে ৷"

অতীতে তেহরিক-ই-হুরিয়াত বা টিইএইচ পরিচালনা করতেন প্রয়াত বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানি ৷ 2021 সালের 1 সেপ্টেম্বর তিনি প্রয়াত হন ৷ 2008 সাল থেকেই তিনি গৃহবন্দি ছিলেন ৷ তাঁর মৃত্যুর পর মাসারাত আলম ভাট তেহরিক-ই-হুরিয়াতের নেতৃত্ব দেন ৷ এখন তিনি জেলে ৷ এর আগে 27 ডিসেম্বর আলমের নিজস্ব দল 'মুসলিম লিগ অফ জম্মু কাশ্মীর'কেও নিষিদ্ধ বলে ঘোষণা করা হয় ৷

রবিবার গেজেট নোটিফিকেশন জারি করে প্রবীণ বশিষ্ট বলেন, "তেহরিক-ই-হুরিয়ত জঙ্গিবাদী কার্যকলাপে মদত জুগিয়েছে ৷ জম্মু ও কাশ্মীরে দেশ-বিরোধী কাজকর্মে ইন্ধন জোগাতে ভারত-বিরোধী প্রচারেও মদত জোগাচ্ছে তারা ৷" কেন্দ্রের ওই নোটিশে আরও জানানো হয়েছে, "জম্মু-কাশ্মীরে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে পাথর ছোড়ার মতো বেআইনি কাজকর্ম এবং সন্ত্রাসবাদী কাজকর্মকে সমর্থন করে তেহরিক-ই-হুরিয়াত ৷ এই দলের নেতা, সদস্যরা জঙ্গি কার্যকলাপের জন্য বিভিন্ন জায়গা থেকে অর্থ জোগাড় করছে ৷ এর মধ্যে পাকিস্তানও আছে ৷"

টিইএইচ-এর আগে বিজেপি সরকার জম্মু ও কাশ্মীরের 4টি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছেন ৷ জামিয়াত-ই-ইসলামি, বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিকের 'জম্মু অ্যান্ড কাশ্মীর লিবারেশন ফ্রন্ট', মাসারাত আলমের 'মুসলিম লিগ' এবং শাবির শাহের 'ডেমোক্রেটিক ফ্রিডম পার্টি' ৷

আরও পড়ুন:

  1. 91 বছরে প্রয়াত কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানি
  2. জম্মু-কাশ্মীরের পুঞ্চে সেনার গাড়িতে হামলায় শহিদ 5 জওয়ান ! জঙ্গিদের খোঁজে সার্চ অপরাশেন নিরাপত্তা বাহিনীর
  3. 370 প্রসঙ্গে ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, জম্মু-কাশ্মীর নিয়ে কলম ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, 31 ডিসেম্বর: জঙ্গি কার্যকলাপে মদত জুগিয়েছে তেহরিক-ই-হুরিয়াত ৷ ভারত-বিরোধী প্রচার চালিয়েছে জম্মু-কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী এই সংগঠনটি ৷ তাই এই দলটিকে নিষিদ্ধ ঘোষণা করল স্বরাষ্ট্রমন্ত্রক ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোশাল মিডিয়ায় এই কথা জানিয়েছেন ৷

তিনি লেখেন, "জম্মু-কাশ্মীরের তেহরিক-ই-হুরিয়াত বা টিইএইচ-কে ইউএপিএ ধারার আওতায় বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করা হল ৷ জম্মু-কাশ্মীরকে ভারত থেকে পৃথক করে সেখানে ইসলামিক শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছে এই সংগঠন ৷ এই দলটি ভারত-বিরোধী প্রচার চালিয়েছে ৷ সন্ত্রাসবাদী কাজকর্মে ইন্ধন জোগাচ্ছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতি নিয়েছেন ৷ কোনও ব্যক্তি বা সংগঠন ভারত-বিরোধী কাজকর্মে যুক্ত থাকলে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা হবে ৷"

অতীতে তেহরিক-ই-হুরিয়াত বা টিইএইচ পরিচালনা করতেন প্রয়াত বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানি ৷ 2021 সালের 1 সেপ্টেম্বর তিনি প্রয়াত হন ৷ 2008 সাল থেকেই তিনি গৃহবন্দি ছিলেন ৷ তাঁর মৃত্যুর পর মাসারাত আলম ভাট তেহরিক-ই-হুরিয়াতের নেতৃত্ব দেন ৷ এখন তিনি জেলে ৷ এর আগে 27 ডিসেম্বর আলমের নিজস্ব দল 'মুসলিম লিগ অফ জম্মু কাশ্মীর'কেও নিষিদ্ধ বলে ঘোষণা করা হয় ৷

রবিবার গেজেট নোটিফিকেশন জারি করে প্রবীণ বশিষ্ট বলেন, "তেহরিক-ই-হুরিয়ত জঙ্গিবাদী কার্যকলাপে মদত জুগিয়েছে ৷ জম্মু ও কাশ্মীরে দেশ-বিরোধী কাজকর্মে ইন্ধন জোগাতে ভারত-বিরোধী প্রচারেও মদত জোগাচ্ছে তারা ৷" কেন্দ্রের ওই নোটিশে আরও জানানো হয়েছে, "জম্মু-কাশ্মীরে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে পাথর ছোড়ার মতো বেআইনি কাজকর্ম এবং সন্ত্রাসবাদী কাজকর্মকে সমর্থন করে তেহরিক-ই-হুরিয়াত ৷ এই দলের নেতা, সদস্যরা জঙ্গি কার্যকলাপের জন্য বিভিন্ন জায়গা থেকে অর্থ জোগাড় করছে ৷ এর মধ্যে পাকিস্তানও আছে ৷"

টিইএইচ-এর আগে বিজেপি সরকার জম্মু ও কাশ্মীরের 4টি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছেন ৷ জামিয়াত-ই-ইসলামি, বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিকের 'জম্মু অ্যান্ড কাশ্মীর লিবারেশন ফ্রন্ট', মাসারাত আলমের 'মুসলিম লিগ' এবং শাবির শাহের 'ডেমোক্রেটিক ফ্রিডম পার্টি' ৷

আরও পড়ুন:

  1. 91 বছরে প্রয়াত কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানি
  2. জম্মু-কাশ্মীরের পুঞ্চে সেনার গাড়িতে হামলায় শহিদ 5 জওয়ান ! জঙ্গিদের খোঁজে সার্চ অপরাশেন নিরাপত্তা বাহিনীর
  3. 370 প্রসঙ্গে ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, জম্মু-কাশ্মীর নিয়ে কলম ধরলেন প্রধানমন্ত্রী

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.