ETV Bharat / bharat

Governor to Meet Shah: আজ সন্ধেয় শাহের সঙ্গে বৈঠকে রাজ্যপাল, রাজভবনে বসেই নজর রাখবেন ভোটগণনায়

আজ সন্ধেয় অমিত শাহের সঙ্গে দেখা করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তাঁদের আলোচনায় কি উঠে আসতে চলেছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন নিয়ে হিংসার ঘটনা, এই নিয়ে জল্পনা শুরু হয়েছে ৷

Governor to Meet Shah
Governor to Meet Shah
author img

By

Published : Jul 10, 2023, 1:39 PM IST

Updated : Jul 10, 2023, 3:48 PM IST

কলকাতা, 10 জুলাই: আজই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ আজ সন্ধে 6.30টায় দিল্লির নর্থ ব্লকে তাঁদের বৈঠক হওয়ার কথা ৷ রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে হিংসার ঘটনার পরই রাজ্যপালের দিল্লি সফর নিয়ে জল্পনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে ৷ এই অবস্থায় শাহের সঙ্গে বোসের বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷

দিল্লি সফরে শুরু জল্পনা: ভোটের দিন রাস্তাতেই ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । সন্ত্রাস-হিংসা-মৃত্যুর ঘটনায় রাস্তায় দাঁড়িয়ে তাঁর মন্তব্য ছিল - 'দুঃখজনক, ক্ষমতা অনুযায়ী পদক্ষেপ করব ৷' তার পরের দিন রাজবনেই ছিলেন । কিন্তু সন্ধ্যায় তিনি দিল্লি উড়ে যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, "মুক্ত বাতাস নিতে যাচ্ছি" । এতেই আরও জল্পনার সৃষ্টি হয় ৷ তাহলে কি রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের হিংসার ঘটনা নিয়ে পদক্ষেপ করার জন্যই দিল্লিতে গেলেন রাজ্যপাল ? এই প্রশ্ন ঘোরাফেরা করতে শুরু করে রাজনৈতিক মহলে ৷

শাহের সঙ্গে বৈঠকে রাজ্যপাল: এরই মধ্যে সূত্রের তরফে খবর মিলেছে যে, সোমবার সন্ধেয় নর্থ ব্লকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সেই আলোচনায় রাজ্যের প্রসঙ্গ উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে ৷ রাজ্যের পরিস্থিতি রাজ্যপালের থেকে জানতে চাইতে পারেন অমিত শাহ ৷ ভোটের দিনই একের পর এক হিংসার ঘটনা যখন সামনে আসতে শুরু করে, তখনই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন করে রাজ্যের পরিস্থিতি জানতে চান শাহ ৷ রাজ্যের ঘটনার রিপোর্টও চেয়ে পাঠায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷

আরও পড়ুন: 'মৃত্যুর সংখ্যা জানি, যা করণীয় করব', রক্তস্নাত পঞ্চায়েত ভোট নিয়ে বললেন রাজ্যপাল

এখনই 355 প্রয়োগ নয়: রাজ্যপালের দিল্লিতে 'মুক্ত বাতাস' গ্রহণের কথায় যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে তার কী হবে ? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাক্ষাতের যে খবর চাউর হয়েছে, সেই তত্ত্বের বাস্তবায়ন ঘটবে কী ?

রাজভবন সূত্রের দাবি, "এখন অনেক খবর হওয়ায় ভাসিয়ে দেওয়া হয়েছে । কেউ কেউ ধারা 355-র ধুঁয়ো তুলছেন, তা এই মুহূর্তে সম্ভব নয় । এই ধারা প্রয়োগের ক্ষেত্রে যে রকম পরিস্থিতির সৃষ্টি হওয়া প্রয়োজন তা এখনও হয়নি । তাই, রাজনৈতিক নেতারা যতই হুঁশিয়ারি দিন এবং এক শ্রেণির সংবামাধ্যম চিৎকার-চেঁচামেচি করলেও তেমন কিছু ঘটেনি । আর পরিস্থিতি সেদিকে গেলে রাজ্যপালই আভাস দিয়ে দিতেন ।"

দিল্লিতে রুটিন সফর ? : কিন্তু, রাজ্যপাল স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট পেশ করবেন বলে জানা যাচ্ছে । এ প্রসঙ্গে রাজভবন সূত্রের বক্তব্য, "প্রতি মাসেই দিল্লিতে রিপোর্ট পেশ করতে হয় রাজ্যপালকে । কত মৃত্যু হল, কত হিংসার ঘটনা ঘটল, আইনশৃঙ্খলার পরিস্থিতি কী, সে বিষয়ে রিপোর্ট পেশ করতে পারেন রাজ্যপাল । অর্থাৎ, রাজ্যপালের দিল্লি সফর রুটিন মাফিক বলা চলে ।"

আরও পড়ুন: ভোট মিটতেই শাহী-সাক্ষাতে দিল্লি গেলেন রাজ্যপাল

'মুক্ত বাতাস' মন্তব্য নিয়ে জল্পনা: এ সবের পরও রাজ্যপালের 'মুক্ত বাতাস' মন্তব্য তাৎপর্যপুর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ । কারণ, ভোট ঘোষণার পর থেকে রাজ্যের নানা প্রান্তে হিংসার ঘটনা ঘটেছে । প্রাণ গিয়েছে অন্তত 35 জনের । মৃতদের মধ্যে বহুজনের বাড়িতে গিয়েছেন রাজ্যপাল । যেখানে পৌঁছাতে পারেননি সে ক্ষেত্রে টেলিফোনে কথা বলেছেন মৃতদের পরিবারের সঙ্গে । সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন । তিনি গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন বলেও জানিয়েছেন সিভি আনন্দ বোস । এমনকী, নজিরবিহীন ভাবে ভোটের দিন জেলা পরিদর্শনও কম গুরুত্বপূর্ণ নয় । তাই, শেষ পর্যন্ত কী হয় তা জানতে অপেক্ষা করা ছাড়া উপায় নেই ।

রাজভবনে বসেই ভোটগণনায় নজরদারি: এ দিকে, সোমবার রাজভবন সূত্রের দাবি, আজ রাতের মধ্যেই রাজভবন ফিরবেন সিভি আনন্দ বোস । আগামিকাল পঞ্চায়েত ভোটের ফলপ্রকাশ । প্রাথমিক ভাবে রাজ্যপাল সিদ্ধান্ত নিয়েছেন যে রাজভবনে বসেই দিনভর ভোটগণনায় নজর থাকবে তাঁর । পিস রুমে আগত অভিযোগেও নজরদারি চালাবেন তিনি । শনিবারের মতো রাস্তায় দৌড়ঝাঁপে যাবেন না ।

কলকাতা, 10 জুলাই: আজই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ আজ সন্ধে 6.30টায় দিল্লির নর্থ ব্লকে তাঁদের বৈঠক হওয়ার কথা ৷ রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে হিংসার ঘটনার পরই রাজ্যপালের দিল্লি সফর নিয়ে জল্পনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে ৷ এই অবস্থায় শাহের সঙ্গে বোসের বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷

দিল্লি সফরে শুরু জল্পনা: ভোটের দিন রাস্তাতেই ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । সন্ত্রাস-হিংসা-মৃত্যুর ঘটনায় রাস্তায় দাঁড়িয়ে তাঁর মন্তব্য ছিল - 'দুঃখজনক, ক্ষমতা অনুযায়ী পদক্ষেপ করব ৷' তার পরের দিন রাজবনেই ছিলেন । কিন্তু সন্ধ্যায় তিনি দিল্লি উড়ে যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, "মুক্ত বাতাস নিতে যাচ্ছি" । এতেই আরও জল্পনার সৃষ্টি হয় ৷ তাহলে কি রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের হিংসার ঘটনা নিয়ে পদক্ষেপ করার জন্যই দিল্লিতে গেলেন রাজ্যপাল ? এই প্রশ্ন ঘোরাফেরা করতে শুরু করে রাজনৈতিক মহলে ৷

শাহের সঙ্গে বৈঠকে রাজ্যপাল: এরই মধ্যে সূত্রের তরফে খবর মিলেছে যে, সোমবার সন্ধেয় নর্থ ব্লকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সেই আলোচনায় রাজ্যের প্রসঙ্গ উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে ৷ রাজ্যের পরিস্থিতি রাজ্যপালের থেকে জানতে চাইতে পারেন অমিত শাহ ৷ ভোটের দিনই একের পর এক হিংসার ঘটনা যখন সামনে আসতে শুরু করে, তখনই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন করে রাজ্যের পরিস্থিতি জানতে চান শাহ ৷ রাজ্যের ঘটনার রিপোর্টও চেয়ে পাঠায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷

আরও পড়ুন: 'মৃত্যুর সংখ্যা জানি, যা করণীয় করব', রক্তস্নাত পঞ্চায়েত ভোট নিয়ে বললেন রাজ্যপাল

এখনই 355 প্রয়োগ নয়: রাজ্যপালের দিল্লিতে 'মুক্ত বাতাস' গ্রহণের কথায় যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে তার কী হবে ? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাক্ষাতের যে খবর চাউর হয়েছে, সেই তত্ত্বের বাস্তবায়ন ঘটবে কী ?

রাজভবন সূত্রের দাবি, "এখন অনেক খবর হওয়ায় ভাসিয়ে দেওয়া হয়েছে । কেউ কেউ ধারা 355-র ধুঁয়ো তুলছেন, তা এই মুহূর্তে সম্ভব নয় । এই ধারা প্রয়োগের ক্ষেত্রে যে রকম পরিস্থিতির সৃষ্টি হওয়া প্রয়োজন তা এখনও হয়নি । তাই, রাজনৈতিক নেতারা যতই হুঁশিয়ারি দিন এবং এক শ্রেণির সংবামাধ্যম চিৎকার-চেঁচামেচি করলেও তেমন কিছু ঘটেনি । আর পরিস্থিতি সেদিকে গেলে রাজ্যপালই আভাস দিয়ে দিতেন ।"

দিল্লিতে রুটিন সফর ? : কিন্তু, রাজ্যপাল স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট পেশ করবেন বলে জানা যাচ্ছে । এ প্রসঙ্গে রাজভবন সূত্রের বক্তব্য, "প্রতি মাসেই দিল্লিতে রিপোর্ট পেশ করতে হয় রাজ্যপালকে । কত মৃত্যু হল, কত হিংসার ঘটনা ঘটল, আইনশৃঙ্খলার পরিস্থিতি কী, সে বিষয়ে রিপোর্ট পেশ করতে পারেন রাজ্যপাল । অর্থাৎ, রাজ্যপালের দিল্লি সফর রুটিন মাফিক বলা চলে ।"

আরও পড়ুন: ভোট মিটতেই শাহী-সাক্ষাতে দিল্লি গেলেন রাজ্যপাল

'মুক্ত বাতাস' মন্তব্য নিয়ে জল্পনা: এ সবের পরও রাজ্যপালের 'মুক্ত বাতাস' মন্তব্য তাৎপর্যপুর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ । কারণ, ভোট ঘোষণার পর থেকে রাজ্যের নানা প্রান্তে হিংসার ঘটনা ঘটেছে । প্রাণ গিয়েছে অন্তত 35 জনের । মৃতদের মধ্যে বহুজনের বাড়িতে গিয়েছেন রাজ্যপাল । যেখানে পৌঁছাতে পারেননি সে ক্ষেত্রে টেলিফোনে কথা বলেছেন মৃতদের পরিবারের সঙ্গে । সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন । তিনি গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন বলেও জানিয়েছেন সিভি আনন্দ বোস । এমনকী, নজিরবিহীন ভাবে ভোটের দিন জেলা পরিদর্শনও কম গুরুত্বপূর্ণ নয় । তাই, শেষ পর্যন্ত কী হয় তা জানতে অপেক্ষা করা ছাড়া উপায় নেই ।

রাজভবনে বসেই ভোটগণনায় নজরদারি: এ দিকে, সোমবার রাজভবন সূত্রের দাবি, আজ রাতের মধ্যেই রাজভবন ফিরবেন সিভি আনন্দ বোস । আগামিকাল পঞ্চায়েত ভোটের ফলপ্রকাশ । প্রাথমিক ভাবে রাজ্যপাল সিদ্ধান্ত নিয়েছেন যে রাজভবনে বসেই দিনভর ভোটগণনায় নজর থাকবে তাঁর । পিস রুমে আগত অভিযোগেও নজরদারি চালাবেন তিনি । শনিবারের মতো রাস্তায় দৌড়ঝাঁপে যাবেন না ।

Last Updated : Jul 10, 2023, 3:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.