তিরুবনন্তপুরম/নয়াদিল্লি, 23 অগস্ট: অধ্যাপককে 'গুন্ডা' বলে উল্লেখ করলেন কেরালার রাজ্যপাল আরিফ মহম্মদ খান ৷ মঙ্গলবার কান্নুর বিশ্ববিদ্যালয়ের 'ইন্ডিয়ান হিস্ট্রি কংগ্রেস'-এ তিনি ইতিহাসবিদ ইরফান হাবিবের বিরুদ্ধে তাঁকে শারীরিক হেনস্থার অভিযোগ তোলেন ৷ এই অনুষ্ঠানে ইরফান হাবিবও উপস্থিত ছিলেন (Kerala Governor Arif Mohammed Khan calls Irfan Habib Gunda) ৷
2019-এর ডিসেম্বরে কান্নুর বিশ্ববিদ্যালয় 'ইন্ডিয়ান হিস্ট্রি কংগ্রেস'-এর আয়োজন করেছিল ৷ সেখানে ছিলেন ইরফান হাবিব এবং তাঁরও বক্তৃতা দেওয়ার কথা ৷ তখন সদস্য নাগরিকত্ব সংশোধন আইন (Citizenship Amendment Act, 2019) পাশ হয়েছে সংসদে ৷ স্বভাবতই উত্তপ্ত সারা দেশ ৷ রাজ্যপাল আরিফ মহম্মদ তাঁর বক্তব্য শুরু করবেন আর সেই মুহূর্তে উপস্থিত বহু মানুষ এই আইন নিয়ে প্রতিবাদ জানায় ৷ কারণ রাজ্যপাল এই আইনকে সমর্থন জানিয়েছিলেন ৷ রাজ্যপালের অভিযোগ, তখন ইতিহাসবিদ হাবিব তাঁর বক্তৃতা থামাতে রীতিমতো মারমুখী হয়ে ছুটে আসেন তাঁর দিকে ৷ তাঁর গলা বন্ধ করতে 'শারীরিক' ভাবে নিগ্রহ করেছেন অশীতিপর ইতিহাসবিদ ৷
আরও পড়ুন: পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জের, বিধায়ককে বরখাস্ত করল বিজেপি
নয়াদিল্লিতে সাংবাদিকরা প্রশ্ন করলে রাজ্যপাল আরিফ মহম্মদ খান (Kerala Governor Arif Mohammed Khan) বলেন, "শারীরিক হেনস্থাকে প্রশ্রয় দেওয়াটা কি একজন শিক্ষাবিদের কাজ ? এটা গুন্ডারা করে, রাস্তার গুন্ডা ৷" তিনি ইরফান হাবিবের নামোল্লেখ করে বলেন, "ইরফান হাবিব একজন গুন্ডা (gunda) ৷ আমি উত্তর দিতে যাচ্ছিলাম ৷ তিনি আমার গলা চেপে ধরেছিলেন ৷"
21 অগস্ট এই ঘটনাকে চক্রান্ত বলে উল্লেখ করে রাজ্যপাল কান্নুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোপীনাথ রবীন্দ্রনকে 'অপরাধী' (criminal) বলেছেন কেরলের রাজ্যপাল ৷ উপাচার্য (Kannur University Vice Chancellor Gopinath Ravindran) ইরফান হাবিব-সহ অন্যদের দীর্ঘ সময় ধরে তাঁর কড়া সমালোচনা করতে দিয়েছিলেন, অভিযোগ আরিফ মহম্মদ খানের ৷ তিনি যখন উঠে দাঁড়িয়ে উত্তর দিতে যাচ্ছিলেন, ঠিক তখনই 'আমাকে মারধর করার চেষ্টা চালানো হয় ৷ আপনারা সবাই দেখেছেন আমার এইড-ডে-ক্যাম্পকে (ব্যক্তিগত রক্ষী) কীভাবে হয়রান করা হয়েছে ৷ তাঁর জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে ৷ হাবিব সরাসরি আমার দিকে এগিয়ে এসেছিলেন', বলেন রাজ্যপাল ৷
গোপীনাথ রবীন্দ্রন (Kannur University Vice Chancellor Gopinath Ravindran) রাজনৈতিক কারণে উপাচার্য হিসেবে রয়েছেন, জানান রাজ্যপাল ৷ তিনি বলেন, "আমায় সেখানে উপাচার্যই আমন্ত্রণ জানিয়েছিলেন ৷ আমায় যখন আক্রমণ করা হল, তখন তাঁর কী কর্তব্য ছিল ? এই ঘটনাটা পুলিশকে জানানো নয় কি ? তিনি সেটা করেননি ৷" রাজ্যপালের এমন মন্তব্যের কোনও প্রতিক্রিয়া দেননি ইরফান হাবিব ৷
আরও পড়ুন: বিলকিসের ধর্ষকদের মুক্তিকে চ্যালেঞ্জ, বিবেচনা করবে সুপ্রিম কোর্ট