আগ্রা, 14 জানুয়ারি: রাম মন্দির উদ্বোধন ও সেখানে ভগবান রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে ভক্তদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে ৷ আরাধ্য দেবতাকে খুশি করতে কত কীই না করছে ভক্তকূল ৷ সকলেই চাইছেন অনুষ্ঠানটিকে বিশেষ করে তুলতে । এমন পরিস্থিতিতে আগ্রার দুই স্বর্ণ ব্যবসায়ী রামমন্দিরের মডেল-সহ রাম-লক্ষ্মণ-সীতা ও হনুমানের রূপো ও সোনার মূর্তি তৈরি করেছেন ।
আর তা প্রকাশ্যে আসতেই আগ্রা, মথুরা, বারাণসী, এলাহাবাদ, গোরখপুর ছাড়াও মধ্যপ্রদেশ, গুজরাত, মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, বিহার এবং উত্তরাখণ্ডে প্রচুর চাহিদা তৈরি হয়েছে । সোনা ও রূপোর তৈরি এই সব কারুকার্য দেখার মতো ৷ ঝকঝকে ও নিখুঁত । তবে আশ্চর্যের বিষয় হল, যারা রাম দরবার এবং রাম মন্দিরের এই মডেলগুলি তৈরি করেছেন তাদের মধ্যে অনেক মুসলিম কারিগরও রয়েছে ।
22 জানুয়ারি অযোধ্যায় তাঁর বিশাল মন্দিরে বসবেন রামলালা । প্রত্যেকেই এই দিনটাকে স্মরণীয় করে রাখতে চাইছেন । এহেন প্রেক্ষাপটে সোনা-রূপোর তৈরি রাম দরবার ও মন্দিরের মডেলের চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়েছে । দেড় হাজার টাকা থেকে শুরু 70 হাজার টাকা দামের পর্যন্ত মডেল রয়েছে ৷
এই বিষয়ে স্বর্ণ ব্যবসায়ী রিংকু আগরওয়াল জানান, অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করার সিদ্ধান্ত নেওয়ার পর তাঁর মনে হয়েছিল এমন কিছু একটা বানাতে হবে যা সকলের কেনার সাধ্যের মধ্য়ে থাকে ৷ সেই ভাবনা থেকেই এই মডেলগুলি তৈরি করা ৷ এগুলোর চাহিদা অনেক । সোনা ও রূপোর দেখার এই মডেলগুলি দেখার মতো । এখানে রয়েছে রাম দরবার, রাম মন্দিরের মডেল এবং ভগবান শ্রী রামের মূর্তি । এর পাশাপাশি রামের মূর্তি দেওয়া সোনার আংটিও তৈরি করা হয়েছে । যেখানে রাম দরবার নির্মিত হয়েছে । এতে ভগবান শ্রী রাম, সীতা মা, লক্ষ্মণ ও বীর হনুমানের খোদাই করা ছবি অত্যন্ত আকর্ষণীয় ।
রিংকু আগরওয়াল আরও বলেন, "ভগবানের প্রতিমা ও অন্যান্য মূর্তি তৈরির কাজ চলছে । কারিগররা আন্তরিকভাবে কাজ করেছেন । আমাদের এখানে কিছু মুসলিম কারিগরও আছে । হৃদয় দিয়ে তাঁরা ভগবান শ্রী রামের দরবার ও রাম মন্দিরের মডেলও তৈরি করেছেন । এগুলো সবই ফাঁপা ভাস্কর্য ৷ খুব হালকা । সোনার বিভিন্ন মাপের রাম দরবার ও মূর্তি তৈরি করেছি । এর উপর রূপো ও সোনার প্রলেপ দেওয়া হয়েছে ৷ উত্তরপ্রদেশ-সহ বিভিন্ন রাজ্যে এগুলির প্রচুর চাহিদা রয়েছে । রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর থেকে আমাদের পণ্যের চাহিদা বেড়েছে । উত্তরপ্রদেশের শহরগুলির পাশাপাশি মধ্যপ্রদেশ, রাজস্থান, বিহার, দিল্লি, হরিয়ানা, গুজরাত, মহারাষ্ট্র এবং উত্তরাখণ্ড থেকে প্রচুর চাহিদা আসছে । 22 হাজার টাকায় রয়েছে সোনার রাম দরবার । এটি খুবই সুন্দর ৷ এর সঙ্গে আমরা রিফান্ডের অফারও দিয়েছি । যারা এটি আমাদের থেকে কিনছেন তারা যে কোনও সময় আমাদের কাছে ফেরত দিতে পারেন এটি ৷ আমরা 15% কম হারে প্রতিটি জিনিস ফেরত নেব ।"
আরও পড়ুন :