ETV Bharat / bharat

Goa election results 2022: গোয়ায় ফল প্রকাশের আগেই রাজ্যপালের সঙ্গে বৈঠকের আর্জি কংগ্রেসের - গোয়ায় আত্মবিশ্বাসী কংগ্রেস

2017 সালের নির্বাচন থেকে শিক্ষা নিয়ে এবার ফলপ্রকাশের আগেই গোয়ার ('Confident' Congress requests meeting with the Governor in advance) রাজ্যপাল পিএস শ্রীধরনের সঙ্গে বৈঠকের জন্য সময় চাইল কংগ্রেস (Goa Congress meeting with the governor) ৷

Goa election results 2022 confident-congress-requests-meeting-with-the-governor-in-advance
গোয়ায় আগেভাগেই রাজ্যপালের সঙ্গে বৈঠকের আর্জি আত্মবিশ্বাসী কংগ্রেসের
author img

By

Published : Mar 10, 2022, 11:12 AM IST

পানাজি, 10 মার্চ: গোয়ায় (Goa election results 2022) ক্ষমতা দখলের ব্যাপারে কংগ্রেস এতটাই আত্মবিশ্বাসী যে, ভোট গণনার আগেই রাজ্যপাল পিএস শ্রীধরনের সঙ্গে বৈঠকে বসার জন্য আবেদন জানিয়েছে তারা ৷ আজ বিকেল 3টে নাগাদ রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়েছে সোনিয়া গান্ধির দল ৷ যদিও এ ব্যাপারে এখনও কোনও সম্মতি মেলেনি (Goa Congress meeting with the governor) ৷ তবে দলীয় সূত্রে জানা গিয়েছে, কংগ্রেস নিশ্চিত যে গোয়ায় তারাই ক্ষমতায় আসছে ৷ 2017 সালের নির্বাচনের থেকে শিক্ষা নিয়েই তারা আগাম রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়েছে বলে জানানো হয়েছে ('Confident' Congress requests meeting with the Governor in advance) ৷

গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের তুলনায় কম সংখ্যক আসন জিতেও ক্ষমতা নিজেদের হাতে তুলে নিতে সক্ষম হয় বিজেপি ৷ সংখ্যাগরিষ্ঠতা পেতে তারা জোট বাঁধে মহারাষ্ট্র গোমন্তক পার্টি ও নির্দল বিধায়কদের সঙ্গে ৷ উল্টোদিকে সর্বাধিক আসন পেয়েও সরকার গঠন করতে ব্যর্থ হয় কংগ্রেস (Goa elections 2022)৷

আরও পড়ুন: Goa Assembly Election Result 2022 : গোয়ায় হাড্ডাহাড্ডি লড়াই কংগ্রেস-বিজেপির, একাধিক আসনে এগিয়ে তৃণমূল জোটও

এবার তাই সম্ভাব্য জোট (Goa assembly polls 2022) সংক্রান্ত বিষয়ের জমি তৈরি করতে অনেক আগে থেকেই গোয়ায় পাঠানো হয়েছে পি চিদম্বরম ও ডিকে শিবকুমারের মতো কংগ্রেসের শীর্ষ নেতাদের ৷ এবার আবার এক্সিট পোল গোয়ায় ত্রিশঙ্কু ফলের পূর্বাভাস দিয়েছে ৷ সেই কারণে ঘোড়া কেনাবেচার আশঙ্কা করে দলের প্রার্থীদের আগেভাগেই রিসর্টে রাখার ব্যবস্থা করা হয়েছে ৷

এক্সিট পোলের (Goa assembly poll updates 2022) হিসেব বলছে, সৈকত শহরে বিজেপি ও কংগ্রেস উভয়েই 16টি করে আসন পেতে পারে ৷ সে ক্ষেত্রে দু দলই 40 আসনের বিধানসভায় ম্যাজিক ফিগার থেকে 5 আসন দূরে থাকবে ৷ অর্থাৎ তখন আবারও বড় ফ্যাক্টর হতে পারে ছোট ছোট দলগুলি ৷

আরও পড়ুন : 5 রাজ্যের বিধানসভার ফলাফল লাইভ দেখুন ইটিভি ভারতের পর্দায়

পানাজি, 10 মার্চ: গোয়ায় (Goa election results 2022) ক্ষমতা দখলের ব্যাপারে কংগ্রেস এতটাই আত্মবিশ্বাসী যে, ভোট গণনার আগেই রাজ্যপাল পিএস শ্রীধরনের সঙ্গে বৈঠকে বসার জন্য আবেদন জানিয়েছে তারা ৷ আজ বিকেল 3টে নাগাদ রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়েছে সোনিয়া গান্ধির দল ৷ যদিও এ ব্যাপারে এখনও কোনও সম্মতি মেলেনি (Goa Congress meeting with the governor) ৷ তবে দলীয় সূত্রে জানা গিয়েছে, কংগ্রেস নিশ্চিত যে গোয়ায় তারাই ক্ষমতায় আসছে ৷ 2017 সালের নির্বাচনের থেকে শিক্ষা নিয়েই তারা আগাম রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়েছে বলে জানানো হয়েছে ('Confident' Congress requests meeting with the Governor in advance) ৷

গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের তুলনায় কম সংখ্যক আসন জিতেও ক্ষমতা নিজেদের হাতে তুলে নিতে সক্ষম হয় বিজেপি ৷ সংখ্যাগরিষ্ঠতা পেতে তারা জোট বাঁধে মহারাষ্ট্র গোমন্তক পার্টি ও নির্দল বিধায়কদের সঙ্গে ৷ উল্টোদিকে সর্বাধিক আসন পেয়েও সরকার গঠন করতে ব্যর্থ হয় কংগ্রেস (Goa elections 2022)৷

আরও পড়ুন: Goa Assembly Election Result 2022 : গোয়ায় হাড্ডাহাড্ডি লড়াই কংগ্রেস-বিজেপির, একাধিক আসনে এগিয়ে তৃণমূল জোটও

এবার তাই সম্ভাব্য জোট (Goa assembly polls 2022) সংক্রান্ত বিষয়ের জমি তৈরি করতে অনেক আগে থেকেই গোয়ায় পাঠানো হয়েছে পি চিদম্বরম ও ডিকে শিবকুমারের মতো কংগ্রেসের শীর্ষ নেতাদের ৷ এবার আবার এক্সিট পোল গোয়ায় ত্রিশঙ্কু ফলের পূর্বাভাস দিয়েছে ৷ সেই কারণে ঘোড়া কেনাবেচার আশঙ্কা করে দলের প্রার্থীদের আগেভাগেই রিসর্টে রাখার ব্যবস্থা করা হয়েছে ৷

এক্সিট পোলের (Goa assembly poll updates 2022) হিসেব বলছে, সৈকত শহরে বিজেপি ও কংগ্রেস উভয়েই 16টি করে আসন পেতে পারে ৷ সে ক্ষেত্রে দু দলই 40 আসনের বিধানসভায় ম্যাজিক ফিগার থেকে 5 আসন দূরে থাকবে ৷ অর্থাৎ তখন আবারও বড় ফ্যাক্টর হতে পারে ছোট ছোট দলগুলি ৷

আরও পড়ুন : 5 রাজ্যের বিধানসভার ফলাফল লাইভ দেখুন ইটিভি ভারতের পর্দায়

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.