ETV Bharat / bharat

Global Hunger Index Report 2022: বিশ্ব ক্ষুধা সূচক রিপোর্ট ভুলে ভরা, হাস্যকর; ব্যবস্থা নেওয়ার দাবি আরএসএস সংগঠনের - আরএসএস

বিশ্ব ক্ষুধা সূচক রিপোর্ট 2022 (Global Hunger Index Report 2022) ভুলে ভরা ও হাস্যকর ৷ অভিযোগ আরএসএস সংগঠন স্বদেশি জাগরণ মঞ্চের ৷ এর প্রকাশকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি ৷

Global Hunger Index report faulty ridiculous RSS body demands action against publishers
বিশ্ব ক্ষুধা সূচক রিপোর্ট ভুলে ভরা, হাস্যকর; ব্যবস্থা নেওয়ার দাবি আরএসএস সংগঠনের
author img

By

Published : Oct 16, 2022, 8:07 PM IST

নয়াদিল্লি, 16 অক্টোবর: চলতি বছরের গ্লোবাল হাঙ্গার ইনডেক্স অর্থা বিশ্ব ক্ষুধা সূচক 2022 রিপোর্টকে (Global Hunger Index Report 2022) "দায়িত্বজ্ঞানহীন এবং ক্ষতিকর" বলে তোপ দাগল হিন্দু সংগঠন স্বদেশি জাগরণ মঞ্চ (এসজেএম) ৷ ভারতের "মানহানি" করার জন্য এই রিপোর্টের প্রকাশকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছে তারা । গ্লোবাল হাঙ্গার ইনডেক্স 2022-এ 121টি দেশের মধ্যে ভারত 107 তম স্থানে রয়েছে ৷ এ ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার প্রতিবেশীদের থেকে ভারত অনেক পিছিয়ে রয়েছে ৷ রিপোর্টে বলা হয়েছে, ভারতে শিশু নষ্ট হওয়ার হার 19.3 শতাংশ, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ ।

প্রতিবেদনটি সম্প্রতি আয়ারল্যান্ড ও জার্মানির বেসরকারি সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এবং ওয়েল্ট হাঙ্গার হিলফে প্রকাশ করেছে । এই রিপোর্ট নিয়ে আরএসএস-এর (RSS) সহযোগী সংস্থা এসজেএম-এর প্রতিক্রিয়া, "জার্মান বেসরকারি সংস্থা ওয়েল্ট হাঙ্গার হিলফে আবারও বিশ্ব ক্ষুধা সূচকের ভিত্তিতে 121টি দেশের ব়্যাঙ্কিং প্রকাশ করেছে ৷ ভারতকে বদনাম করার জন্য অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন উপায়ে রিপোর্টটি প্রস্তুত করা হয়েছে ৷ বাস্তবতা থেকে অনেক দূরে এই রিপোর্ট ৷ এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের দৃষ্টিকোণ থেকে নয়, বিশ্লেষণ ও পদ্ধতির দৃষ্টিকোণ থেকেও শুধু ত্রুটিপূর্ণ নয়, এটি হাস্যকরও । এর আগে গত বছরের অক্টোবরের তালিকায় 116টি দেশের মধ্যে ভারত 101 নম্বরে ছিল ।"

ভারত দৃঢ়ভাবে গত বছর অক্টোবরে প্রকাশিত গ্লোবাল হাঙ্গার ইনডেক্সের বিরোধিতা করেছিল এবং দেশের মূল্যায়নে ব্যবহৃত ডেটা ও পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছিল বলেও দাবি করেছে এসজেএম (Swadeshi Jagran Manch)। তাদের মতে, "বিশ্ব খাদ্য সংস্থা (এফএও) তখন বলেছিল যে, এই ত্রুটিগুলি সংশোধন করা হবে । কিন্তু আবারও একই ভুল তথ্য এবং পদ্ধতি ব্যবহার করে, এই বছরের রিপোর্ট প্রকাশ করা হয়েছে ৷" 2022 গ্লোবাল হাঙ্গার ইনডেক্স তার প্রকাশকদের খারাপ উদ্দেশ্যকে স্পষ্ট করে তোলে অভিযোগ করেছে এই সংগঠন ৷

আরও পড়ুন: বিশ্ব ক্ষুধা সূচকে পাকিস্তান-বাংলাদেশ-শ্রীলঙ্কার থেকেও খারাপ পরিস্থিতি ভারতে

প্রসঙ্গত, ক্ষুধা সূচক (Global Hunger Index 2022) নির্ধারণ হয় চারটি উপাদান সূচকের মানের উপর ভিত্তি করে ৷ অপুষ্টি (Malnutrition), শিশুদের উচ্চতা, শিশুদের রোগা হওয়া এবং শিশুমৃত্যুর হার থেকে গোটা বিষয়টি ব্যাখ্যা করা হয় । বিশ্ব ক্ষুধা সূচকের মাত্রা 100-পয়েন্ট স্কেলে গণনা করা হয় যা ক্ষুধার পরিস্থিতিকে নির্ণয় করে ৷ যেখানে শূন্যকে সেরা ধরা হয় ৷ কিন্তু, এখানে ভারতে ক্ষুধা সূচকে সেই মাত্রা 29.1 ৷ যা গুরুতর বলে বিবেচিত হয় গ্লোবাল হাঙ্গার ইনডেস্কে ৷ দক্ষিণ এশিয়ার দেশ হিসাবে ভারতের থেকে ভালো অবস্থানে রয়েছে পাকিস্তান (99), বাংলাদেশ (84), নেপাল (81) এবং শ্রীলঙ্কা (64) ৷ চিন 1 থেকে 17 ব়্যাঙ্কের দেশগুলির মধ্যে রয়েছে ৷ এই ব়্যাঙ্কের মধ্যে থাকা দেশগুলির ক্ষুধা সূচকের মাত্রা 1-5 এর মধ্যে থাকে ৷

নয়াদিল্লি, 16 অক্টোবর: চলতি বছরের গ্লোবাল হাঙ্গার ইনডেক্স অর্থা বিশ্ব ক্ষুধা সূচক 2022 রিপোর্টকে (Global Hunger Index Report 2022) "দায়িত্বজ্ঞানহীন এবং ক্ষতিকর" বলে তোপ দাগল হিন্দু সংগঠন স্বদেশি জাগরণ মঞ্চ (এসজেএম) ৷ ভারতের "মানহানি" করার জন্য এই রিপোর্টের প্রকাশকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছে তারা । গ্লোবাল হাঙ্গার ইনডেক্স 2022-এ 121টি দেশের মধ্যে ভারত 107 তম স্থানে রয়েছে ৷ এ ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার প্রতিবেশীদের থেকে ভারত অনেক পিছিয়ে রয়েছে ৷ রিপোর্টে বলা হয়েছে, ভারতে শিশু নষ্ট হওয়ার হার 19.3 শতাংশ, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ ।

প্রতিবেদনটি সম্প্রতি আয়ারল্যান্ড ও জার্মানির বেসরকারি সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এবং ওয়েল্ট হাঙ্গার হিলফে প্রকাশ করেছে । এই রিপোর্ট নিয়ে আরএসএস-এর (RSS) সহযোগী সংস্থা এসজেএম-এর প্রতিক্রিয়া, "জার্মান বেসরকারি সংস্থা ওয়েল্ট হাঙ্গার হিলফে আবারও বিশ্ব ক্ষুধা সূচকের ভিত্তিতে 121টি দেশের ব়্যাঙ্কিং প্রকাশ করেছে ৷ ভারতকে বদনাম করার জন্য অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন উপায়ে রিপোর্টটি প্রস্তুত করা হয়েছে ৷ বাস্তবতা থেকে অনেক দূরে এই রিপোর্ট ৷ এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের দৃষ্টিকোণ থেকে নয়, বিশ্লেষণ ও পদ্ধতির দৃষ্টিকোণ থেকেও শুধু ত্রুটিপূর্ণ নয়, এটি হাস্যকরও । এর আগে গত বছরের অক্টোবরের তালিকায় 116টি দেশের মধ্যে ভারত 101 নম্বরে ছিল ।"

ভারত দৃঢ়ভাবে গত বছর অক্টোবরে প্রকাশিত গ্লোবাল হাঙ্গার ইনডেক্সের বিরোধিতা করেছিল এবং দেশের মূল্যায়নে ব্যবহৃত ডেটা ও পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছিল বলেও দাবি করেছে এসজেএম (Swadeshi Jagran Manch)। তাদের মতে, "বিশ্ব খাদ্য সংস্থা (এফএও) তখন বলেছিল যে, এই ত্রুটিগুলি সংশোধন করা হবে । কিন্তু আবারও একই ভুল তথ্য এবং পদ্ধতি ব্যবহার করে, এই বছরের রিপোর্ট প্রকাশ করা হয়েছে ৷" 2022 গ্লোবাল হাঙ্গার ইনডেক্স তার প্রকাশকদের খারাপ উদ্দেশ্যকে স্পষ্ট করে তোলে অভিযোগ করেছে এই সংগঠন ৷

আরও পড়ুন: বিশ্ব ক্ষুধা সূচকে পাকিস্তান-বাংলাদেশ-শ্রীলঙ্কার থেকেও খারাপ পরিস্থিতি ভারতে

প্রসঙ্গত, ক্ষুধা সূচক (Global Hunger Index 2022) নির্ধারণ হয় চারটি উপাদান সূচকের মানের উপর ভিত্তি করে ৷ অপুষ্টি (Malnutrition), শিশুদের উচ্চতা, শিশুদের রোগা হওয়া এবং শিশুমৃত্যুর হার থেকে গোটা বিষয়টি ব্যাখ্যা করা হয় । বিশ্ব ক্ষুধা সূচকের মাত্রা 100-পয়েন্ট স্কেলে গণনা করা হয় যা ক্ষুধার পরিস্থিতিকে নির্ণয় করে ৷ যেখানে শূন্যকে সেরা ধরা হয় ৷ কিন্তু, এখানে ভারতে ক্ষুধা সূচকে সেই মাত্রা 29.1 ৷ যা গুরুতর বলে বিবেচিত হয় গ্লোবাল হাঙ্গার ইনডেস্কে ৷ দক্ষিণ এশিয়ার দেশ হিসাবে ভারতের থেকে ভালো অবস্থানে রয়েছে পাকিস্তান (99), বাংলাদেশ (84), নেপাল (81) এবং শ্রীলঙ্কা (64) ৷ চিন 1 থেকে 17 ব়্যাঙ্কের দেশগুলির মধ্যে রয়েছে ৷ এই ব়্যাঙ্কের মধ্যে থাকা দেশগুলির ক্ষুধা সূচকের মাত্রা 1-5 এর মধ্যে থাকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.