ETV Bharat / bharat

ভারতকে ভ্যাকসিনের কাঁচামাল দিয়ে সাহায্যের আবেদন মার্কিন চিকিৎসকের

এই মুহূর্তে ভারতে যা পরিস্থিতি, তাতে গোটা দেশে লকডাউন ঘোষণা করতে হবে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের করোনা সম্পর্কে বিশেষজ্ঞ চিকিৎসক অ্যান্টনি ফাউসি ৷ এ নিয়ে বিস্তারিতভাবে বলতে গিয়ে তিনি বলেন, সংক্রমণকে ঠেকাতে একমাত্র রাস্তা হল ভ্যাকসিনেশন ৷

give-india-resources-to-make-vaccines-says-Anthony fauci
ভারতকে ভ্যাকসিনের কাঁচামাল দিয়ে সাহায্যের আবেদন মার্কিন চিকিৎসকের
author img

By

Published : May 11, 2021, 11:48 AM IST

নিউইয়র্ক, 11 মে : ভারতে করোনার বিরুদ্ধে মোকাবিলা করতে বিশ্বের অন্যান্য দেশগুলির কাছে সাহায্য়ের আর্জি জানালেন মার্কিন যুক্তরাষ্ট্রের করোনা সম্পর্কে বিশেষজ্ঞ চিকিৎসক অ্যান্টনি ফাউসি ৷ বিশ্বের অন্যান্য দেশকে ভারতে ভ্যাকসিন তৈরির কাঁচামাল পাঠাতে এবং ভ্যাকসিন সরবরাহ করার আবেদন করেছেন তিনি ৷

গত রবিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে অ্যান্টনি ফাউসি জানান, ‘‘ভারত বিশ্বের সর্ববৃহৎ ভ্যাকসিন উৎপাদক দেশ ৷ তাদের কাঁচামাল পাওয়াটা অত্যন্ত জরুরি ৷ শুধুমাত্র দেশের মধ্যে নয়, দেশের বাইরে থেকেও ৷ আর সেই কারণে, বিশ্বের অন্যান্য দেশগুলিকে সস্তায় ভারতকে ভ্যাকসিন তৈরির কাঁচামাল পাঠাক অথবা ভ্যাকসিন দান করুক’’ ৷ তিনি আরও জানান, এই মহামারির সঙ্গে যুদ্ধের শেষ হবে একমাত্র সবাইকে ভ্যাকসিন দেওয়া গেলে ৷

আরও পড়ুন : ভারতের বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতি "দুশ্চিন্তাজনক", জানালেন হু-র বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন

তবে, তার আগে এই মুহূর্তে ভারতে যা পরিস্থিতি, তাতে গোটা দেশে লকডাউন ঘোষণা করতে হবে বলে জানিয়েছেন তিনি ৷ যা ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্য করেছে বলে ওই সাক্ষাৎকারে উল্লেখ করেন অ্যান্টনি ফাউসি ৷ এ নিয়ে বিস্তারিতভাবে বলতে গিয়ে তিনি বলেন, ‘‘সংক্রমণকে ঠেকাতে একমাত্র রাস্তা হল ভ্যাকসিনেশন ৷ তবে, তার আগে ভারত সরকারকে গোটা দেশে লকডাউন ঘোষণা করতে হবে’’ ৷ পাশাপাশি ভারতের হাসপাতালগুলির পরিকাঠামো আরও উন্নত করা প্রয়োজন বলেও ওই সাক্ষাৎকারে জানান অ্যান্টনি ফাউসি ৷

নিউইয়র্ক, 11 মে : ভারতে করোনার বিরুদ্ধে মোকাবিলা করতে বিশ্বের অন্যান্য দেশগুলির কাছে সাহায্য়ের আর্জি জানালেন মার্কিন যুক্তরাষ্ট্রের করোনা সম্পর্কে বিশেষজ্ঞ চিকিৎসক অ্যান্টনি ফাউসি ৷ বিশ্বের অন্যান্য দেশকে ভারতে ভ্যাকসিন তৈরির কাঁচামাল পাঠাতে এবং ভ্যাকসিন সরবরাহ করার আবেদন করেছেন তিনি ৷

গত রবিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে অ্যান্টনি ফাউসি জানান, ‘‘ভারত বিশ্বের সর্ববৃহৎ ভ্যাকসিন উৎপাদক দেশ ৷ তাদের কাঁচামাল পাওয়াটা অত্যন্ত জরুরি ৷ শুধুমাত্র দেশের মধ্যে নয়, দেশের বাইরে থেকেও ৷ আর সেই কারণে, বিশ্বের অন্যান্য দেশগুলিকে সস্তায় ভারতকে ভ্যাকসিন তৈরির কাঁচামাল পাঠাক অথবা ভ্যাকসিন দান করুক’’ ৷ তিনি আরও জানান, এই মহামারির সঙ্গে যুদ্ধের শেষ হবে একমাত্র সবাইকে ভ্যাকসিন দেওয়া গেলে ৷

আরও পড়ুন : ভারতের বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতি "দুশ্চিন্তাজনক", জানালেন হু-র বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন

তবে, তার আগে এই মুহূর্তে ভারতে যা পরিস্থিতি, তাতে গোটা দেশে লকডাউন ঘোষণা করতে হবে বলে জানিয়েছেন তিনি ৷ যা ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্য করেছে বলে ওই সাক্ষাৎকারে উল্লেখ করেন অ্যান্টনি ফাউসি ৷ এ নিয়ে বিস্তারিতভাবে বলতে গিয়ে তিনি বলেন, ‘‘সংক্রমণকে ঠেকাতে একমাত্র রাস্তা হল ভ্যাকসিনেশন ৷ তবে, তার আগে ভারত সরকারকে গোটা দেশে লকডাউন ঘোষণা করতে হবে’’ ৷ পাশাপাশি ভারতের হাসপাতালগুলির পরিকাঠামো আরও উন্নত করা প্রয়োজন বলেও ওই সাক্ষাৎকারে জানান অ্যান্টনি ফাউসি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.