নিউইয়র্ক, 11 মে : ভারতে করোনার বিরুদ্ধে মোকাবিলা করতে বিশ্বের অন্যান্য দেশগুলির কাছে সাহায্য়ের আর্জি জানালেন মার্কিন যুক্তরাষ্ট্রের করোনা সম্পর্কে বিশেষজ্ঞ চিকিৎসক অ্যান্টনি ফাউসি ৷ বিশ্বের অন্যান্য দেশকে ভারতে ভ্যাকসিন তৈরির কাঁচামাল পাঠাতে এবং ভ্যাকসিন সরবরাহ করার আবেদন করেছেন তিনি ৷
গত রবিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে অ্যান্টনি ফাউসি জানান, ‘‘ভারত বিশ্বের সর্ববৃহৎ ভ্যাকসিন উৎপাদক দেশ ৷ তাদের কাঁচামাল পাওয়াটা অত্যন্ত জরুরি ৷ শুধুমাত্র দেশের মধ্যে নয়, দেশের বাইরে থেকেও ৷ আর সেই কারণে, বিশ্বের অন্যান্য দেশগুলিকে সস্তায় ভারতকে ভ্যাকসিন তৈরির কাঁচামাল পাঠাক অথবা ভ্যাকসিন দান করুক’’ ৷ তিনি আরও জানান, এই মহামারির সঙ্গে যুদ্ধের শেষ হবে একমাত্র সবাইকে ভ্যাকসিন দেওয়া গেলে ৷
আরও পড়ুন : ভারতের বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতি "দুশ্চিন্তাজনক", জানালেন হু-র বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন
তবে, তার আগে এই মুহূর্তে ভারতে যা পরিস্থিতি, তাতে গোটা দেশে লকডাউন ঘোষণা করতে হবে বলে জানিয়েছেন তিনি ৷ যা ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্য করেছে বলে ওই সাক্ষাৎকারে উল্লেখ করেন অ্যান্টনি ফাউসি ৷ এ নিয়ে বিস্তারিতভাবে বলতে গিয়ে তিনি বলেন, ‘‘সংক্রমণকে ঠেকাতে একমাত্র রাস্তা হল ভ্যাকসিনেশন ৷ তবে, তার আগে ভারত সরকারকে গোটা দেশে লকডাউন ঘোষণা করতে হবে’’ ৷ পাশাপাশি ভারতের হাসপাতালগুলির পরিকাঠামো আরও উন্নত করা প্রয়োজন বলেও ওই সাক্ষাৎকারে জানান অ্যান্টনি ফাউসি ৷