নয়ডা, 18 ডিসেম্বর: গ্রেটার নয়ডায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল এক কলেজ ছাত্রীর ৷ তাঁর গাড়িটি মাঝরাস্তায় খারাপ হয়ে যাওয়ায় সেটি টেনে নিয়ে যাওয়ার জন্য একটি ট্রাকের ক্রেন পরিষেবা নিয়েছিলেন তিনি ৷ সেই ক্রেনেই মাথায় জোরালো আঘাত খেয়ে প্রাণ যায় ছাত্রীটির ৷ বিস্ময়কর এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতার পরিবারে ৷
ঘটনাটি ঘটেছে গত শনিবার ৷ সহকারী পুলিশ কমিশনার (গ্রেটার নয়ডা -1) রামকৃষ্ণ তিওয়ারি জানান, 22 বছরের দিব্যাংশী শর্মা দিল্লির গুরু তেগ বাহাদুর নগরের বাসিন্দা ৷ গ্রেটার নয়ডার নলেজ পার্ক এলাকার কলেজ থেকে বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছিলেন তিনি ৷ তখনই তাঁর গাড়িটি বিকল হয়ে যায় ৷
সেই গাড়ি টেনে নিয়ে যাওয়ার জন্য একটি ক্রেনের টোয়িং পরিষেবা বুক করেন দিব্যাংশী ৷ একটি ট্রাকে করে ক্রেন এসে দিব্যাংশীর গাড়িটি টেনে নিয়ে যেতে থাকে ৷ কিন্তু তখনই ওই ছাত্রীর নজরে আসে যে, তাঁর গাড়ির চাবিটি তাঁর নেওয়া হয়নি ৷ চালকের থেকে চাবিটি নেওয়ার জন্য গাড়িটির পিছনে ধাওয়া করেন দিব্যাংশী ৷ আর সেই সময়ই তিনি হোঁচট খেয়ে গিয়ে পড়েন ক্রেনের উপর ৷ তাঁর মাথায় প্রবল আঘাত লাগে ৷
পুলিশকর্তার কথায়, "ট্রাকচালক ক্রেন দিয়ে গাড়িটি টেনে নিলেও গাড়ির চাবি নিজের কাছে রেখেছিলেন । সেই চাবি পেতেই গাড়ির পিছনে দৌড়তে শুরু করেন দিব্যাংশী ৷ তখনই তিনি ছিটকে গিয়ে পড়েন এবং তাঁর মাথা ক্রেনের সঙ্গে ধাক্কা লাগে । মুখে আঘাত লেগে তিনি রাস্তায় পড়ে যান ৷" পুলিশকর্মী আরও বলেছেন, মৃতার বন্ধুরা অবিলম্বে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি ৷ চিকিৎসা চলাকালীনই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালকর্মীরা ৷
এই ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যান । মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এক আধিকারিক ৷ তদন্ত চলছে ।
আরও পড়ুন: