গাজিয়াবাদ, 23 জানুয়ারি: ফের শিরোনামে দিল্লি-গাজিয়াবাদ সংযোগকারী হাইওয়ে (Delhi-Ghaziabad highway) ৷ ব্যস্ত রাস্তায় রিলস বানিয়ে এবার চর্চায় এক তরুণী ৷ শখের গাড়ি মাঝ রাস্তায় দাঁড় করিয়ে রিলস বানানোর শাস্তিও হাতে পেল তরুণীকে ৷ জরিমানা হিসেবে গুনতে হল 17 হাজার টাকা ৷ জরিমানার পাশাপাশি তরুণীর নামে মামলাও রুজু করেছে পুলিশ (Girl dances on elevated road video viral fined Rs 17000 in Ghaziabad) ৷
সাম্প্রতিক সময়ে রিলস বানানোর চক্করে দিল্লি-গাজিয়াবাদ সংযোগকারী হাইওয়ে তরুণ প্রজন্মের কাছে বাড়তি জনপ্রিয়তার কারণ ৷ সোমবার ফের একবার হাইওয়েতে গাড়ি থামিয়ে রিলস বানাচ্ছিলেন এক তরুণী ৷ তাঁর নাচ-গানের চক্করে যানজট শুরু হয়ে যায় ব্যস্ত রাস্তায় ৷ কিছু মানুষ আবার তরুণীকে দেখতে এবং তাঁর ভিডিয়ো করতে ভিড় জমান ৷ যে কোনও সময় দুর্ঘটনাও ঘটা যেতে পারত ৷ কিন্তু সেসবে নাকি ভ্রূক্ষেপই ছিল না তরুণীর ৷
![Girl Fined for Reels](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/17557801_wb_ghaziabad.jpg)
প্রাথমিকভাবে খবর না-পৌঁছলেও সোশাল মিডিয়ায় ভিডিয়ো ভাইরাল হতেই আসরে নামে পুলিশ ৷ ভিডিয়োতে গাড়ির নম্বর প্লেট দেখে তরুণীকে ধাওয়া করে পুলিশ ৷ প্রথমে 17 হাজারের চালান কাটা হয় পরে তরুণীর নামে দায়ের হয় মামলা (Police registered a case against the young lady) ৷
আরও পড়ুন: পথ দুর্ঘটনায় উন্নাওতে প্রাণ গেল 6 জনের
তবে এই প্রথম নয় ৷ দিল্লি-গাজিয়াবাদ হাইওয়ে সাম্প্রতিক অতীতে এমনই বহু ঘটনার সাক্ষী থেকেছে ৷ গাজিয়াবাদ ট্রাফিকের তরফে বারংবার এ বিষয়ে সতর্ক করা হয়েছে সাধারণ মানুষকে ৷ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে জারি করা হয়েছে নির্দেশিকাও ৷ কিন্তু কাজের কাজ যে কিছুই হয়নি, তার প্রমাণ এদিনের ঘটনা ৷ গাজিয়াবাদ পুলিশ কমিশনারেটের তরফে সোশাল মিডিয়া পেজে ভাইরাল ভিডিয়ো শেয়ার করে ঘটনার সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে ৷